নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

♫ ♫ ♫ ♫ ♫ | psychovocxএটyahooডটcom

মনে পড়ে যায় গত জন্মের পাপ | শরীরে রয়েছে চেনা শরীরের ছাপ

বিষাক্ত মানুষ

তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে

বিষাক্ত মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমার চোখের জলের মাঝে ----- [ চিত্রা সিং ]

০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪২

আমার চোখের জলের মাঝে

তোমার স্বপ্ন কমল আছে

তুমি জানো কি তা



দেখবো কি করে তারে

নিরব অহংকারে

আমার গহন মনে

সে যে গান হয়ে বাজে

তুমি জানো কি তা



কেন তুমি কাছে এলে

এত আশা দিয়ে গেলে

কোথায় রেখেছি তারে

বুঝে তুমি বোঝে না যে

তুমি জানো কি তা



আমার চোখের জলের মাঝে

তোমার স্বপ্ন কমল আছে

তুমি জানো কি তা



আমার চোখের জলের মাঝে

মন্তব্য ৯০ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬

বল সাবান চাকা বলেছেন: শুনে দেখি কেমন ভাইয়া? :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩১

বিষাক্ত মানুষ বলেছেন: আচ্ছা শুনো

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৮

মমমম১২ বলেছেন: থ্যাংকু আমার খুব ভাললাগার গান।
একদম প্রথম শ্রবনে প্রেমে পড়া টাইপ গান এটা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩২

বিষাক্ত মানুষ বলেছেন: এইটা চিত্রার বেশি পছন্দের গান

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৯

সেলটিক সাগর বলেছেন:
মন খারাপ করে দেয়ার জন্য মাইনাস...

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৩

বিষাক্ত মানুষ বলেছেন: দুইটা নাকি !

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫০

নিঃসঙ্গ বলেছেন: আগে শুনছি বলে মনে পরে না। গানটা দারুন :) ধন্যবাদ বিমা ভাই গানটা দেয়ার জন্য।

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৬

বিষাক্ত মানুষ বলেছেন: ওয়েল্কু :)

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫১

তারার হাসি বলেছেন:
সালাম মুরব্বি, ঘটনা কি ?

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৮

বিষাক্ত মানুষ বলেছেন: ওয়ালাইকুম সালাম , ঘটনা সুবিধার না

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫১

এস্কিমো বলেছেন: ঘটনা কি হে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৯

বিষাক্ত মানুষ বলেছেন: আপনারা ঘটনা ঘটাইতে কেউ পদক্ষেপ নেন না আবার জানতে চান !!! ধুর কমু না :D

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫২

পারভেজ বলেছেন: চিত্রার সব গানই প্রিয়।
+++++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৩৯

বিষাক্ত মানুষ বলেছেন: হুমম

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৫

সিমু নাসের বলেছেন: বিমা আমি তো আপনার এসি হয়ে গেলাম। আপনার মেইল অ্যাডটা দেবেন নাকি? বেটার আমাকে একটা মেইল করুন। আপনার লেখালেখি নিয়ে একটা প্রস্তাব দিতাম।

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪১

বিষাক্ত মানুষ বলেছেন: আমার লেখালেখি মানে তো খালি গান শুইনা লিরিক লিখা ।
আমার প্রফাইলে মেইল এড্রেস দেয়া আছে তো

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬

পালকি বলেছেন:
ভালো লাগলো, লাগছে... [শুনছি]

মৌসুমী ভৌমিকের আমার কিছু কথা ছিলো তোমায় বলার...
গানটি চাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪২

বিষাক্ত মানুষ বলেছেন: ঠিক আছে ... ওটা আমারো প্রিয়

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৬

ক-খ-গ বলেছেন: সবার মত আমারো প্রশ্ন, ঘটনা কি? ;)
গানটা আগে শুনিনি, শুনে দেখি। তবে ছবিটা মানায়নি :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪৩

বিষাক্ত মানুষ বলেছেন: ঘটনা আগে যা ছিলাম তাই আছি .. কিছুই না হুদাই ।

ছবি চেঞ্জ কর্লাম

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০২

এন এইচ আর বলেছেন: কি ব্যপার বিমা মন খারাপ গান আর আর কত। তবে ভাল লাগা গান তাই

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪৪

বিষাক্ত মানুষ বলেছেন: একটা জিনিস খেয়াল কইরা দেখবেন ... আনন্দের গানের সংখ্যা কিন্তু খুব একটা বেশি না ।

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০২

রাজর্ষী বলেছেন: কমন পর্ছে। এই গান শিশুকালে মাথায় ঢুকে গেছে। বাবা-মার আমলের রোমান্টিক গান।

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪৫

বিষাক্ত মানুষ বলেছেন: এইটা তো আমাদের আগের জেনারেশনের রোমান্টিক গান ।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৪

এরশাদ বাদশা বলেছেন: ম্যান অফ লিরিকস ইজ ব্যাক!!!:#)

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪৬

বিষাক্ত মানুষ বলেছেন: উইথ ফুল লোডেড

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৯

পান্থ বিহোস বলেছেন:
অনেক দিন পর নতুন করে শুনছি। ভালো লাগছে।

লোপামুদ্রা মিত্রের গান চাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫২

বিষাক্ত মানুষ বলেছেন: দিবো

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৮

ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন: কি হইছে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫৯

বিষাক্ত মানুষ বলেছেন: কিছু হয় নাই

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৩

মনজুরুল হক বলেছেন:

সমস্যা হইল চিত্রা ইজ আ ওনলি ওয়ান কম্পিটিটর অব চিত্রা!! কোনটা থুইয়া কোনটা কই?
যাক। নষ্টালজিয়া!!

