![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই লাল পাহাড়ের দেশে যা রাঙামাটির দেশে যা ইথাক তোকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে
উঁ
(এইটা কোন প্রতিবাদ মুলক পোস্ট না । এইখানে কারো আনব্যানের দাবি জানানো হয় নাই । এইখানে কোন কুটিপতির দালালদের কথা বলা হয় নাই । সুতরাং কেউ যদি কমেন্টর ঘরে এই সব প্রসংগে বক্তব্য দেয় তাইলে মুছা হবে)
*এই পোস্ট দিয়া ব্যান খাইছিলাম । কে জানি মেইলে জানাইলো 'আমরা সাংকেতিক ভাষা বুঝতে না পারলে বান মারুম আমাগো হাদিসে নিয়ম আছে ' তাই এইটা অনির্দিষ্ট কালের জন্য আপাতত ঝুলায়া রাখলাম, সাংকেতিক ভাষা যদি কেই পাঠোদ্ধার করতে পারে ।
এইখানে আবার কাউরে গালি দেয়ার নিয়ম নাই । নইলে "গাধার বাচ্চা" বইলা গালি দিতাম ।
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩২
বিষাক্ত মানুষ বলেছেন: কৈতারিনা । আজকে সকালে কি মনে হইলো সামুতে টিপি দিয়া দেখি নিরাপদ বাত্তি।
২| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:২৮
মনজুরুল হক বলেছেন:
তুমার কি শাস্তি হৈতারে? ব্লগে ডুব দিস, ভাল কথা, ম্যাসেঞ্জার কি দোষ করছে?
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: ফাইনাল পেপার নিয়া ভয়ংকর ঝামেলায় আছি । ইদানিং সবাই আমার সোজা কথা বুঝতে পারে না । ভাবে সাংকেতিক ভাষায় কথা কইতাছি
৩| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:২৮
নিঃসঙ্গ বলেছেন: উঁ
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: এত সাংকেতিক ভাষায় কথা কইলে বান মার্বো কিন্তু কোন এক 'গাধার বাচ্চা'
৪| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩০
টুশকি বলেছেন: শুভ প্রর্তাবর্তন (বানান ঠিক লেখসি কিনা কে জানে)
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: ঠিক হয় নাই । যদিও আমি আসল বানান টা জানি না ... কিন্তু এইটা হয় সেইটা শিওর
৫| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩১
স্ট্যানলি কুবরিক বলেছেন: আবার ফিরছেরে পুলাডাআআআআআআআ......................
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৫
বিষাক্ত মানুষ বলেছেন: হ ... মাগার আগের মত রেগুলার হৈতারুম না মনে হয়
৬| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩২
কঁাকন বলেছেন: ২ঝ.
যদি প্রথম পাতা পূর্ণ করার উদ্দেশ্যে কেউ অহেতুক, একাধিকবার ব্যবহৃত বা মডারেটরের কাছে দুর্বোদ্ধ শব্দ,ভাষা কিংবা বাক্য পোস্ট করেন তবে তা সরিয়ে দেয়া হতে পারে।
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৬
বিষাক্ত মানুষ বলেছেন: হ হ হ হ .. এইটাই পাইছিলাম তো
তুমি জানলা কেমনে !!!!
৭| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩২
তামিম ইরফান বলেছেন: পাঠোদ্ধার করা হোক........
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৭
বিষাক্ত মানুষ বলেছেন: দর্কার পর্লে এফবিআই স্কটল্যান্ড ইয়ার্ড সবাইরে নিয়া তিন সদস্য বিষিষ্ট কমিটি করা হোক
৮| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৩
একরামুল হক শামীম বলেছেন: উঁ
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৮
বিষাক্ত মানুষ বলেছেন: ৩ নং কমেন্টের জবাব এইখানেও প্রযোজ্য ।
৯| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৫
আশফাক সফল বলেছেন: আহা !
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৪০
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা দলছুটের প্রথম এ্যলবামের নাম না !!!
১০| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৫
কঁাকন বলেছেন: ২চ.
কোন এক শ্রেণীর অনুভূতিকে আঘাত করে, এমন কোন ঘৃণাত্মক পোস্ট অথবা মন্তব্যপূর্ণ পোস্ট আমরা প্রথম পাতায় থেকে সরিয়ে দিতে পারি (আপনার এই পোষ্টের শেষোক্ত প্যারা গাধা শ্রেনীর অনুভুতি কে আঘাত করছে)
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৯
বিষাক্ত মানুষ বলেছেন: গাধা কিন্তু নাসিরুদ্দিন হোজ্জার বদৌলতে বেশ বিখ্যাত ছিলো । একবিংশ শতাব্দিতে এনশাল্লা সামুর মুডারেশম প্যানেলের বদৌলতে আবার নতুন প্রজন্মের কাছে বিখ্যাত হবে
১১| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৫
আবুল বাহার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
আপনাকে ব্লগে দেখে অনেক ভালো লাগছে .....।
আমার সর্ব শেষ পোষ্ট টা য়http://www.somewhereinblog.net/blog/bahar007blog/28922635 আপনাকে ফিরে আসার জন্য অনুরুধ করেছিলাম গতকাল ।এখন কম্পিউটার খুলে আপনাকে দেখে অনেক ভালো লাগছে ।
এই সব ব্যান ব্যান খেলা আর ভাল্লাগেনা ।
অনেক ভালো থাকবেন ।
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৪২
বিষাক্ত মানুষ বলেছেন: মায়া জিনিস্টা খারাপ । মানুষরে বেহায়া বানায় দেয় ।
আপ্নাগো কারনে বেহায়াদের লাথি খায়া নিজেও বেহায়া হই বারবার
১২| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৭
নুশেরা বলেছেন: সাংকেতিক ফাতিক বুঝিনা, এই খুশি কই রাখি!!!!
বিমা ফিরছে
বিমা ফিরছে
বিমা ফিরছে
বিমা ফিরছে.............
