নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♫ ♫ ♫ ♫ ♫ | psychovocxএটyahooডটcom

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বিষাক্ত মানুষ

তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে

বিষাক্ত মানুষ › বিস্তারিত পোস্টঃ

এ কোন সকাল ----- [ জটিলেশ্বর মুখোপাধ্যায় ]

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:০৭

এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার

ও কি সূর্য নাকি স্বপনের চিতা

ও কি পাখির কূজন নাকি হাহাকার



রাত্রি সে তো স্বভাবে মলিন

তাতে সয়ে থাকা যায়

ভোরের পথের দিকে চেয়ে থাকা যায়

সে ভোর অন্ধ হলো কি হবে এখন

তার যে কথা ছিলো আলো দেবার

ও কি সূর্য নাকি স্বপনের চিতা

ও কি পাখির কূজন নাকি হাহাকার



আজ থেকে বুঝি আমার

রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরালো

আজ থেকে বুঝি আমার

দিনেরা আকাশ-পথ হারালো

সূর্যটাকে কি জানি কি ভেবে

চেয়ে দু'হাতে নিয়ে

জ্বেলে আবার সে গেছে নিভিয়ে

যাবার সময় গেছে তাকে মাড়িয়ে

জ্বলতে না পারে যেন কখনো আবার

ও কি সূর্য নাকি স্বপনের চিতা

ও কি পাখির কূজন নাকি হাহাকার



এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার

ও কি সূর্য নাকি স্বপনের চিতা

ও কি পাখির কূজন নাকি হাহাকার



[ এ কোন সকাল]



** প্রিয় সাজিবু কে দিলাম গানটা ।

মন্তব্য ৭৩ টি রেটিং +১৯/-৩

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১০

মুকুট বলেছেন: ধন্যবাদ! আমিও ঘোর লাগা সকাল দেখছি এখন!

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২২

বিষাক্ত মানুষ বলেছেন: ঠিকাছে

২| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৬

সৌপ্তিক বলেছেন: আমি সকাল দেখি খুব কম। তাও ধন্যবাদ

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৩

বিষাক্ত মানুষ বলেছেন: আমি টানা আটবছর সকাল দেখে শুতে গেছি

৩| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৮

তামিম ইরফান বলেছেন: জটিলেশ্বরটা কে?:| এই প্রথম নাম শুনলাম:|

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২১

বিষাক্ত মানুষ বলেছেন: কয় কি !!! ইনার দারুন দারুন গান আছে আরো .. নেক্সটে আরেক্টা দেয়ার ইচ্ছা আছে । নুশেরা আফায় চাইছিলো । .. ঐটা দারুন একটা গান

৪| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:১৯

রাতমজুর বলেছেন: জটিলেশ্বর মুখোপাধ্যায়কে +

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৬

বিষাক্ত মানুষ বলেছেন: ছবিটা কি দুষ কর্লো ! এইটা তো জটিলদা তুলে নাই

৫| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২১

রাশেদ বলেছেন: এই লুক কেডা!

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২২

বিষাক্ত মানুষ বলেছেন: তর জ্যাডা .. হালার হালা .. ভুর রাইতে ভুশ কইরা নাজিল হইছোস ,, আমি তো আৎকাইয়া উঠছি :D

৬| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৩

রাশেদ বলেছেন: হে হে! :P

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৪

বিষাক্ত মানুষ বলেছেন: পরীক্ষা পিছাইয়া ব্যারাছ্যারা লাগায় দিছে । ... পড়ানেকা বাদ রাখছি এজন্য কিছুদিন .. ২৪ ঘন্টা ব্লগে :P

৭| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৩

রাশেদ বলেছেন: আউলা একটা রিকুয়েস্ট করছে। পাঞ্জাবিওয়ালা গানতার লিরিক্স পুস্টাইতে কইচে।

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৫

বিষাক্ত মানুষ বলেছেন: এইটা রিকুস্ট না .... বিটলামি ... আমি শিউর

৮| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৬

রাশেদ বলেছেন: আরে না, মেসেঞ্জারে কইছে। পুস্টাইয়া দে। :P

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩০

বিষাক্ত মানুষ বলেছেন: আমারে কউক

৯| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৭

রাশেদ বলেছেন: পুলাপাইন পরতে বসো! :P

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:২৯

বিষাক্ত মানুষ বলেছেন: ধুয়া ধুয়া ধুয়া .... বিড়ি থিকা যে এত ধুয়া বাইরহয় আগে খেয়াল করি নাইক্কা :D

