নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

এ জগত বড়ই বিচিত্র!! তারচেয়েও বিচিত্র আমার আপনার চারপাশের এই মানুষগুলো!!!!

২৪ শে জুন, ২০১৬ সকাল ৯:২৭

যে কোন বাহ্যিক লেবাসে আমার ভীষণ এলার্জি! হতে পারে সেটা ধর্মীয় , পোশাকীয় কিংবা ফিটফাট কেতা-দূরন্ত কোন ড্রেস কোডের লেবাস! হতে পারে সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান , মুসলিম বা অন্য যে কোন ধর্মের লেবাস! তাই এই লেবাসধারী মানুষগুলোর ভেতর –বাহির ওলটপালট করে পরখ করেই তাদের সাথে কথা বলি, সামাজিকতা ও বন্ধুত্বের বন্ধনে জড়াই! কেননা এ জগত বড়ই বিচিত্র!! তারচেয়েও বিচিত্র আমার আপনার চারপাশের এই মানুষগুলো!!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৫

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: সবই বৈচিত্রময়।
মানুষ তাদের মতামতের ভীরুদ্ধচারন করাকে মেনে নিতে চায় না এটাই হল সমস্যা।

২| ২৪ শে জুন, ২০১৬ দুপুর ১:০৫

বিজন রয় বলেছেন: ভাল-খারাপ নিয়েই আমাদের জীবন। ভালটাকে উপভোগ করতে হবে, দীর্ঘায়িত করতে হবে আর খারাপটার বিরুদ্ধে সবসময় যুদ্ধ করতে হবে।

হতাশ হলে চলবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.