কেমন আছেন রে ভাই? জ্বরজ্বারি বিদায় হইছে তো পুরাপুরি?
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৪৪
বিষাক্ত মানুষ বলেছেন: জ্বর তো বিদায় নিছিলো সেই কবে !!!
এখন এক প্রফেসরের যন্ত্রনায় দৌড়ের উপর আছি । তার মধ্যে গত সোমবার শক্ত চাকতি (হার্ড ডিস্ট) মারা গেছে । সময়টাই খারাপ যাচ্ছে
১৩| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৮
আবুল বাহার বলেছেন: Click This Link
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: দেখলাম , কমেন্ট করলাম । গত পাঁচ ছয়দিন আসলে উকিও দেই নাই এইখানে।
আপনার খবর কি ! আছেন কেমন ?
১৪| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৯
মোতাব্বির কাগু বলেছেন: Happy unban.
Uh..........
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৪৬
বিষাক্ত মানুষ বলেছেন: Uh !!!!! এইটাতো আরো বেশি সাংকেতিক হইছে !!
১৫| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৪০
টুশকি বলেছেন: প্রত্তাবর্তন*
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: এইবারো হয়নাই । ব্যপার না চেষ্টা চালায়া যাও .. ফেইলর ইজ দ্যা পিলার অব সাক্সেস ...
তোমার চেষ্টা দেখে মনে হচ্ছে তোমার পিলারগুলি খাঁটি হুন্দাই সিমেন্টের তৈরী পিলারের মত মজবুত হবে ।
১৬| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৪১
একরামুল হক শামীম বলেছেন: শুভ প্রত্যাবর্তন। এইটা সঠিক বানান
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: হ
১৭| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৪৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: ১৩ দিন পর ব্লগে কমেন্ট করছি , তবে আপনার লিংক ধরে অনেক অনেক গান শুনতাম , সেগুলো বন্ধ সব
শুভ প্রত্যাবর্তন
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: গানের লিংকগুলি আপাতত ফিরাবো না । আরিকটু বেহায়া হইয়া নেই আগে । এখনো কনফিউশনে আছি
১৮| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৫১
আরিফ থেকে আনা বলেছেন: শুভ প্রত্যাবর্তন
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৫৫
বিষাক্ত মানুষ বলেছেন: হ ... !
আজকে সকালে উকি মাইরা দেখি মিটারের কাঁটা ফিরায় দিছে।
১৯| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৫২
আশফাক সফল বলেছেন:
লেখক বলেছেন: এইটা দলছুটের প্রথম এ্যলবামের নাম না !!
খুব সম্ভবত। আমি অবশ্য নির্ঝরের প্রথম সিনেমার কথা মনে করে লিখেছিলাম, ঐটার নাম " আহা"
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: ও আচ্ছা
২০| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৫২
মনির হাসান বলেছেন: বুখে আয় বাভুল ... ( কে জানি বলতো ? মনে নাই )
শুভ প্রত্যাবর্তন ... ড্রাফটের সব লিখা ফিরায় আনেন .. তারতারি ..
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৫৯
বিষাক্ত মানুষ বলেছেন: এই ডায়লগ নাদানের মুখে প্রথম শুনছিলাম । তয় ব্লগে আবিষ্কার কর্ছে কে কৈতারিনা ।
হয়তো আনুম হয়তো আনুম না । কিন্তু আনতে হৈলে পুরাপুরি বেয়াহা হৈতে হইবে .. সেইটার জন্য একটু সময় প্রয়োজন
২১| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:৫৬
আবুল বাহার বলেছেন: আমি ভালো আছি । টবে একটু ব্যাস্ত ।
আগামী মাসে দেশে ফিরবো দীর্ঘ ১০ বছর পর ।
বুঝতেই পারছেন ...........................
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:০০
বিষাক্ত মানুষ বলেছেন: আরি ! তাই নাকি !
তাইলে তো দৌড়ের উপর আছেন
২২| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:০২
হিমালয়৭৭৭ বলেছেন: বিমা ভাই, গান কই?
আ্, উ, ঐ , যা-ই লেখেন, গান ছাড়া চলে নাকি??একটা গান দেন শিগগির...
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: দেখা যাক আবার ব্যান করে কিনা । ব্যানের অপেক্ষায় আছি আপাতত । ব্যান খাওয়াইন্না পোস্ট আবার দিছিতো দেখেন না !!!
ইয়া নফসি ইয়া নফসি পর্তাছি
২৩| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:০৬
হাসান মাহবুব বলেছেন: চরম আপত্তিকর পুস্ট।রিপোর্ট করনির কাম।
আইছেন অহন পুরান পুস্টগুলা ফিরায় আনেন।
অট:"থমকে তাকিয়ে দেখি বিচিত্র এ জাহান"
জাহান শব্দটা জানি কেমন লাগসে।
ওয়েলকাম ব্যাক বিমা।আমরা সবাই আপনারে মিস্কর্সি।
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:২০
বিষাক্ত মানুষ বলেছেন: জাহান নিয়া আমি সহ বাকি সবারই আপত্তি ছিলো । কিন্তু লেখক (আমাদের গিটারিস্ট) কিছুতেই সেইটা বদলাইতে দেয় নাই । তাই শেষ মেশ ঐটাই গাইয়া দিছি
আমি ব্লগ মিস করি নাই ... মাগার ব্লগারগো মিস কর্ছি
২৪| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:১০
টুশকি বলেছেন: প্রত্যাবর্তনই আসলে বলতে চাইসিলাম! শামীম ভাই আমার হয়ে বলে দিল।
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:২১
বিষাক্ত মানুষ বলেছেন: ও আচ্ছা !!
