নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

মানুষকে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন!! কারণ আপনার অস্তিত্ব ও সুন্দরভাবে টিকে থাকা-সেটা মানুষেরই অবদান!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

অনেক মানুষ আছেন যারা অভিনয় করে গুছিয়ে অন্যের কাছে, জনসম্মুখে নিজেকে যতটাই ভাল হিসেবে তুলে ধরার চেষ্টা করেন, আড়ালে, নেপথ্যে সেই মানুষ ততটাই খারাপ কাজ করার মানসিকতা রাখেন!! এবং নিজের স্বার্থে সামান্যতম আঘাত লাগলেও সংশ্লিষ্ট ব্যক্তির ললাটে বিষ দাঁত বসিয়ে দেন এমনকি খারাপ কাজটা করতে তার বিবেকে সামান্যতমও বাঁধে না!! আর সময় ও প্রযুক্তি যত এগিয়ে যাছে মানুষ ততই বিভিন্ন আঙ্গিকে মানুষ ও পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে। অনেক ক্ষেত্রেই পিছনে পড়ে থাকছে তার নীতি- নৈতিকতা!! হয়তো অস্তিত্বের সংগ্রামে টিকে থাকা কিংবা নিজের ভোগ লালসা চরিতার্থ করার নিমিত্তে এগুলোই সমাজ ও সভ্যতার চূড়ান্ত পরিণতি!! তারপরও আমরা মানুষ তো! নিজে ভাল থাকা বা থাকতে চাওয়ার পাশাপাশি আমাদের চারপাশের মানুষ ও পরিবেশকেও একটু ভাল রাখার চেষ্টা করলে কি বা এমন ক্ষতি হয়?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২১

আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: একটি সৃষ্টির অস্তিত্ব নির্ভর করছে সৃষ্টিকর্তার উপর, আরেকটি সৃষ্টির উপর নয়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

বীরেশ রায় বলেছেন: সেটা আপনার একান্ত ধর্মীয় বিশ্বাস!! এই কথাগুলো মানেন বা নাই মানেন সেটা ভিন্ন ব্যাপার। তবে আপনি আমি Survival of the Fittest theory তে প্রকৃতিতে বন্দি! আগে এই বিষয় গুলোর উপর ভালভাবে পড়াশোনা করে আসেন তার পর এই ব্যাপার গুলোতে মতামত পেস করেন!!! না জেনে শুধু শুধু ধর্মের খোলেশে থেকে কল্লা বাড়াইয়েন না!!

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: কথা সত্য

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪

কানিজ রিনা বলেছেন: সত্য কথা তুলে ধরার জন্য ধন্যবাদ, সার্থের কারনে
পিতাও তার নিজ সন্তানের জন্ম অশিকার করে
যা আমার নিজের অভিজ্ঞতায় মৃয়মান।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

প্রণব দেবনাথ বলেছেন: অন্য সব প্রাণী যে নামে জন্মে সে নামেই মরে, যেমন গরু, ছাগল। মানুষ কে জন্মের পর মানুষ হতে হয় । আমরা অনেকেই এটা বুঝিনা ।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৪

প্রামানিক বলেছেন: সুন্দর কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.