নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ সময়ের পথিক......

আমি বিশাল......

আবার সেই একাকি বিকেল,,,,,,,,,, ভীর ঠেলে নিশ্চুপ হেটে চলা,,,

আমি বিশাল...... › বিস্তারিত পোস্টঃ

ঘটন অঘটন

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৬

ঘটনা ১..
সাইদুল একজন রিক্সা চালক।সারাদিন রিক্সা চালিয়ে যা উপার্জন করে তা দিয়ে চাল,ডাল,তেল,নুন কিনে ঘরে ফেরে ।বস্তিতে ছোট্ট একটা ঘরে সে থাকে ।পরিবার বলতে ওরা তিনজন সাইদুল,তার স্ত্রী রেশমা আর তাদের একমাত্র মেয়ে টুনি। সকালে সাইদুল রিক্সা নিয়ে বের হয় আর রেশমা পাশের এলাকার রব্বানী সাহেবের বাসায় কাজ করে ।মেয়ে টুনি বাসায় থাকে.....
একদিন সাইদুল রাস্তায় পাশে মাইকিং করা এক অস্হায়ী দোকান থেকে ১০টাকা দিয়ে একটা লটারীর টিকিট কিনে ।অবশ্য এর আগেও কিনেছে কিন্তু একবারও একটা কানা কড়িও মেলে নি..
যাই হোক রাতে সে বাসায় ফিরে।একসাথে খাবার সময় সে বউকে বলল "বউ আইজক্যা একখ্যান লটারী কিন্ছি :) "
বউ একটা মুখ ঝেংটি দিয়ে বলল "ও বাল কিনিছ্যাও ক্যা,গরীবের কপালে ও বাল আসেনা"
অবশেষে লটারী ড্র এর দিন এল।অবিশ্বাস্ব হলেও সত্য সাইদুল এবার লটারীতে প্রথম পুরুস্কার ৪০লক্ষ্য টাকা পেয়েছে.....
(তারপর কি হল এটা আর বলার প্রয়োজন নেই)

ঘটনা ২.....
লুঙ্গি পড়ার অভ্যাস আমার আগা গোড়াই নাই।তবুও একদিন শখের বশে পরিলাম ।তখন শীতকাল ছিল।রাত্রে লুঙ্গি পরে লেপ গায়ে দিয়ে শুয়ে আছি ।সেদিন যে এত সুন্দর ঘুম হয়েছিল সেটা আর বলে বোঝানো যাবে না ।যাই হোক সকাল হল ।আড়মোরা দিতেই খেয়াল করলাম আমার গলায় মাফলার ,ভাবলাম আমি তো রাতে মাফলার পরে ঘুমাই নি.......
তাহলে.....?? X((
অতপর মাফলারে হাত দিতেই বুঝলাম এটা আমার লুঙ্গী :||
(ইহার পর আর কিছু বলার প্রয়োজন নাই)

বিঃদ্র : ঘটনা ১ ও ২ এর মাঝে এক দানাও মিল খুঁজিয়া পাইবেন না ।

#‎যাহা জানলাম এই দুই আজাইরা ঘটনা থেকে : মানুষের কপাল আর পড়নের লুঙ্গী একই জিনিস। যেকোন সময়ই খুলে যেতে পারে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৩

BRITHA FOSOL বলেছেন: হাহাহা

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০৬

আমি বিশাল...... বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.