২৫| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:১০
স্ট্যানলি কুবরিক বলেছেন:
এই পোস্টে ব্যানমুক্তির নেপথ্যের চাঞ্চল্যকর কাহিনীটা উইঠা আসছে
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:২৩
বিষাক্ত মানুষ বলেছেন: হ দেখলাম । কাহিনীতো পুরা 'কাহানী ঘার ঘার কি'
২৬| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:২৩
শূন্য আরণ্যক বলেছেন: সবাইরে খুশী দেইখা আমার ও খুশী লাগতাসে ..
মনটাই ভালো হইয়া গেল !!!!!
আপাতত বাড়ী ফেরা উপলক্ষে গান শুনেন একটা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একদিন ঝড় থেমে যাবে ;
পৃথিবী আবার শান্ত হবে ;
পোষ্ট আবার উঠবে গড়ে ;
ব্লগ আলোয় উঠবে ভরে ;
জীর্ন মডারেশন সব ইতিহাস হবে
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: শুনি নাই এই গান আগে
২৭| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৩৪
শূন্য আরণ্যক বলেছেন: নচিকেতার গান আমি মডিফাই করসি .....
কন কি উস্তাদ এই গান শুনেন নাই ?????
Click This Link
এটা শুনা ফরজ তাইলে .. খুব খুব ভালো লাগবো জানি ।
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৪৭
বিষাক্ত মানুষ বলেছেন: শুন্ছি
২৮| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৩৯
তনুজা বলেছেন: নুশেরা বলেছেন: সাংকেতিক ফাতিক বুঝিনা, এই খুশি কই রাখি!!!!
বিমা ফিরছে
বিমা ফিরছে
বিমা ফিরছে
বিমা ফিরছে.............
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: কেমন আছেন ?
পোস্ট সব সরায় ফেলছেন দেখি !
২৯| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৪৯
নুশেরা বলেছেন: বিমা, আপনের অনারে এই পোস্টটা ফেরত আনলাম। Click This Link
কমেন্ট করেন না করেন, কমেন্টগুলা একটু পড়েন। বিশেষ করে পয়গম্বর, আর তার সাহাবী-র
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:০৪
বিষাক্ত মানুষ বলেছেন: দেখলাম ... দেখেই যাচ্ছি ।
ছাগল নিজের কাঁধে যোয়াল নিয়ে হাল চাষ করতে চাচ্ছে । সে ছাগল কারন সে জানে না ছাগল দিয়ে আর যাই কিছু হোক হাল চাষ হয় না।
৩০| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৫০
তনুজা বলেছেন: এবার আনব , আপনাদের জন্যই সরিয়েছিলাম
এখন আনব, কমেন্ট ও করব , এতদিন করিনি,
তবে সাথে আছি
ওয়েলকাম ব্যাক
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: ও আচ্ছা ।
মায়া জিনিসটা খারাপ । খুব খারাপ
৩১| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৪:৫৭
শিরোনামহীন বলেছেন: হেহেহে কে রে???
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:০৭
বিষাক্ত মানুষ বলেছেন: এখন আর জেনারেলের হ্যাট নাই । পাব্লিক আর সন্মান দেয় না আগের মত । আফসোস
৩২| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:০২
দোলাহাসান বলেছেন: উ লা লা লা.......সামুতে ঢুকেই দেখি তুমি ফিরছ!!!!! ভাইরে এবার গান গুলারে ফিরায়ে দাও প্লীজকতদিন শুনিনা
ওয়েলক্যাম ব্যাক
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:০৯
বিষাক্ত মানুষ বলেছেন: হয়তো ফিরাবো । সবকিছু মূল্যহীন মনে হয় মাঝে মাঝে ।
৩৩| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১১
সত্যেন্দ্র ছাতু বলেছেন: ত্রিভুজও ফির্ছে। কইত্তে জানি পেট ভইরা কাঠালপাতা খাইয়া আইছে। লাইদ্যা বিনাশ কইরা ফেল্ল।
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: দেখছিলাম । ফিউশনে মুনে হয় দাওয়াত দিয়া আনছে।
সে তো এক নিকে কয় 'পুন মারতে চাই'
আরেক নিকে কয় - 'ইয়া নবী সালামালাইকা'
৩৪| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১২
তনুজা বলেছেন: ফিরিয়ে আনেন বিমা, হয় পুরোপুরি ছাড়তে হবে নয় জায়গায় টিকে থাকতে হবে
দুটোই প্রতিবাদ, দুটোতেই আমার সমর্থন আছে
কিন্তু যেটা করা হবে একরকম করা ভাল
আপনি ব্লগিং শুরু করেন, আমরাও করি যারা এতদিন করিনি। আমাদের আর একটা বড় দাবী আছে যেটা ব্যানারে আছে। সেটা প্রতিমুহূর্তে মনে করিয়ে দেই অবস্থান করে
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: হয়তো আনবো । এখনো ঠিক জানি না
তবে জায়গা ছাড়বো না এক ইঞ্চি ।
৩৫| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১৬
শূন্য আরণ্যক বলেছেন: ফিরাই আনেন পোষ্ট..
মায়া মায়া ..... মায়ার কথা মনে করেন ..
কতমানুষ আপনারে চায় .. অল্প কিছু মানুষের কারনে মায়া কাটানো ঠিক না
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১৮
বিষাক্ত মানুষ বলেছেন: এইতো আবার ইমো বানায় দিলেন ।
৩৬| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১৮
তনুজা বলেছেন: শূন্য কিছু ভাল প্রস্তাব দিয়েছেন (আমার ব্লগে ), আমি একমত
যদি পারেন কথা গুলো গুছিয়ে একটা পোস্ট দেন , মেসেজটা ভাল @শূন্য আরণ্যক
মনে হয় সেটা একটা ভাল পদক্ষেপ হবে
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:২২
বিষাক্ত মানুষ বলেছেন: এগুলো দিন দিন লুপে পরিনত হচ্ছে ।
সত্য কথাটা হলো .. যারা কথায় কথায় নীতির দোহাই দেয় তাগোর নিজেদেরই কোন নীতি নাই।
তার উপর এরা একবার গৃহপালিত লোকেদের কথায় নাচে আরেকবার লোকল টাউট বাটপারদের কথায় নাচে । এগো নিজের ঘটে এক তোলা পরিমান মগজ নাই আমি মোটামুটি কনফার্ম ।
৩৭| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১৯
নুশেরা বলেছেন: তনুজা, বিমা-- মায়া ইত্যাদি আলাপ প্রসঙ্গে-- একটা "বেহায়া" গ্রুপ খুললে কেমন হয়?
