নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

আধুনিক বিভিন্ন ধর্ম ও রাষ্ট্র কনসেপ্ট একটা বিবেক ও মানবতা ধারনার জন্ম দিয়ে মানব প্রজাতির সেই শক্তিশালী ও শক্তিহীনদের মাঝে সংঘাত এড়ানোর একটা আপোষ বা দফারফা করার প্রয়াস চালিয়েছেন মাত্র!

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৪

প্রকৃতিতে সবল ও শক্তিশালীর দ্বারা দূর্বল ও শক্তিহীনরা আক্রান্ত হবেই! অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও হতেই থাকবে। যদিও আধুনিক বিভিন্ন ধর্ম ও রাষ্ট্র কনসেপ্ট একটা বিবেক ও মানবতা ধারনার জন্ম দিয়ে মানব প্রজাতির সেই শক্তিশালী ও শক্তিহীনদের মাঝে সংঘাত এড়ানোর একটা আপোষ বা দফারফা করার প্রয়াস চালিয়েছেন। তথাপি সেটাও সেই সুবিধাবাদী শক্তিশালীদেরই সুবিধা লাভের একটা সূক্ষ্ণ কৌশল মাত্র! তাই বলা যায় দূর্বল ও শক্তিহীনরা সবল ও শক্তিশালীকর্তৃক আক্রান্ত হওয়ার জন্য তারা নিজেরাই দায়ী! কারণ তারা দূর্বল, কারণ তারা শক্তিশালী হতে চায় না, তারা সেই সুবিধাবাদী শক্তিশালীদেরই তৈরি ধর্ম ও মানবতা-বিবেক নামক ফাঁদে জড়িয়ে বিলাপ করতে করতে নিজেদেরকে ক্রমান্বয়ে আরও শক্তিহীন করে তোলে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:০১

অদ্বিত বলেছেন: সকলের পক্ষে শক্তিমান হওয়া কখনোই সম্ভব নয়। আপনি যতই শক্তিশালী হোন না কেন, কারোর না কারোর কাছে আপনি সবসময় দুর্বলই থাকবেন। তাই আমি মনে করি, মানবতা জিনিসটা শক্তিশালীদের বানানো ছলনা নয়। এটা সত্যিই আছে।
আর শক্তিশালী দ্বারা দুর্বলের নিপীড়ন কমে আসছে তো। নেদারল্যান্ডে অপরাধীর অভাবে 19 টা জেলখানা বন্ধ হয়ে গেছে। খবর রাখেন ? ২০০৪ সাল থেকে নেদারল্যান্ডসের অপরাধীর সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পেয়ে আসছে। জেলখানা ভরতে দেশটি সম্প্রতি নরওয়ে থেকে ২৪০ জন কয়েদিকে আমদানি করেছে। কয়েদি আমদানির এমন খবর আমাদের হতবাক করে নিশ্চয়ই! এও কি সম্ভব, কারাবন্দির অভাবে অপরাধী ভাড়া করে জেলখানা চালু রাখতে হচ্ছে। এমন সাফল্যের পেছনে কী সেই কারণ, যা নেদারল্যান্ডসের অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখছে? নেদারল্যান্ডস হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি উদার ধর্মীয় সংস্কৃতির দেশ। ধর্ম নিরপেক্ষ এই রাষ্ট্রের ধর্মীয় কুসংস্কারমুক্ত ও বিজ্ঞানমনস্ক শিক্ষাব্যবস্থা মানুষকে উদার হতে সাহায্য করছে।
যেখানে ধর্ম আছে, সেখানেই শোষণ নিপীড়ন বেশী চলে। আর যেখানে ধর্ম নাই, সেখানে দুর্বলের উপর কোন সবল অত্যাচার করে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.