![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
সমাজের সব মানুষই চায় শান্তিতে থাকতে, স্বস্তিতে একটা সুন্দর পরিবেশে জীবন কাটাতে! কিন্তু দুঃখের বিষয় হল সেই শান্তিতে থাকতে হলে, স্বস্তিতে সুন্দর পরিবেশে জীবন যাপন করতে হলে যে কাজ করতে হয়, পরিবার, সমাজ ও দেশের জন্য যে দায়িত্ব পালন করতে হয় তা আমরা খুব কম সংখ্যকই করি! তাছাড়া অধিকাংশ মানুষ কেবল নিজ পরিবার, আরাম-আয়েশ, ভোগবিলাস কেন্দ্রিক ভাবনাই ভাবেন বেশি। এই ভাবনা কেউ ভাবতেই পারে কিন্তু সেই ভাবনা ভেবে কাজ করতে গিয়ে আপনি যদি সমাজের, রাষ্ট্রের, আপনার চারপাশের পরিবেশ-প্রতিবেশের সমূহ ক্ষতি করে থাকেন, তাহলে আপনার চারপাশে একটি স্বস্তিকর সুন্দর পরিবেশ প্রত্যাশা করেন কি করে!! একটু ভেবে দেখুন তো, নিজে ভাল থাকতে গিয়ে প্রতিবেশি, সমাজ কিংবা রাষ্ট্রের ক্ষতি কতটুকু করছেন? যদি না করে থাকেন তাহলে আমার পক্ষ থেকে আপনাকে স্যালুট!! যদিও জীবন-যাপনে মানুষের অনেক কাজ কর্মই অন্য ব্যক্তি কিংবা পরিবেশের স্বার্থের কোনো না কোনো ভাবে পন্থি তথাপি যত টুকু সমাজের , রাষ্ট্রের নিয়ম কানুন দ্বারা সিদ্ধ, সহনশীল হিসেবে স্বীকৃত আমাদের সেই সীমা-পরিসীমা মেনেই নিজের জীবন নির্বাহ করা উচিত। যা হোক আজকে যারা বিভিন্ন স্কুল-কলেজ-ইউনিভার্সিটি’র ছাত্র-ছাত্রী, নবীন ও তরুণ প্রজন্ম তাদের সবার ভিতর এই মানসিকতা তৈরি হোক এই প্রত্যাশা করছি!
©somewhere in net ltd.