শাবানা আজমীর একটা কথা খুব মনে ধরছিল। নাট্যকর্মী সফদর হাশমিকে কংগ্রেসের গুন্ডারা মেরে ফেলল। তার কিছুদিন পর চলচ্চিত্র উৎসবে ভারতের তথ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে উদ্বোধন করলেন শাবানা। বক্তব্যে মন্ত্রীকে ধুনেও দিলেন। ডিনারের সময় সাংবাদিকরা প্রশ্ন করলেন, এইটা আপনি কী করলেন, যার খাচ্ছেন, তাকেই আক্রমণ করছেন? শাবানার উত্তর ছিল, "ব্যবস্থার মধ্য থেকেই ব্যবস্থার প্রতিবাদ করতে হয়; বাইরে গিয়ে নয়।"
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: ভাগ্যিস সেই ডিনার টেবিলে আমগো মডুরা ছিলো না । আমগো মডুরা আবার 'নুন খাই যার গুন গাই তার' নীতিতে বিশ্বাসী। এক চায়নিজ ডিনার খাইয়া ডজন খানেক ব্লগাররে শোয়ায়া দিছে আগডুম বাগডুম কারন দেখাইয়া।
সার কোম্পানীর চায়নীজ ডিনার বইল্লা কথা !!! খুব খেয়াল কইরা
৩৮| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:২৩
তনুজা বলেছেন: আপু একমত
৩৯| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:২৪
তনুজা বলেছেন: নতুন গ্রুপ এর নাম হতে পারে দুয়োরানী, যাদের পরে রাজার মন উঠে গেছে
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:২৭
বিষাক্ত মানুষ বলেছেন: "খালি পেটের বোকার দল" নামটা রাখলে কেমন হয় !!
তেনারা এরটা তারটা খাইয়া ভরপেটে ঢেকুর তুলে মুচকি হেসে বান মারে । আর আমরা আধ বেলা খায়া না খায়া বোকার মত চিল্লাফাল্লা করি সারাক্ষন
৪০| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:২৮
শূন্য আরণ্যক বলেছেন: আমি ১নং সদস্য @ বেহায়া ......
এই পর্যন্ত ব্যান খাই নাই তাইলে কি বেহায়া হইতে পারুম ?
নাকি ভবিষৎ এর কথা চিন্তা কইরা বেহায়া ..হেহেহে
@ তনুজা .. পোষ্ট দিবো .. ব্লগের যা অবস্থা ছিল সব কিছুই বিরক্ত লাগতো ..ড্রাফট করা আছে ১৪ টা ..পোষ্টাই নাই ..
কিন্তু আমার মাথাতে তো সব আসবে না তাই কন্ট্রিবিউশন চাই
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
গরীবের কতা বাসী হইলে ফলে
"ব্যবস্থার মধ্য থেকেই ব্যবস্থার প্রতিবাদ করতে হয়; বাইরে গিয়ে নয়।"
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: হ
৪১| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৩০
শাহরিয়ার হাসান বলেছেন:
আনব্যান মোবারক বিমা অহন বাকীগো আনব্যান করলেই বলগটা আবার আগের মত জইমা উটবো
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৩৫
বিষাক্ত মানুষ বলেছেন: সবার আগে হাসিব ভাইরে আনব্যান করতে হইবো । তারপরে কারন দেখাইতে হইবো সবাইরে কেন ব্লগ বাতিল করা হইছিলো ! কোন হাদিসের লংঘন করছিলো ?
ইতরামির একটা সীমা থাকা উচিত । নিজের বাপের সম্পত্তি বইলা তুমি যা খুশি তাই করতে পারো না ।
৪২| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৪৬
কাঙাল মামা বলেছেন: ভালানি?
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:১১
বিষাক্ত মানুষ বলেছেন: হ
৪৩| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৫৪
আরিফুর রহমান বলেছেন: সবার আগে হাসিব ভাইরে আনব্যান করতে হইবো । তারপরে কারন দেখাইতে হইবো সবাইরে কেন ব্লগ বাতিল করা হইছিলো ! কোন হাদিসের লংঘন করছিলো ?
সহমত!
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:১২
বিষাক্ত মানুষ বলেছেন: হ
৪৪| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৬:২২
এস্কিমো বলেছেন: উঁ!
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:১৩
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা কিন্তু ভয়ংকর সাংকেতিক শব্দ
৪৫| ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৬:২৩
বাঙ্গাল বলেছেন: বিষান্ত ভাই...আমিতো সাঙ্ঘাতিক লেখা লিখতাছি...কেউ বান মারতাছে না...কিছু টিপস দিলেন...
http://www.somewhereinblog.net/blog/troublekid
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: আপনে সার কোম্পানী বা লোকালটাউট দের নিয়া মর্মস্পর্শি কোন পোস্ট দিতারেন । বান কনফার্ম
৪৬| ১২ ই মার্চ, ২০০৯ সকাল ৭:২৪
রোবোট বলেছেন: উঁয়েলকাম ব্যাক। মাইনাস দিলাম।
একেবারে নিরাপদ হয়ে গেলা যে। জানতো এর মধ্যে আমি গণ আংকেল হৈসি আর নুশেরা "মডুনী" উপাধি পাইসে।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: আপনে আংকেল হইছেন নাকি !!! বাহ বাহ বেশ ভালো
কিন্তু নুশেরা আপা কেমনে মডুনি হয় !!! বুঝতার্লাম না
৪৭| ১২ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৩৩
বিবর্তনবাদী বলেছেন: ওয়েলক্যাম
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: যাই নাই তো ...
