নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ। ভালো মানুষ হয়তো এখনও হতে পারিনি তবে মন্দ কিছু করি না- কারো মন্দ কিছু করাতে বিশ্বাসও করি না। উপকার করতে না পারলেও কারো ক্ষতি অন্ততঃ করি না!!

বীরেশ রায়

সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।

বীরেশ রায় › বিস্তারিত পোস্টঃ

‘‘ পাকিস্তানে বিরাট সংখ্যক উন্মাদ রয়েছ, যারা নিজেদের ধ্বংসের কথা ভেবে উল্লসিত হয়।’’

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৭

এক টিভি টক শো-তে পাকিস্থানী সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হাসান নিসার বলেন ‘‘আমাদের পাকিস্তানে এক দল অশিক্ষিত লোক রয়েছেন। তাঁরা জানেনই না যে পরমাণু বোমা মানে কী। নিসারের ব্যাখ্যা, ভারতের ১০০ কোটিরও অনেক বেশি মানুষের বাস। পাকিস্তানের জন্যসংখ্যা মাত্র ১৮ কোটি। ভারত পাকিস্তানে যে পরিমাণ পরমাণু আক্রমণ চালিয়ে গোটা পাকিস্তানের জনস্যংখ্যাকে সম্পূর্ণ মুছে দিতে পারে, পাকিস্তান তার চার গুণ আক্রমণ ভারতের উপর চালালেও ভারতীয় সব জনসংখ্যাকে শেষ করতে পারবে না। কোটি কোটি মানুষ ভারতে রয়ে যাবেন দেশ চালানোর জন্য। কিন্তু পাকিস্তানে আর একজনও অবশিষ্ট থাকবেন না। পাকিস্তান শেষ হয়ে যাবে। হাসান নিসারের ভাষায়, ‘‘আমাদের পাকিস্তানে বিরাট সংখ্যক উন্মাদ রয়েছ, যারা নিজেদের ধ্বংসের কথা ভেবে উল্লসিত হয়।’’
http://www.bdmorning.com/international/132891

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩২

অদৃশ্য বলেছেন:



দাদা যুদ্ধমুদ্ধ বাঁধলে কার কতোটুকু ক্ষতি হবে তা ঠিকঠাক ক্যালকুলেশন করেছেনতো?... আমরাতো আলাদা দেশ তারপরেও আপনাদের পাশে থাকার জন্য আমাদেরও ক্যালকুলেশন করতে হচ্ছে...

যুদ্ধ না বাধুক এমনই প্রত্যাশা... তারপরেও বলতে হচ্ছে যে এটা সম্ভবত খুব বেশিদিন আটকে রাখতে পারবেননা... আপনারা না চাইলেও আপনাদের দিয়ে তা কেউ না কেউ করিয়েই ছাড়বে... শক্তি বাড়ানোর উপায় হলো আরেকজনের শক্তিকে কমিয়ে দেওয়া... যারা শক্তি বাড়াতে চায় তারাই যুদ্ধ লাগানোর ব্যবস্থা করবে...

শুভকামনা...

২| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৬

চাঁদগাজী বলেছেন:



পাকিস্তানের মানুষকে শিক্ষিত হওয়ার পথে বাধা ঐ নিসার ফিসার ইত্যাদিরা, এরা সবকিছু দখল করে রেখেছে।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩১

ঢাকাবাসী বলেছেন: যুদ্ধ সম্পর্কে নিসার ফিসারদের কোন ধারণাই নেই! যুদ্ধ লাগলে মানুষ মারাটা টার্গেট নয় সৈন্য আর অস্ত্রসস্ত্র রসদ ধ্বংশ করাটা.. যুদ্ধ করার ক্ষমতা ধ্বংশ করাটা টার্গেট হয় ১২০ বা ১৮ কোটি মানুষ না!

০৩ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

বীরেশ রায় বলেছেন: তো মিঃ ঢাকাবাসী তাহলে পাকিস্থানের পারমাণবিক অস্ত্রের হুমকিটা কিসের জন্য????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.