![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবার উপরে মানুষ সত্য! চেষ্টা করি সেই সত্যকে অনুসরণ করতে।
হিরো আলমের অতীত খুঁজতে তার নিজ বাড়ি বগুড়ায় গেলে জানতে পাওয়া যায় হিরো আলমের বিস্তারিত পরিচয়।
বাড়িতে গিয়ে দেখা মিলে হিরো আলমের বাবা আব্দুর রাজ্জাক (সৎ বাবা), মা আশরাফুন বেগম, স্ত্রী সাবিহা আক্তার সুমি, বড় মেয়ে ২য় শ্রেণির ছাত্রী আলোমনি, মেজ মেয়ে ১ম শ্রেণির ছাত্রী আঁখি আলো এবং ৪ বছরের ছেলে আবির হোসেনের সঙ্গে।
হিরো আলমকে নিয়ে প্রশ্ন করলে তার বাবা আব্দুর রাজ্জাক জানায়, ওর বাবা আহম্মদ মারা গেলে আমি আশরাফুন বেগমকে বিয়ে করি। এরা তিন বোন এক ভাই। নিজের ছেলেমেয়ের মতোই তাদের মানুষ করেছি। মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে। আলমের ডিশের ব্যবসা রয়েছে।
তিনি আরও জানান, সেই ব্যবসাটি মূলত তিনিই দেখাশুনা করেন। আলম ইচ্ছেমতো টাকা উড়ায়। মিউজিক ভিডিও বানানোর নামে রাতদিন পড়ে থাকে নানা জায়গায়। বাড়িতে বাবা-মা, স্ত্রী সন্তানদের কোনো খোঁজ রাখে না সে।
জাতীয় সংসদের নির্বাচনে বগুড়া-৪ (কাহালু নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলমের নির্বাচন করা প্রসঙ্গে জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, বাড়ির, ছোলপোলের খোঁজ লেয় না, আবার এমপির ভোট করিচ্চে। অক কাহালু নন্দীগ্রামের কে চেনে? আসলে এগলা অর ট্যাকা খাওয়ার জন্নে কিছু মানুষ ভুল বুঝে অক ল্যাচা লিয়্যা বেড়াচ্চে। আলমের মেয়ে আলোমনি জানে না তার বাবা এখন কোথায়, কি করছে? বাড়ির কোন খোঁজ রাখে না সে।নিউজ লিংকঃ যুগান্তর
২| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮
⓪ বলেছেন: ১। ডিশের ব্যবসা হিরো আলমের বাবাই দেখাশোনা করেন, আলম ইচ্ছেমত টাকা ওড়ায়।
২। মিউজিক ভিডিও বানানোর নামে রাতদিন পড়ে থাকে নানা জায়গায়।
৩। বাড়িতে বাবা মা স্ত্রী সন্তানের কোন খোঁজ রাখেনা।
এরকম একজন ফটকা, ভাদাইম্যা, ভবঘুরে আলমের হিরো খেতাব কিভাবে জুটল?
২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
বীরেশ রায় বলেছেন: আবাল পাবলিক ও কিছু কিছু মিডিয়া!!
৩| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
খাঁজা বাবা বলেছেন: মানুষের আকাশ ছোয়া স্বপ্ন থাকতেই পারে, স্বপ্ন নিয়ে উপফাস করা উচিৎ নয়।
সে যোগ্য কিনা তা পার্টি ও তার এলাকার জনগনই মূল্যায়ন করবে।
তাকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে এবং একাত্তর টিভির স্বাক্ষাতকারে তাকে যে ধরনের প্রশ্ন করা হয়েছে তা বর্নবাদিতার শামিল।
৪| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
বাকপ্রবাস বলেছেন: দেশটা হাগলে ভরি গেল
৫| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হিরো আলম ভারতীয় সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছে এটা তার জন্য এমনকি আমাদের জন্য গর্বের বিষয়।
গ্রামে তার বাবা, মা, মেয়ের খোঁজ না রাখুব শিল্প মিডিয়া তার খবর ঠিকই রাখে।
৬| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
৭| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
ফেনা বলেছেন: ভাই দেশে যে রাজনৈতিক নেতারা আছেন তারা কতটুকু ভাল!!! আমার ধারনা তারা হিরু আলম থেকে বেশি খারাপ।
সুতরাং তার ঠেং ধরে বাদরের মত না ঝুলায় ভাল।
৮| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
'বিজু দ্য হিরো’ নামের সিনেমাটি পরিচালনা করবেন প্রভাত কুমার। গত ০৮ আগস্ট সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হন হিরো আলম। আগামী ডিসেম্বরে ভারতের রাঁচি শহরে শুরু হবে শুটিং।
৯| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
কিশোর মাইনু বলেছেন: গুন্ডা-মাস্তান যদি রাজনীতিতে আস্তে পারে, হিরো আলম আসলে সমস্যা কী সেটা আমার মাথায় ডুকে না।
১০| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এক পুরাতন তেনা। আর কত পেচাবে মানুষ বুঝিনা।। যতোই আপনারা তার পক্ষে বিপক্ষে পেচাবেব। পচাবেন।।।সে ততোই সেলেব্রিটি হবে।।
মার্কেটিং এর ভাষায় Bad publicity is the good publicity (খারাপ প্রচার ভালো প্রচারের কাজ করে।)
১১| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা ফালতু লোককে নিয়ে কারো কারো মাতামাতি জঘন্য লাগে...
১২| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: উফ !!
১৩| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বাংলা সব টিভি চ্যানেল তাকে ঘিরে নির্বাচণের মজমা বসাইছে!
১৪| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের সংসদ সদস্য হওয়ার জন্য নিম্নতম কোন যোগ্যতার দরকার হয়না। হিরো আলমের প্রার্থী হওয়া তাই আমাদের রাজনীতিকদের জন্য বড় একটা চপেটাঘাত। আমি বলি ওর নির্বাচিত হওয়া উচিৎ, আমাদের রাজনীতিকদের শিক্ষা হওয়া উচিৎ
১৫| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার নেতাদের কয়জন হিরো আলমের চেয়েও যোগ্য, সৎ, অহিংস ও মানবিক গুণাবলীসম্পন্ন বলতে পারেন ?
১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫৮
নিউজপ্রিন্ট বলেছেন: নিজের স্থান যখন খুব লো ক্লাস হয় তখন লো ক্লাসের লোকজনকে মানুষ ক্ষমতায় দেখতে চায়। যারা হিরু আলুম নামক নোংরা অশালীন ভিডিও নির্মাাতাকে সমর্থন করছে তারা নিজেদের পরিচয় বহন করছে।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫
হাবিব বলেছেন: এই তাহলে অবস্থা?