৪৮| ১২ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৪১
~স্বপ্নজয়~ বলেছেন: শুভ প্রত্যাবর্তন
বানান ঠিক হইছে মনে হয়
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:১৮
বিষাক্ত মানুষ বলেছেন: হ এইবার বানান ঠিক হৈছে
৪৯| ১২ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৩
নাজিম উদদীন বলেছেন: ওয়েলকাম ব্যাক।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:২৪
বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু
৫০| ১২ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৬
অরণ্যচারী বলেছেন: অয়েলকাম ব্যাক।
সুদীপ্তর কমেন্ট এবং ফ্রন্ট পেজ ব্যান চিরস্থায়ী করা হয়েছে।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: কারন কি দেখাইছে ! "সাংকেতিক বাষা বুঝতারিনাই তাই বান মারা হইছে" ???
৫১| ১২ ই মার্চ, ২০০৯ সকাল ৮:০৯
আরাফাত রহমান বলেছেন: আপনার আরকাইভ দেখি খালি।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:২৭
বিষাক্ত মানুষ বলেছেন: ভরা আর্কাইভ দিয়া কি লাভ !
৫২| ১২ ই মার্চ, ২০০৯ সকাল ৮:২৬
আলী আরাফাত শান্ত বলেছেন: ইস!!
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা কি মমতাজের গান গাইলা নাকি !!!
৫৩| ১২ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩৬
কাক ভুষুন্ডি বলেছেন: যুদ্ধের ময়দান ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: হ
৫৪| ১২ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৪৭
সব্যসাচী প্রসূন বলেছেন: কাক ভুষুন্ডি বলেছেন: যুদ্ধের ময়দান ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া
ওয়েলকাম ব্যাক.. বিমা
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু
৫৫| ১২ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৫৭
বুলবুল আহমেদ পান্না বলেছেন: বি মা রে ভালা পাই
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৩১
বিষাক্ত মানুষ বলেছেন: কিন্তু আমি তো মানুষ ভালা না
৫৬| ১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:২২
কায়েস মাহমুদ বলেছেন:
বি মা রে ভালা পাই
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৩৩
বিষাক্ত মানুষ বলেছেন: আজে বাজে মানুষরে এত মানুষ ভালা পায় !!! কেয়ামতের দেরি নাই
৫৭| ১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৫৮
েজবীন বলেছেন: একটা বাগান তৈরী হওয়াতে তাতে ঘুরে বেড়ানোর অবারিত স্হান পেয়ে আসতে লাগল ছেলেমেঢের দল, দু'চারজন থেকে বাড়তে বাড়তে অনেকজন। দরকারী অদরকারী কথাবার্তা, হাসিকান্না খুনসুটি, দুষ্টুমি করতে করতে আত্নার আত্নীয় হয়ে ইঠতে লাগল একেকজন। এক কান দু'কান হতে হতে স্হানটার পরিচিতি যেমন বাড়লো পরিধিও। বন্ধন যেমন দৃঢ় হলো রন্ধে রন্ধে জমাট বাধঁলো কূটচালও।
বেড়াতে আসা সবার যে মতের মিল থাকে তা একেবারেই না, ধুনধুমার ঝগড়া, খোচাঁখুচিঁ, দল বেধেঁ মজা করা সবই চলে - কিন্তু তাতেও উপস্হিত থাকে এক অমোঘ টান, মায়া।
আচমকা বাগান বানানেওলা হুটহাট আচরন করতে লাগলো সেই ছোট্টবেলা পড়া গল্পের রাক্ষসের দানোর মতো! এর প্রবেশ নিষেধ, ওর মুখ বেধেঁ রাখা, নাকে ক্ষত দিয়ে তবেই চলা। প্রথম প্রথম হৈচৈ চেচাঁমেচিঁ করে বাধা-বিপত্তি পেরিয়ে ফিরিয়ে আনতো অবরুদ্ধ বন্ধুদের দুষ্টুছেলের দল। আস্তে আস্তে ক্ষোভ রুপান্তরিত হলো বিরক্তিতে। অতি আপন, পছন্দের স্হানটি দেখতে দেখতে কূটচালেন ক্রীড়িনকের চালানো সার্কাসে পরিনত হতে থাকলো।
হতাশ হয়ে সবাই ভাবতে লাগল, কেন সেই গল্পের দানোর মতো বাগানওলার উপলব্ধি আসে না যে, এই দুষ্টু ছেলেমেয়ের দলের কলকাকলিই আনে বাগানের উত্তরোত্তর সমৃদ্ধি। আর কেনই বা এতো অযাচিত বিধিনিষেধ?
--------------------------------------------
যত যাই হোক মনে থাকা উচিত
আছে জগতটাতে ভালোরই প্রাধান্য
মন্দ যদি হয় সাতচল্লিশ
ভালোর সংখ্যা তেপ্পান্নো..........
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: কেমন আছো !! আমি দৌড়ের উপর আছি
৫৮| ১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১:০০
আকাশভরাতারা বলেছেন: উঁ
খালি ঘুম আসে.......।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: বালিশ গুছায়া ঘুম দেন
৫৯| ১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১:০৬
ক-খ-গ বলেছেন:
যুদ্ধের ময়দান ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। হাজার বছরের ইতিহাসে মানুষ খুব কমই হেরেছে। আমাদের ভেঙে টুকরো টুকরো করা হোক, শেষ হয়ে যাব তবু হার মানবোনা।
হেরে গেলে আর কি-ই বা অবশিষ্ট থাকে বলুন। আপনাকে দেখে ভাল লাগলো।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৩৭
বিষাক্ত মানুষ বলেছেন: জায়গা ছাড়ার তো প্রশ্নই ওঠে না
৬০| ১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১:১০
আবু সাইদ জিয়াউদ্দিন বলেছেন: নিরাপদ কমেন্ট +
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৩৮
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা কে !!!!!
