নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

এদেশে সৎ নেতা, সৎ আমলা, সৎ জনগণ আসবে কোথা থেকে?

১৫ ই জুন, ২০১৬ রাত ১১:১৮

শৈশব থেকেই বাচ্চাদের ক্লাস ভিত্তিক সিলেবাসের পড়ালেখাতেই চুবিয়ে রাখা হয় ঠিকই কিন্তু পড়ালেখার মধ্যে নিহিত নৈতিক ও মানবিক শিক্ষাটা তুলে ধরা হয় না। আর পরিবার যেখানে শিক্ষার সূতিকাগার সেখানে মা-বাবা কেবল চায় রেজাল্ট আর ক্লাসে মেধাক্রমে ছেলে-মেয়ের রোল কত? সেটা । অথচ শিক্ষককে কোন দিন জিজ্ঞেস করেন না ‘আমার ছেলেটার বা মেয়েটার মানবিক ও নৈতিক জ্ঞান কি রকম? শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানও এখন সেরকমই হয়ে গেছেন ‘কেবল বাচ্চাদের সিলেবাসের নাম কাওয়াস্তে পড়েলেখার’ অগ্রগতি চান!! আর সর্বোপরি রাষ্ট্রও বোধহয় স্কুল – কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে চান একটা প্রডাক্ট, সৎ নাগরিক নয়!! তাহলে এদেশে সৎ নেতা, সৎ আমলা, সৎ জনগণ আসবে কোথা থেকে?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৬ রাত ১২:২৩

ফাতিমা মনি বলেছেন: আমি একমত। কিন্তু করার কিছুই নেই

২| ১৬ ই জুন, ২০১৬ রাত ১:২৭

মাগুরগিয়াসাইবারফোর্স বলেছেন: আমি হব সট নেটা

৩| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৪

মাঘের নীল আকাশ বলেছেন: নোংরা দেশের নোংরা মানুষের নোংরা মানসিকতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.