১০| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩১

রাশেদ বলেছেন: আরে বাপ! X(

আমারে কইছে তোরে দিয়ে জেম্নে হউক এইটা পুস্ট করাইতে। :|

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৩

বিষাক্ত মানুষ বলেছেন: বুঝছি তো ... ঐটারে আবার দৌড়ের ঊপ্রে রাখতে হপে :D
এইটার লিরিক দিয়া সে করবো আমি জানি

১১| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩১

রাশেদ বলেছেন: হা হা! কি আর কমু! :P

পড়তে পড়তে আমি শেষ!

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: পড় পড় ... নেকাপড়া না করলে ভ্যানগাড়ি চালাইতে হপে :P

১২| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৩

রাতমজুর বলেছেন: গান তো সে গাইছে, হেই লাইগ্যা।

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: ও আইচ্ছা

১৩| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৪

আশরাফ মাহমুদ বলেছেন: যাক, অবশেষে ঘুম ভাঙল আপনার।

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৬

বিষাক্ত মানুষ বলেছেন: হু ... আরে মেজাজ হট হয়া আছে ৩ দিন ধইরা । দুই সপ্তাহ ধরে প্রিপারেশন নিছি পরীক্ষার ... ২৮ তারিখ হবার কথা ছিলো .. সেইটারে এখন ১২ তারিখ নিছে ।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৫

রাশেদ বলেছেন: পুস্টা পুস্টা তাড়াতাড়ি। :(

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩৭

বিষাক্ত মানুষ বলেছেন: তোর দেখি গরজ বেশি !!! গেলি ... পিঈক

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪১

বিষাক্ত মানুষ বলেছেন: ব্যস্ত আচি B-)

১৫| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪২

রাশেদ বলেছেন: ঐ হালা! পুস্টা তত্তরি। :(

আমি কইছি পুস্টানোর ব্যবস্থা করতেছি। :(

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৬

বিষাক্ত মানুষ বলেছেন: হে হে হে হে ..... হি হি হি হি হি .... দেকি চিন্তা ভাবনা করে :P

১৬| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫০

রাশেদ বলেছেন: amar ijjoter দিকে খেয়াল রাখিয়া পুস্টাইয়া দে গান্টা। :((

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০২

বিষাক্ত মানুষ বলেছেন: তোর ইজ্জত আছে নাকি !!! সেইটা তো কবেই হরন করা হয়েচে :P

১৭| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫১

আশরাফ মাহমুদ বলেছেন: তাহলে ধুমসে পোষ্ট করেন। :D

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০২

বিষাক্ত মানুষ বলেছেন: হ .. কালকেই জটিলেশ্বরের আরেক্টা জটিল গান আসছে

১৮| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৪

রাশেদ বলেছেন: হে হে! যাই কস বাপ, গান্টা পুস্টা। আজকেই পুস্টা। :((

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৭

বিষাক্ত মানুষ বলেছেন: হে হে হে হে ... ঠিকাচে

১৯| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৫

আশরাফ মাহমুদ বলেছেন: বিমা ভাই,
পোষ্টটা করেই দিন। রাশুদা কাঁদছেন। মান-ইজ্জত উনার অনেক বেশি!

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৯

বিষাক্ত মানুষ বলেছেন: ড়াষু কি দৌপদী নাকি !!! ওর ইজ্জতের আবার কি হৈলো !! :P

২০| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৫

রাশেদ বলেছেন: যাইগা।

ঠা ঠা!

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১১

বিষাক্ত মানুষ বলেছেন: আইচ্চা যা .. ঠা ঠা

২১| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৯

মেঘাচ্ছন্ন বলেছেন: হুমমম..........

ও কি সূর্য নাকি স্বপনের চিতা
ও কি পাখির কূজন নাকি হাহাকার

ছবিটা এতো জোসসস.......!!

