নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ সময়ের পথিক......

আমি বিশাল......

আবার সেই একাকি বিকেল,,,,,,,,,, ভীর ঠেলে নিশ্চুপ হেটে চলা,,,

আমি বিশাল...... › বিস্তারিত পোস্টঃ

ভাল্লাগে না :(

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৮




ছবিঃ সংগৃহীত

সে ছিলো যুবক ছুইছুই এক কিশোর।এ শহরে আপনজন বলতে কেউ যেন ছিলো না তার।তাই কেউ তাকে বলে দেয়নি,সেও যেন জানতে পারেনি কখন ক্রমে ক্রমে বেড়ে উঠেছে সে ,,,,,,,,,,,,,,,,,,,,
অথচ গা গতরে বেড়ে উঠলেও ছোটই থেকে গিয়েছিলো ছেলেটি ।
যেন এক ভুলোভালা খোকা সে ।আর তাই শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো সারাক্ষন,,
কখনো নেংটা হয়ে ,কখনো বা ছেঁড়া ফাঁটা কাপড় পরে,, ,,,,,
এটি হল আমাদের শহরের সেই ছেলেটি,,,,,
যার ছিলো টলমল করুন একজোড়া চোখ।যেটা দিয়ে সে সারাক্ষন কাঙ্গালের মতো চেয়ে থাকতো পথচলা ব্যতিব্যস্ত মানুষের দিকে ।
আর নিঃসঙ্গ বুকে কেমন হাত বোলাতো ঘনঘন।
করুন ম্রিয়মান এক ভঙ্গিতে বলতো----
ভাল্লাগে না.........................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.