৬১| ১২ ই মার্চ, ২০০৯ দুপুর ১:১৪
েজবীন বলেছেন: *কুটচালের ক্রীড়িনকের - হবে বানান
Click This Link এমন পোষ্ট অনেক হইছিলো, গরু আর নিজে চইরা বেড়ায় না থাকে যেই খুটা সেই দড়িতেই....
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৩৮
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা তো সেই ঐতিহাসিক পোস্ট
৬২| ১২ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:১৭
নিঃসঙ্গ বলেছেন: বেড়াইতে গেলে অনেক বার শুনছি আসছেন আপনার ইচ্ছায় যাইবেন আমাদের ইচ্ছায়।
এই খানেও এখন এই নিয়ম চলতেছে
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৪০
বিষাক্ত মানুষ বলেছেন: খাইছে !
৬৩| ১২ ই মার্চ, ২০০৯ বিকাল ৫:২৯
বৈকুনঠ বলেছেন: এইবার বড় কৈরা একটা ঊঁ হয়া যাক
এই পুস্ট দেকি ইস্টিকি পুস্টের চাইয়া বেশী কমেন্ট পাইসে !!!!!!!!
বি.মা. র প্রত্যাগমনরে শুভেচ্ছা জানাই
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৪১
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা কিন্তু বান খাওয়াইন্না পোস্ট
৬৪| ১২ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
বিষাক্ত আলো বলেছেন: কী অবস্থা? ভালো আছেন?
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৩
বিষাক্ত মানুষ বলেছেন: ভালো নাই একদম ... নানান ঝামেলায় জীবন যাচ্ছে
৬৫| ১২ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৫৪
নিবিড় অভ্র বলেছেন: ভাইজাআআআআআআআআআআআআআআআআআনননননননন!!!!
আপনে!!!!!!!!!
কেমন আছেন?
আমি ভাবছিলাম "ইন্নাল হারামুল সামুউন ওয়া ভরাউন বেহায়াতুন মডুউন" হাদিসের আলোকে মডুরা আপনারে আর আনব্যান করবই না। (হাদিস সূত্র: মানু ভাইয়ের এই পোস্টে ৩৮ নং কমেন্ট)।
বাই দ্য ওয়ে.... ফেসবুক সম্পর্কিত বিমাদিস অত্যন্ত শিক্ষনীয় হইয়াছিল! (এইটাও মানু ভাইয়ের কল্যানে পাওয়া)
পরীক্ষা শুরু হইছে? শুরু হইলে কেমন হইতাছে?
পাশ করলে মিষ্টি খাওয়াইতে হইব কিন্তু!!
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৭
বিষাক্ত মানুষ বলেছেন: এইগুলান ঠিক হাদিস না .. ফতোয়া
পরীক্ষা পাষ দিলে সবাইকে সার কোম্পানি চয়নিজ খাওয়াবে
৬৬| ১২ ই মার্চ, ২০০৯ রাত ৮:৪২
মেঘাচ্ছন্ন বলেছেন: উঁ.....উঁ.....!!!!
( শুভ প্রত্যাবর্তন....চলার পথ মসৃণ হোক !!!!! )
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা কি উপরের লাইনের তরজমা !!!
৬৭| ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১২:২৫
আলী আরাফাত শান্ত বলেছেন: ডিং
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: খালি বেল টিপো ক্যান !
৬৮| ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৪১
নকীবুল বারী বলেছেন: .....স্বাগতম....
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু .. খবর কি নকীব !
৬৯| ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৭
রেজওয়ান শুভ বলেছেন: যাউক গা , আগাম ব্যান মুবারাক
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৯
বিষাক্ত মানুষ বলেছেন: হ .. আগের বার এই পোস্টের কারনে বান মার্লে তো এইবারো মারা উচিত । দেরি কর্তাছে কেন বুঝলাম না । সার কোম্পানী এখনো কোন নির্দেশ দেয় নাই মনে হয়
৭০| ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৫২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: গান দেন ঘুম পাইতাছে
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩৯
বিষাক্ত মানুষ বলেছেন: ঘুম ভাঙাইতে কেউ গান শুনে নাকি !!!!
৭১| ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১:৫৩
মুক্ত বয়ান বলেছেন: আপ্নে আবার ফিরা আইলেন?? আফসুস!!
কোনদিন আবার টুপি পরাই দেয়?? আমি সেই জন্য অপেক্ষায় আছি
আপ্নে টুপি লাগাইবেন, আপ্নেরে সালাম দিমু!!!
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪০
বিষাক্ত মানুষ বলেছেন: হ টুপিটারে মিস করি
৭২| ১৩ ই মার্চ, ২০০৯ রাত ২:০৯
প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন: আপনাকে দেখে ভালো লাগলো। ... আপনাকে খুব বেশি চিনি না, কারণ ব্লগে আসছি বেশিদিন হয়নাই.........কিন্তু এইটা মনে আছে যে গানের যে কোনো প্রসঙ্গে আপনার কাছ থেকে ভালো তথ্য পাওয়া যায়......আমাকেও একবার হেল্প করসিলেন......
আপনি যখন ব্যানড হইসেন সে সময়টায় আমি ব্লগে অনিয়মিত ছিলাম...ছিলাম না বলা উচিৎ......কম্পিউটার নষ্ট ছিলো......তাই নেট এর সাথে সম্পর্ক ছিলো না.........
তবে, আপনি ফিরে আসাতে খুশি হইলাম.........
ভালো থাইকেন......
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৪
বিষাক্ত মানুষ বলেছেন: আপনার লেখা কিন্তু আমি নিয়মিত পড়ি, কমেন্ট করা হয় না । আপনের চিন্তা ভাবনাগুলি ভাল্লাগে ।
৭৩| ১৩ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৩
মমমম১২ বলেছেন: ঈদ মুবারক
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: ঈদ মুবারক
৭৪| ১৩ ই মার্চ, ২০০৯ রাত ৩:২২
এন এইচ আর বলেছেন: ব্লগে দেখে ভাল লাগল।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৬
বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু
৭৫| ১৩ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৩৭
রন্টি চৌধুরী বলেছেন: সার্কাসে আইস আবার?
