নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

যারা নেতৃত্বে আছেন, আসবেন বা আসতে চান এই লেখা তাদের উদ্দেশ্যে!!!

১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৫২

নেতৃত্ব, ক্ষমতা বা পদে আসীন থেকে জীবন চালাতে গেলে আপনার চারপাশের কিছু লোক ঈর্ষাকাতর হয়ে উঠবে, কিছু লোক ঈর্ষাকাতর হতে হতে সহিংস হয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনবে। কিছু লোক আপনার চারপাশে ভালো মানুষ সেজে ভিতরে ভিতরে ঘুণপোকার ন্যায় ধীরে ধীরে আপনাকে ধ্বংস করতে থাকবে। তাই নেতৃত্বে বা ক্ষমতার শীর্ষ পদে থাকলে এই ধরনের মানুষগুলোকে চেনার চেষ্টা করতে হবে সবার আগে। তা না হলে আপনাকে হারাতে হবে নেতৃত্ব , ক্ষমতা ও পদ এমনকি আপনার পরিণতি ও বিদায় হতে পারে অনেক ভয়াবহ! কাজেই সৎ উদ্দেশ্যে ভালো কিছুর জন্য নেতৃত্বে, ক্ষমতা ও পদে আসীন হলেও আপনার চারপাশে আপনার মতোই কিছু সৎ, সাহসী ও বুদ্ধিমান বিচক্ষণ লোক রাখতে হবে, বসাতে হবে। এর ব্যত্যয় ঘটলে কিংবা সৎ, সাহসী ও বুদ্ধিমান বিচক্ষণ লোক চিনতে ভূল করলে আপনাকে ভূলের মাশুলও দিতে হবে চরমভাবে! ভালো নেতৃত্বও একসাথে সবাই সমানভাবে গ্রহণ করবে না। সবার মঙ্গলের জন্য ভালো নেতৃত্বও কখনো কখনো কারো কারো ব্যক্তিস্বার্থকে আঘাত হানবে, এটা অবধারিত! আপনি হয়তো চান ব্যক্তিস্বার্থের উর্ধ্বে সামষ্টিক মঙ্গল, কিন্তু বাস্তবতা হল সামষ্টিক মঙ্গলের জন্য কেউ কেউ স্বীয় ব্যক্তিস্বার্থকে বিসর্জন দিতে চান না। তাই স্বীয় ব্যক্তিস্বার্থে আঘাত আসলে অনেকেই প্রকাশ্যে কিছু না করতে পারলেও ষড়যন্ত্রের জাল বুনবে ভিতরে ভিতরে। সময় ও সুযোগ আসলেই এই ধরনের লোকগুলো সক্রিয় হয়ে উঠবে। পারলে ক্ষমতা ও নেতৃত্ব থেকে আপনাকে টেনে-হিঁচরে নামাবে! ক্ষমতা, নেতৃত্ব বা পদে আসী্নের মূলনীতি হতে হবে সুন্দর ব্যবস্থাপনা, উদ্ভূত সমস্যার সমাধান ও ক্রমোন্নতি। ত্যাগ করতে হবে প্রতিশোধ পরায়ণ মনোভাব। প্রবাদ আছে, ক্ষমতা মানুষকে নষ্ট আর চূড়ান্ত ক্ষমতা মানুষকে নষ্ট করে চূড়ান্ত ভাবেই। তাই ক্ষমতায় বসার আগে ক্ষমতায় বসার প্রকৃত উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন! নিজের অসৎ উদ্দেশ্য ও ভোগ-বিলাসের চরম উচ্চাভিলাস চরিতার্থ করার জন্য ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন না। ইতিহাস সাক্ষ্য দেয়, অসৎ উদ্দেশ্য ও ভোগ-বিলাসের চরম উচ্চাভিলাস চরিতার্থ করার জন্য যারা ছলেবলে কলে কৌশলে ক্ষমতায় আসীন হয়েছেন তাদের পরিণতি ও বিদায়ও হয়েছে ভয়াবহ রূপে!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৬ বিকাল ৪:২৮

সোজোন বাদিয়া বলেছেন: সদুপদেশ দেওয়ার জন্য নমষ্কার রইল। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.