নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

ইলিশ মাছ খাওয়া ও ভূভূজেলা বাজানো কি আসলেই বন্ধ ছিল?

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৪

সকাল বেলা গেলাম কর্মক্ষেত্রে। উদ্দেশ্য শুভ নববর্ষ ১৪২৩ এর র‍্যালিতে ছাত্র-ছাত্রীদের নিয়ে অংশ গ্রহণ করতে। ঠিক সময় মতো প্রতিষ্ঠানে গিয়ে দেখি কয়েক জন ছেলে-মেয়ে এসে উপস্থিত। আর কেউ নেই শিক্ষক হিসেবে শুধু আমি! তো ছেলে-মেয়েদের নিয়ে মজা করছি। ইতিমধ্যে আরেক জন ম্যাডাম এসে উপস্থিত। নব বর্ষের শুভেচ্ছা বিনিময়ের পর জিজ্ঞাসা করলাম, আপা ক্যামন আছেন? বলতেই তিনি বললেন, আর বইলোনা! কালকে তোমার স্যার ( উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক) দুটো বড় বড় ইলিশ মাছ এনেছেন! কাটতে গিয়ে দেখি দূটোই পচা! গেল মনটা ভীষণ খারাব হয়ে! ৩০ বছরের সংসার জীবনে আমি নববর্ষে এরকম পরিস্থিতিতে পরিনি! আমি বললাম, কেন দুঃখ করবেন কেন? আমাদের মাননীয় প্রধান মন্ত্রীও তো এবার নববর্ষে ইলিশ মাছ খাবেন না! অবশেষে তিনি আমার কথা শুনে কষ্ট করে হলেও এক গাল হাসি হাসলেন!! তারপর গেলাম র‍্যালিতে। সেখানেও দেখি সেই বিষের বাঁশি ভূভূজেলা!! অনেকেই অনেককে বলছেন, ‘এই ভাই- এই ভূভূজেলা তো নিষিদ্ধ! কে শোনে কার কথা! তিনি বাজিয়েই যাচ্ছেন সেই একই মুডে!! তবে তুলোনা মূলক ভাবে আগের তুলনায় এবার বোধ হয় কম সেই ভূভূজেলা!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২

বিজন রয় বলেছেন: না।

শুভ নববর্ষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.