![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
অনেক আগে একটা গল্প শুনেছিলাম। সেই গল্পটা আপনাদের সাথে একটু শেয়ার দিলাম। ‘ এক রাজ্যে ছিল এক রাজা। সেই রাজা একদিন তার রাজ্যের জ্ঞানী-গুণী, বুদ্ধিজীবি, সাহসী লোকদের দেখার ইচ্ছে প্রকাশ করলেন এবং পুরস্কার দেয়ার জন্য এক মহৎ কাজ হাতে নিলেন। তো বিভিন্ন ক্যাটেগরির গুণীজন নির্বাচন করার পর সবশেষে চলছে রাজ্যের সাহসী লোক নির্বাচন প্রক্রিয়া। এ অবস্থায় রাজা ভেবে পাচ্ছিলেন না কোন পদ্ধতি ও কি কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই সাহসী লোক নির্বাচন করা হবে! শেষে প্রধান উপদেষ্টার পরামর্শে সহজ ও দ্রুত নির্বাচন করা যায় এমন একটি প্রক্রিয়া অনুসরণ করে বাছাই প্রক্রিয়া শুরু করে দিলেন। মাইকে ঘোষণা করা হল যে, আপনারা যারা যারা বাড়িতে নিজের বউয়ের পরামর্শে চলেন না এবং ভয়ও পান না তারা এক পাশে দাঁড়ান! ঘোষণা শুনে প্রতিযোগীরা নিজেদের ভিতর কানাঘুষা করে অনেকেই দ্বিধা-দ্বন্দে ও দোটানায় পড়ে গেলেন! অতঃপর এক এক করে সবাই এক পাশে ভয় পাওয়ার পক্ষ সমর্থনে এসে জড়ো হলেন কেবল একজন ছাড়া! রাজা ও উপদেষ্টা মণ্ডলী ঐ একদিকে একাকি দাঁড়িয়ে থাকা ভদ্র লোককে লক্ষ্য করে মনে মনে ভাবলেন এতগুলো কাপুরুষের মাঝে বোধ হয় এই একজনই ছিলেন যে কি না খুব সাহসী! তো রাজা মশায় কাংখিত সাহসী লোক পেয়ে তার কাছে গিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে জিজ্ঞেস করলেন, “ আচছা, বলুন তো আপনি কি মনে করে এখানে একাই দাঁড়িয়ে রইলেন? আপনার সহপ্রতিযোগীরা তো সবাই একে একে এক পাশে বউকে ভয় পাওয়ার পক্ষে গিয়ে জড় হয়েছেন! রাজার প্রশ্নে ভদ্রলোক জবাব দিলেন, “ আমি আসতে চাইনি কিন্তু আমার বউ আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে এই প্রতিযোগিতায়! আমি সাহসী তবে এতটা সাহসী তো নই যে এই প্রতিযোগিতায় পুরস্কার পাবো তাই মনে মনে টিকবো না ভেবেই এক পাশে দাঁড়িয়ে আছি! তাছাড়া যেখানে হই-হুল্লোড় ও ভিড় সেদিকে আমার বউ যেতে নিষেধ করেছে! তার নির্দেশ যদি অমান্য করি এবং বউ জানতে পারলে বাসায় ফিরে গিয়েই আমাকে বউয়ের প্যাঁদানি খেতে হবে!! তাই একপাশে একা একা দাঁড়িয়ে আছি!!”
২| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৩
আরণ্যক রাখাল বলেছেন: আমি একটু অন্যভাবে শুনেছিলাম
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৪
বীরেশ রায় বলেছেন: ঐ হল!! গল্পের Summarize matter ঠিক থাকলেই হল!!
৩| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:২২
Realanswer বলেছেন: লেখক কি বিবাহিত?
০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৮
বীরেশ রায় বলেছেন: আমার আগের পোস্ট দ্রঃ!!!!
৪| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫০
ঢাকাবাসী বলেছেন: পুরোণো গল্প, ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৮
বিজন রয় বলেছেন: হা হা হা হা
চরম।