ছবিডা কিন্তুক ভাল হয় নাই!

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:০১

বিষাক্ত মানুষ বলেছেন: বদলাইছি ... ভালো তো পাইনা খুইজা .. ভুয়া ছবিই লাগাইলাম কি আর করুম

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৪

একরামুল হক শামীম বলেছেন:
আমার চোখের জলের মাঝে
তোমার স্বপ্ন কমল আছে
তুমি জানো কি তা

হুমমম

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:০৭

বিষাক্ত মানুষ বলেছেন: হুমাও কেন বৎস ?

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২০

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
আপনাকে ধন্যবাদ দিয়ে খাটো করবো না। আজা মেরে ইয়ার গলে সে লাগ যা...

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:০৮

বিষাক্ত মানুষ বলেছেন: হা হা হা

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:২৮

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: পছন্দের একটা গান। প্লাসাইলাম :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৮

বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:০৩

চানাচুর বলেছেন: বিষাক্ত ভাইয়ার নাকি সবার গানই প্রিয়/:)

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১৩

বিষাক্ত মানুষ বলেছেন: র‌্যাপ আর টেকনো বাদে /:)

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২২

চানাচুর বলেছেন: তাই নিকি! আইচ্চা আইচ্চা! জানতাম না...সত্যিই জানতাম/:)

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৪

বিষাক্ত মানুষ বলেছেন: জাইনা রাখা ভালো .... জীবনে তাইলে অনেক উন্নতি কর্তে পার্বা /:)

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৭

চানাচুর বলেছেন: সত্যিই জানতাম না* হবে/:)

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: বুজছি /:)

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৩০

রন্টি চৌধুরী বলেছেন: ছবিটা ভুয়া দিছ। ডাইনিং মত লাগতেছে। এই স্মুথ গানটার সাথে যায় না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৯

বিষাক্ত মানুষ বলেছেন: ছবি নিয়া আসলেই মুশকিলে পর্ছি ... মন মত পাইলামই না

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:০৫

বিষাক্ত মানুষ বলেছেন: এই ছবিটা শেষ মেষ ফাইনাল করলাম .. এখন মোটামুটি স্যাটিসফাইড আমি

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:০৭

তনুজা বলেছেন: ++

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:২৭

বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু

২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:১২

মানুষ বলেছেন: আরতির একটা গান আছে, "টাপুর টুপুর সারা দুপুর নুপূর বাজাইয় কে" ঐ গানটা দিতে পারবা?

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:২৭

বিষাক্ত মানুষ বলেছেন: খুঁজতে হৈবো ... পাইলে দিমু

২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:১৩

মানুষ বলেছেন: তনুজা বলেছেন: ++

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:২৯

বিষাক্ত মানুষ বলেছেন: আরেকজনের মুখের কথা কাইড়া নেও কেন ? তুমি নিজে কি কও ?

২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:১৯

শামীম রিয়াজ বলেছেন: এই গানটা আমারো অনেক ভাল্লাগে।
ইনফ্যাক্ট, চিত্রা ইজ ওয়ান পিস!

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৩০

বিষাক্ত মানুষ বলেছেন: ঠিক ... এইগানগুলোর সুর কে করছে জানো ?

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৫১

বিষাক্ত মানুষ বলেছেন: ওহ !! আমি দুঃখিত ... আমি আমার এক ছোট ভাই রিয়াজ শাহেদ ভাবছিলাম আপনাকে ।

২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:২৬

তনুজা বলেছেন: তনুজা বলেছেন: ++ কেন ? মানুষ কি কিছুই বলেন নাই?

২৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৩০

মানুষ বলেছেন: হাতের কাছে এমন চমৎকার কমেন্ট থাকাতে আর অন্য কিছু বলার ইচ্ছা জাগলো না মনে @ তনুজা

৩০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৬

তনুজা বলেছেন: হুমম......
বুঝলাম

৩১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৫০

শামীম রিয়াজ বলেছেন: জানিনা বিমা ভাই, পাতা লাগাচ্ছি...পাইলে জানামু।

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৫২

বিষাক্ত মানুষ বলেছেন: সরি .. আমি Click This Link একে ভাবছিলাম .. তাই তুমি করে বলছি ।

৩২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:১৬

রাশেদ বলেছেন: কি সব গান দেছ! একটাও শুনি নাই!