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৭
বিষাক্ত মানুষ বলেছেন: সার্কাস ছাড়া থাকার উপায় আছে !! এখন তো হট কেক শো চল্তাছে ডেলি
৭৬| ১৩ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৪৩
দোলাহাসান বলেছেন: গলায় সংসারের দড়ি ঝুলেই নাই, তাতেই জীবন অর্থহীন
হুমমমম ঘটনা কি
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: হি হি হি হি হি
আমি সন্ন্যাসী হমু
হিমালয়ের রাস্তাটা কোনদিকে জানি !!!
৭৭| ১৩ ই মার্চ, ২০০৯ সকাল ৮:২৪
রোবোট বলেছেন: বিমা
রেজওয়ান শুভ নুশেরাকে মডুনী বানাতে চায় ব্লগার প্রতিনিধি হিসেবে। বুদ্ধি খারাপ না।
আমার রিসেন্ট জরীপ পোস্টে যাও। সেখানে অক্ষর, অরণ্যচারী, টুশকি এরা মিলে আমারে আংকল বানায় দিসে।
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: ৩৫-৪০ !!!!!
নানা যে ডাকে নাই এইতো বেশি !!!
৭৮| ১৩ ই মার্চ, ২০০৯ সকাল ৮:২৭
বেঞ্জিন বলেছেন: উঁ
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫১
বিষাক্ত মানুষ বলেছেন: ভয়ংকর সাংকেতিক ভাষায় কথা বল্লে বান মারা হবে -- আল-সামু
৭৯| ১৩ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
নিবিড় অভ্র বলেছেন: লেখক বলেছেন: এইগুলান ঠিক হাদিস না .. ফতোয়া
পরীক্ষা পাষ দিলে সবাইকে সার কোম্পানি চয়নিজ খাওয়াবে
হিক!!! ষাঁড় কোম্পানির চয়নিজ!!! তাইলেই হইল! নূন খাইয়া গুণ না গাইলে তো আবার সোলায়মানি বান মাইরা দিবো!!
তখন কি হইব?????
আমি সামুতে থাকতে চাই
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: গুন গাইবা ... সামুর মডুগো দেইখা শিখো না কিছু !!!
৮০| ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:০৪
নকীবুল বারী বলেছেন: ভ্লা আছি.............
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: ভ্লা থাক্লেই ভ্লা
৮১| ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৪৭
মেহবুবা বলেছেন: খবর কি ? আছো কেমন ?
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৫
বিষাক্ত মানুষ বলেছেন: একটু বিজি আছি । ঝামেলা আর ঝামেলা .. ঝামেলার শেষ নাই , এক্টা শেষ করি আরেক্টা এসে জুটে
আয়মান কেমন আছে !!!
৮২| ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৪
বেঞ্জিন বলেছেন: ভয় পাই না
১৩ ই মার্চ, ২০০৯ রাত ১১:০২
বিষাক্ত মানুষ বলেছেন: তাইলে তো ব্লগ বাতিলের সম্ভাবনা প্রচন্ড । সামু আবার জ্বী হুজুর, করে নাকো ফোসফাস মারে নাকো ঢুশ ঢাশ টাইপ ব্লগার খুজতাছে .. বাকিদের কথায় কথায় মুখ বন্ধ কইরা দিতে এই বেহায়া শ্রেনী বেশ তৎপর
৮৩| ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১১:১৬
বেঞ্জিন বলেছেন: ব্লগে আছি তাই বলে কি তাদের হুজুর হুজুর করতে হবে নাকি?
ও হুজুর, ত্যাড়া ত্যাড়া ত্যাড়া ছুরুর
১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪২
বিষাক্ত মানুষ বলেছেন: ফেছবুখে দেখলাম 'উই হেইট হাশমি' নামের একটা গ্রুপ খুলছে
৮৪| ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৪
আশরাফ মাহমুদ বলেছেন: শুভেচ্ছা স্বাগতম।
১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪৫
বিষাক্ত মানুষ বলেছেন: বিমা ভাইয়ের আগমন
৮৫| ১৪ ই মার্চ, ২০০৯ রাত ২:৪৩
হাসান মাহবুব বলেছেন: কিরে ভাই,আপনে এত চুপচাপ ক্যান?ব্লগ থিকা মন উইঠা গ্যাসে,নাকি ব্যস্ত বেশি?
১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪৬
বিষাক্ত মানুষ বলেছেন: দুইটাই
৮৬| ১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪৬
আবুল বাহার বলেছেন: কালকে কোথায় ছিলেন ?
ছাগল তাড়াতে তাড়াতে কাহিল হয়ে গেলাম কালকে
ভালো আছেন ?
১৪ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫১
বিষাক্ত মানুষ বলেছেন: তাই নাকি !!!!
কাল ব্যাস্ততায় ছিলাম
৮৭| ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৬
পুরানপাগল বলেছেন: আয় কমরেড বুখে আয়....................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৮৮| ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৭
পুরানপাগল বলেছেন: কত্তদিন পরে দর্শন পাইলাম। বুখটা জুড়াইয়া গেল কমরেড।
১৪ ই মার্চ, ২০০৯ রাত ১১:১০
বিষাক্ত মানুষ বলেছেন: হাত পা বান্দা ক্যান !!
