নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন অনলাইন পত্রিকা ও স্যোসাল মিডিয়ার বিভিন্ন পেজঃ আমাদের ভূমিকা কি হওয়া উচিত?

২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০০

সম্প্রদায়িক বিভেদ কারা তৈরি করছে? কারা স্যোসাল মিডিয়া ও সামাজিক প্রতিষ্ঠান গুলোকে ব্যবহার করে বার বার সাধারণ মানুষকে, তরুণ প্রজন্মকে সম্প্রদায়িক আগ্রাসী অমানুষে পরিণত করছে এগুলো আমাদের সবার জানা। এত দিন সেগুলো সীমাবদ্ধ ছিল ধর্মীয় বিশ্লেষণধর্মী পুস্তকে, মসজিদের খুদবা পাঠে, বিভিন্ন ওয়াজ মাহফিলে, ইসলামি ধ্যান-ধারনার বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সভা , সমাবেশে! এখন সেই একই কাজ শুরু হয়েছে স্যোসাল মিডিয়া ফেসবুকে, টুইটারে, বিভিন্ন ডাইনামিক ইন্টার‍্যাক্টিভ ওয়েবসাইটে সবশেষ অনলাইন পত্রিকা’র নামে বিভিন্ন ওয়েবসাইটে! এই অনলাইন পত্রিকাগুলোতে বিভিন্ন তথ্য, খবর, ধর্মীয় দর্শন, ডাক্তারি তথ্যসেবা, যৌনতা, সামাজিক বিভিন্ন ঘটনা প্রচার করে সাধারণ মানুষকে বিশেষ করে ইন্টারনেট ব্যবহারকারী তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে লাইক, শেয়ার, কমেন্ট প্রভৃতি ইন্টার‌্যাক্টিভ কাজের মাধ্যমে হাজার হাজার মানুষের মাঝে ওয়েবসাইট, স্যোসাল মিডিয়ার পেজ গুলোকে জনপ্রিয় করে তুলে এক পর্যায়ে ছড়িয়ে দেয়া হচ্ছে বিভিন্ন কট্টর মতবাদ, সাম্প্রদায়িক হিংসা বিদ্বেষে পূর্ণ কুরুচিপূর্ণ তথ্য!! কাজেই এই মূহূর্ত থেকেই নিজে সচেতন হউন, তরুণ প্রজন্মকেও সচেতন করুন!! তা না হলে সেই ওয়েবসাইট ও স্যোসাল মিডিয়ার পেজগুলোর সূত্র ধরেই নষ্টের দলে চলে যেতে পারে আপনার সন্তান, আপনার ভাই কিংবা বোন!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.