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৫

বিষাক্ত মানুষ বলেছেন: কস কি তুই এইসব !!!!! :|
তোরে নিয়া তো কুবি আবদুলের মত বিপদে মরলাম ।

লন্ডনের কবি আবদুল কোন জোক্সই বুঝে না .. পুরা বুঝাইয়া খোলাসা কইরা দিলেও কয় মাঝখানের টুক বুঝি নাই শুধু বাকি সব বুঝছি :P

৩৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:২২

শামীম রিয়াজ বলেছেন: ব্যাপারস না!

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৭

বিষাক্ত মানুষ বলেছেন: ফটু কি সিস্টেম অব এ্য ডাউন ?

৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৬

কঁাকন বলেছেন: আগে শুনিনি ধন্যবাদ
"আমার দক্ষিন খোলা জানালা" গানটার লিংক থাকলে দিয়েন

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৮

বিষাক্ত মানুষ বলেছেন: Click This Link

৩৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:০০

লুনা রুশদী বলেছেন: লিরিকে ভুল আছে একটু। "আমার গহন মনে, সে যে গান হয়ে বাজে"। আপনি দিয়েছেন "দহন মনে" ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:০৬

বিষাক্ত মানুষ বলেছেন: শুনে কনফার্ম হলাম, প্রথমবার কিন্তু 'দহন' এর মতই মনে হচ্ছিলো ।
অনেক ধন্যবাদ আপনাকে ।

৩৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:৫৫

অক্ষর বলেছেন: এই গান্তো আমিই শুঞ্ছি, আর হেরা শুনে নাই

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:০৩

বিষাক্ত মানুষ বলেছেন: হেগো কথা কয়া লাভ নাই ....

৩৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:০৬

অক্ষর বলেছেন: হ, ভালৈ তো কৈলেন। যখন আমিও কমু আমি শুনি নাই তখন আবার আমারে কৈবেন আমার কথা কৈয়া লাভ নাই

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১৭

বিষাক্ত মানুষ বলেছেন: তাতো কমুই /:)

৩৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:২২

অক্ষর বলেছেন:

৩৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৫

তামিম ইরফান বলেছেন: শুনছি........তয় এই গানটা দেওয়ার মাজেজা বুঝলাম না

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: আমিও বুঝলাম না

৪০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

রিসাত বলেছেন: গানটা খুব সুন্দর,, আমার মায়ের খুব প্রিয় একটা গান।

অফটপিক: @আমার সর্বশেষ পোস্টে যাবার অনুরোধ রইলো,, সবাই মাইনাস দিচ্ছে:(,,
Click This Link

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৪

বিষাক্ত মানুষ বলেছেন: দেখছি

৪১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩৪

রাহামনি বৃষ্টি বলেছেন: খুব সুন্দর একটি গান

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৪

বিষাক্ত মানুষ বলেছেন: হুমমম

৪২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৪

উচ্ছাস বলেছেন: +

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৬

বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু

৪৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৯

ফ্রুলিংক্স বলেছেন: চিত্রার সবগুলো গান আছে নাকি সংগ্রহে?? অনেকদিন থেকে খুজতেছিলাম।

আমার বন্ধুগুলো ছেকা খেয়ে এইসব গান শুনতো। জগার গজন আর চিত্রা গান।

সেইসব দিনগুলোকে মিছ করি। কি দু:খে যে দেশ ছাড়া হইছি। বালের দেশে পইড়া আছি :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৪

বিষাক্ত মানুষ বলেছেন: আমার কাছে তো সবগুলাই আছে ... কোনটা লাগবে ?
দেশ ছাইড়া আসলে দুঃখটা বুকের ঠিক কোন জায়গায় মোচড় দেয় একমাত্র যারা দেশ ছাড়ছে তারাই বোঝে ।
এইখানে কিছু পাবেন চিত্রার বাংলা গান । http://www.esnips.com/web/ChitraSingh/

৪৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১০

আশরাফ মাহমুদ বলেছেন: ছবির ললনাটা কে? ;) আপনি এত সুন্দর সুন্দর ছবি কোথায় পান?

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১৩

বিষাক্ত মানুষ বলেছেন: সবই উনার উছিলা :D

জয় বাবা মতিঝিল
পাঁচশো টাকার বান্ডিল

৪৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১৭

আশরাফ মাহমুদ বলেছেন: বাবা তো মতিঝিলের বাণিজ্যিক এলাকায় থাকে না। :P

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২২

বিষাক্ত মানুষ বলেছেন: না ... হিমালয়ের 'মহাপুরাণ' গুহায় অবস্থান করতাছে বাবা এখন । মাঝে মাঝে ম্যাসেঞ্জারে আলাপ হয় ।

৪৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৬

আশরাফ মাহমুদ বলেছেন: মহাপুরাণে" ইন্টারনেট আছে? :#) আমি তো সেদিন টেলিপ্যাথিতে কথা বললাম। :P

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৩০

বিষাক্ত মানুষ বলেছেন: টেলিপ্যাথিতে প্রায়ই ফ্রিকুয়েন্সি ঘাপলা করে । তাই ইন্টারনেটই ভরসা , বাবায় আবার অপটিক্যাল ফাইবার লাইন লাগাইছে ডাইরেক্ট .. এক্কেরে ফকফকা কানেকশন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.