![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
মায়ানমারের জেনারেলদের উপর আগেই নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন যুক্তরাষ্ট্র ও কানাডা।অতঃপর নিষেধাজ্ঞা আরোপ করলেন ইউরোপীয় ইউনিয়ন।হয়তো তারই ফল ও পালটা চ্যালেন্স হিসেবে মায়ানমার বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে! ফলে সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গা ভীত সন্ত্রস্ত ও কেউ কেউ সীমান্ত অঞ্চল ছেড়ে নিরাপদ স্থানে সরে আসছে। বাংলাদেশ প্রতিবাদ ও পাল্টা পদক্ষেপ হিসেবে সে দেশের রাষ্ট্রদূতকে তলব করেছেন। সেই সাথে অতিরিক্ত সৈন্য সরাতে বলেছে্ন এবং পতাকা বৈঠকের আহবান জানিয়েছেন। ঘটনা কি দাঁড়াইল? আমার ধারনা ও বিশ্বাস মায়ানমার নিজেদের সামরিক শক্তি ও ব্যাক আপ রাষ্ট্রশক্তির বলে বলিয়ান হয়ে বুঝিয়ে দিচ্ছে - মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, ওআইসি আপনাদের হ্যাডম থাকলে, পারলে কিছু করেন!!! আমরা তা পরোয়া করি না!! আমার ধারনা ও বিশ্বাস আমাদের পররাষ্ট্রনীতি যতদিন এই সব শক্তির পিছনে যত বেশি বেশি তৈল মর্দন করবেন এবং সেই সুবাদে তারা মিডিয়া কাভারেজের জন্য হুংকার ছেড়ে বুলি আওরাবেন ততদিন রোহিঙ্গা সমস্যার যৌক্তিক সমাধান পাওয়া যাবে না।
২| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:২১
কানিজ রিনা বলেছেন: বাংলাদেশের উচিৎ ওদেশ থেকে চাল আমদানী
করে আনা। মিয়ানমার সামরিক জান্তাদের
তেল মালিস করা।
৩| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৯
A.Z.M.Julkernine বলেছেন: এই রকম কিছু মনে হচ্ছে না....
৪| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের কপালে কি যে আছে কে জানে!
৫| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:১০
নিরাপদ দেশ চাই বলেছেন: কানিজ রিনা - খুব ভাল বলেছেন।অবিশ্বাস্য হলেও সত্যি, রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে বাংলাদেশ যেন মিয়ানমারের জনসংযোগ বিভাগের দায়িত্ব পালন করছে!
৬| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:১৯
বারিধারা ২ বলেছেন: ভারতের কাছে যেসব দেশের সরকার নিজেদের পশ্চাদ্দেশ বিক্রি করে দিয়েছে, আন্তর্জাতিক পরিমন্ডলে তারা দ্রুতই বন্ধুহীন হয়ে পড়েছে। তারা কারো করুণা পাবারও যোগ্য নয়।
৭| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৮
হাঙ্গামা বলেছেন: বাংলাদেশের সাথে কে আছে? কয়টা দেশ?
ইন্ডিয়ার জিনিস চাইটা আর কতকাল?
ইন্ডিয়ান আর ইন্ডিয়ারে যে চিনে নাই সে একটা ভোকচোদ।
৮| ০৩ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
আল ইফরান বলেছেন: কানিজ রিনা বলেছেন: বাংলাদেশের উচিৎ ওদেশ থেকে চাল আমদানী
করে আনা। মিয়ানমার সামরিক জান্তাদের
তেল মালিস করা।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:০৫
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের কি করা উচিত?