৮৯| ১৫ ই মার্চ, ২০০৯ রাত ২:৪১
পুরানপাগল বলেছেন: কমরেড হাত পা মুখ মডুরা বাইন্দা রাখছে। কতা কইতে দেয় না।
১৫ ই মার্চ, ২০০৯ সকাল ৯:২২
বিষাক্ত মানুষ বলেছেন: এইটা তো মালিক পক্ষের বহু পুরানা ছাগলামি । তাগোরে আর কি কমু ! রেসিডেন্ট পদপ্রর্থির সংখ্যা দিন দিন বাড়তেই আছে । সবাই এখন চায়নিজ খাইতে চায় আর ল্যাজ নাইড়া হুজুর হুজুর করে নিয়ম করে তিনবেলা । এই গৃহপালিত ভাঁড়দের মোসাহেবির কারনে মালিক পক্ষ হাওয়ায় উর্তাছে
৯০| ১৫ ই মার্চ, ২০০৯ রাত ২:৫৬
পতত্রী বলেছেন:
উঁ
উঁ
উঁ
১৫ ই মার্চ, ২০০৯ সকাল ৯:২৩
বিষাক্ত মানুষ বলেছেন: এই তিন সাংকেতিক শব্দের মানে কি !!!! সাবধানে থাইকেন .. যে কোন সময় ব্লগ বাতিল হইতে পারে
৯১| ১৫ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩১
বাফড়া বলেছেন: ওয়েল্কাম ব্যাক, বিষাক্ত
১৫ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু
৯২| ১৫ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৪৩
রেজওয়ান শুভ বলেছেন: অবশেষে আমাকে ছেপ করা হইসে
১৭ ই মার্চ, ২০০৯ রাত ২:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: আলহামদুলিল্লাহ
৯৩| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৫১
অক্ষর বলেছেন: আমার কুঁই কুঁই ও বুঝে নাই। মুইছা দিছিলো
১৭ ই মার্চ, ২০০৯ রাত ২:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: ইনারা কোষ্ঠকাঠিণ্যে ভুগতাছে সম্ভবত
৯৪| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:১৭
নুশেরা বলেছেন: রোবোট আংকেলের বিষয়ে দুইখান কথা।
১.উনি আংকেল উপাধি পাইয়া দলভারী করার জন্য খালাম্মা খোঁজেন, আরো আংকেলরা যে আগে থিকাই আছে, সেইটা ভুইলা যান। ২. শুভ কোনদিন সাইট বানাইলে আমি সেইটার মডু হমু। তাই এইখানে এট্টু হাত পাকাইতেছিলাম। জানা'পার রিশকা দেইখা পোলাপানসহ ফুট দিলাম (আতম্খে আমার হাত পা... )। এইডা না বুইঝাই রোবোট নানা আমারে পচাইতাছেন। উনার কথায় কান দিয়েন না।
১৭ ই মার্চ, ২০০৯ রাত ২:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: এ্যাঁ!!!!!!
নুশেরা আপা আর যাই হন ... মডু হৈয়েন্না । আপ্নারে অনেক আপন আপন লাগে । মডু হইলে সেইটা আর থাকবেন্না
৯৫| ১৫ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩০
অপরাজিতা ০০৭ বলেছেন: প্রত্যাবর্তন শুভ হোক।
১৭ ই মার্চ, ২০০৯ রাত ২:২৭
বিষাক্ত মানুষ বলেছেন: হোক
৯৬| ১৬ ই মার্চ, ২০০৯ রাত ১:২৮
সন্দীপন বসু মুন্না বলেছেন: আপনারে দেখে ভাল্লাগতাছে বিমা।
শুভ প্রত্যাবর্তন।
১৭ ই মার্চ, ২০০৯ রাত ২:২৭
বিষাক্ত মানুষ বলেছেন: থ্যাংকু
৯৭| ১৬ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৪৪
অন্ধকারের রাজপুত্র........ বলেছেন: স্বাগতম ব্লগে.......
১৭ ই মার্চ, ২০০৯ রাত ২:২৮
বিষাক্ত মানুষ বলেছেন: আপ্নার প্রোফাইল ফটু কি চেঞ্জ হইছে নাকি !
৯৮| ১৬ ই মার্চ, ২০০৯ দুপুর ২:১৬
জয়িতা বলেছেন: তোমার উঁ পোষ্ট দেখে অ-নে-কদিন পর লগইন করলাম এই ব্লগে।বন্ধুরা লিখে না বলে ব্লগে তেমন আসি না।আবার রেগুলার হও।
১৭ ই মার্চ, ২০০৯ রাত ২:২৮
বিষাক্ত মানুষ বলেছেন: ব্যাস্ততা আমাকে দেয় না অবসর
৯৯| ১৭ ই মার্চ, ২০০৯ রাত ২:৩৪
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: তনুজা বলেছেন: নুশেরা বলেছেন: সাংকেতিক ফাতিক বুঝিনা, এই খুশি কই রাখি!!!!
বিমা ফিরছে
বিমা ফিরছে
বিমা ফিরছে
বিমা ফিরছে.............
১৭ ই মার্চ, ২০০৯ রাত ২:৩৫
বিষাক্ত মানুষ বলেছেন:
১০০| ১৭ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৭
েজবীন বলেছেন: তারপর........
কেমন আছেন.......
তাড়ানি খাওয়া শেষ হইলে জলদি বেহায়া হন.....
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৩
বিষাক্ত মানুষ বলেছেন: তোমগো যন্ত্রনায় বেহায়া না হইয়া উপায় নাই
১০১| ১৭ ই মার্চ, ২০০৯ রাত ৮:৫০
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: নতুন পোষ্ট দিবেন না আর চাচ্চু! গান কই?
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন: দিবো হয়তো , কবে দিবো জানি না
১০২| ১৭ ই মার্চ, ২০০৯ রাত ৮:৫৯
শাহরিয়ার হাসান বলেছেন:
১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:১৪
লেখক বলেছেন: দেখছিলাম । ফিউশনে মুনে হয় দাওয়াত দিয়া আনছে।
সে তো এক নিকে কয় 'পুন মারতে চাই'
আরেক নিকে কয় - 'ইয়া নবী সালামালাইকা'
একদম ঠিক্কথা!
১০৩| ১৭ ই মার্চ, ২০০৯ রাত ৯:০০
শাহরিয়ার হাসান বলেছেন: ