![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
যে যে ব্যক্তির যত বেশি জ্ঞানের অভাব অথবা যে যে ব্যক্তি অন্তঃ ও বহিঃ মানসিকতায় যত বেশি দূর্বল, দুঃখকষ্টে জর্জড়িত নয়তো অপরাধ প্রবণ কিংবা যে যে ব্যক্তি তার অতীত জীবনের অপরাধের দৃশ্যত কিংবা অন্তঃ মানসিকতায় যত বেশি সাক্ষ্য বহন করেন সেই সকল ব্যক্তি আল্লাহ/ঈশ্বর/গডের নামে তত বেশি অশ্রু বিসর্জন করেন। এই অশ্রু বিসর্জনের কারন হতে পারে অনুশোচনা, বিবেকের দংশন নয়তো পারিপার্শ্বিক সমাজে জনসম্মুখে নিজেকে ধার্মিক হিসেবে মেলে ধরার এক কুটিল কৌশল!! অনেকটা শিশুদের মতো। শিশুরা কোন অপরাধ কিংবা দূর্ঘটনা ঘটানোর পর তার কৃত কর্মের জন্য যখনই বুঝতে পারে যে সেই কাজটি করা তার ঠিক হয়নি অথবা তার সেই অপরাধের জন্য মা-বাবা কিংবা বড়দের কাজ থেকে শাস্তি নিশ্চিত! তখনই সে নিজেকে সেফ করার এক কৌশল অবলম্বন করেন তা হল – কান্না! হতে পারে সেটা উচ্চস্বরে কিংবা ফুঁপিয়ে ফূঁপিয়ে!!
১৭ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৪
বীরেশ রায় বলেছেন: আপনার মতো বেশি লেখাপড়া জানা শিক্ষিত হওয়ার দু-একটা সহজ পথ বলেন তো!! চেষ্টা করি!?
২| ১২ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২১
নীল আকাশ ২০১৬ বলেছেন: দুর্গা পুজার সময় দেখি পুজামন্ডপের সামনে হিন্দি গানের তালে তালে তরুণ তরুণীদের উদ্দাম নৃত্য। সেটার কারণ কি?
৩| ১৭ ই মে, ২০১৬ বিকাল ৫:০৫
গোধুলী রঙ বলেছেন: আপনার সাথে দ্বিমত
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৬ বিকাল ৪:২৭
Ababill বলেছেন: খুব অল্প লেখাপড়া জানা একজনের সাক্ষাত পেলাম।