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১২

বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু থ্যাংকু .. এত কষ্ট কইরা ছবি খুঁজে বের কর্লাম .. কেউ কইলো না ।

২২| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১০

সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ বিমা.........
গানটা খুঁজতেছিলাম.....।
অনেক ভালো থেকো।
শুভকামনা রইলো।

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৪

বিষাক্ত মানুষ বলেছেন: এই গানটার কথা ভুলেই গিয়েছিলাম । তুমি বলার পর মনে পড়লো । তোমাকেও থ্যাংকু বু

২৩| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৪

কঁাকন বলেছেন: ধন্যবাদ
লিরিক্স ভালো লাগলো

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩০

বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু

২৪| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৬

তানজু রাহমান বলেছেন: শাওন আসিল ফিরে-র শুধু এর সিডি পেয়েছিলাম। পোস্টের উছিলায় মনে পড়লো...সিডিটা খুঁজতে হবে।

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩১

বিষাক্ত মানুষ বলেছেন: জটিলেশ্বর মুখার্জির !!

২৫| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:১৯

দূরন্ত বলেছেন: ভালো লাগলো।

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩২

বিষাক্ত মানুষ বলেছেন: বহুদিন পরে দেখলাম

২৬| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:২৭

পথিক!!!!!!! বলেছেন: লিরিক মন কেড়েছে

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩৩

বিষাক্ত মানুষ বলেছেন: ওল্ড ইজ গোল্ড

২৭| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৩৪

তানজু রাহমান বলেছেন: মুখোপাধ্যায় নাকি জানিনা। তবে একজনের বেশি গায়ক জটিলেশ্বর~
এখনই খুঁজি।

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৪০

বিষাক্ত মানুষ বলেছেন: ঠিকি আছে তাহলে ।

২৮| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫২

নুশেরা বলেছেন: আহা, দা-রু-ণ!!!
বিমার প্রশংসনীয় উদ্যোগে প্রাণ খুলে প্লাস।

০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:৫৬

বিষাক্ত মানুষ বলেছেন: কাল সারপ্রাইজ আসছে । ;)

২৯| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০০

তানজু রাহমান বলেছেন: আমার গানটাই কি নুশেরাপুর সারপ্রাইজ?

০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৭

বিষাক্ত মানুষ বলেছেন: তোমার গান আবার কোন্টা !

৩০| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩৭

অক্ষর বলেছেন: আগে শুনি নাই:(

০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৮

বিষাক্ত মানুষ বলেছেন: কি আর কমু ! আজকালকার পুলাপান ভালো গান কি আর শুনে !

৩১| ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১১

জেরী বলেছেন: পোস্টের ছবিটা দেখে মুগ্ধতা কাটছেনা............।

০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫০

বিষাক্ত মানুষ বলেছেন: ছবিটা আমারো অনেক পছন্দ হইছে

৩২| ০২ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৪

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: জটিল এর পুরা এলবাম চাই...
ক্যাম্নে?

০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০১

বিষাক্ত মানুষ বলেছেন: আপলোড কইরা লিংক দিমু নি ।

৩৩| ০২ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৪

জয়িতা বলেছেন: আগে শুনি নাই।ছবিটা জোশশশশশশশশশশশশ।

০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০১

বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু । এখন শুনতে থাকো । :)

৩৪| ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৩

তারার হাসি বলেছেন: এটা শুনেছিলাম, তবে অন্য কারো গাওয়া।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ২:২৫

বিষাক্ত মানুষ বলেছেন: আমি অন্য আর কারো গাওয়া শুনি নাই

৩৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৬

আউলা বলেছেন: মিস্টার হেকমত ভাইয়ের দৃষ্টিআকর্ষণ করছি!! গানটা আপনার কাছে অনুরোধ করেছিলাম আপনি না পারলে না বলে দিবেন এভাবে অন্যের কাছে ঘ্যানঘ্যান করে আমার মূল্যবান সম্মান নষ্ট করছেন ক্যানো!!

০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৬

বিষাক্ত মানুষ বলেছেন: তোমার সন্মান !!!!!!!! আবার 'মূল্যবান' !!!!!!!!

৩৬| ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১১

নিবিড় অভ্র বলেছেন: জটিল সাহেবকে আর আপনাকে ২ জনকেই প্লাস :)

ছবি আপনি তুলেছেন ??

০৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৭

বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু থ্যাংকু ...

ইয়ে .. মানে এই ছবি টা আমি তুলি নাই । :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.