নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

আমরা সুবিধাভোগীরা কেবল চাই ভোগের সবটুকু করায় গণ্ডায় নিজেরা উপভোগ করতে! আর সব কিছু চুলোয় যাক!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০

চোরকে, ধর্ষককে কিংবা যে কোন অপরাধীকে শাস্তি দেওয়ার আগে জানতে হবে, চোর কেন চুরি করে? ধর্ষক কারা, কেন এরা ধর্ষক? মানুষ কেন অপরাধ করে? আগে সেই কারন খুঁজতে হবে! সেই কারণগুলোর যথোপযুক্ত সমাধান না করে কেবল শাস্তি দিয়ে চুরি, ধর্ষণ বা অন্য কোন অপরাধ বন্ধ করা যাবে না! এমনকি চোর, ধর্ষক কিংবা যে কোন অপরাধীকে ধরার জন্য যদি র‍্যাব-পুলিশের সদস্য সংখ্যা দ্বিগুণ-চারগুণ করা হয় তবুও। আবার শুধু রাষ্ট্র কিংবা সরকার নয় সমাজের শিক্ষিত , জ্ঞানী-গুণী, বিত্তবান সবাইকে একযোগে সেই কারটাই খুঁজতে হবে আগে! অবশ্য সেই কারণ কমবেশি আমরা সবাই জানি কিন্তু নিজের ভোগের নিমিত্তে কুক্ষিগত অঢেল সম্পদের এক কণাও সেই অপরাধ সংঘটনের কারণগুলো বন্ধ করার পিছনে ব্যয় করতে রাজি না। আমরা সুবিধাভোগীরা কেবল চাই ভোগের সবটুকু করায় গণ্ডায় নিজেরা উপভোগ করতে! আর সব কিছু চুলোয় যাক! সমাজের বিত্তবান, শিক্ষিত জ্ঞানী-গুণী সুবিধাভোগীদের যত দিন এই মানসিকতার পরিবর্তন না হবে, ততদিন এই সমাজে, এই দেশে খুন, চুরি-ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বেশি বেশি সংঘটিত হতেই থাকবে, এটা সুনিশ্চিত!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

বিজন রয় বলেছেন: সচেতন লেখা।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: হুম.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.