![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
যে কোন বাহ্যিক লেবাসে আমার ভীষণ এলার্জি! হতে পারে সেটা ধর্মীয় , পোশাকীয় কিংবা ফিটফাট কেতা-দূরন্ত কোন ড্রেস কোডের লেবাস! হতে পারে সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান , মুসলিম বা অন্য যে কোন ধর্মের লেবাস! তাই এই লেবাসধারী মানুষগুলোর ভেতর –বাহির ওলটপালট করে পরখ করেই তাদের সাথে কথা বলি, সামাজিকতা ও বন্ধুত্বের বন্ধনে জড়াই! কেননা এ জগত বড়ই বিচিত্র!! তারচেয়েও বিচিত্র আমার আপনার চারপাশের এই মানুষগুলো!!!!
২| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১:০৫
বিজন রয় বলেছেন: ভাল-খারাপ নিয়েই আমাদের জীবন। ভালটাকে উপভোগ করতে হবে, দীর্ঘায়িত করতে হবে আর খারাপটার বিরুদ্ধে সবসময় যুদ্ধ করতে হবে।
হতাশ হলে চলবে না।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৫
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: সবই বৈচিত্রময়।
মানুষ তাদের মতামতের ভীরুদ্ধচারন করাকে মেনে নিতে চায় না এটাই হল সমস্যা।