![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
ধর্ম শিক্ষার মাধ্যমে যদি মানুষকে সভ্য করা যেত তাহলে মানুষ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত পৃথিবীতে যত সাধু-সজ্জন, নবি-রাসুল, পীর-দরবেশ এসেছেন তাতে এতদিনে পৃথিবীর সব মানুষ দেবতা কিংবা ফেরেস্তায় পরিণত হতো!! অন্যান্য প্রাণী থেকে মানুষের স্বাতন্ত্রতা ও নৈতিকবোধ জাগাতে পাপপুণ্যের একটা প্রচ্ছন্ন প্রভাব থাকলেও মূলতঃ মুক্তচিন্তার জ্ঞানই মানুষকে সভ্য করার মূল নিয়ামক।
২| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৫
নতুন বলেছেন: ধম` চিন্তায় লোভ আর ভয় এই দুটা জিনিস মানুষকে খারাপ কাজে বাধা দেয়...
এখন মানুষের মাঝে ধম` বিশ্বাস কমে যাচ্ছে...তাই গুনাহের ভয় মানুষ পায় না।
তাই মানবিক মুক্তচিন্তা ছাড়া সামনের সমাজে মানুষকে ভাল রাখবার অন্য কোন উপায় নাই।
আমাদের দেশের সমাজও এই ট্রান্সিসন পিরিওড পার করছে...
সমাজে ভন্ডামী বেশি...ধম`নিয়ে কথা বললে সবাই প্রতিবাদ করে...কিন্তু নিজে ধম` প্রাকটিস করেনা।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬
বিজন রয় বলেছেন: মুক্তচিন্তার জ্ঞানই মানুষকে সভ্য করার মূল নিয়ামক।
খারাপ বলেননি।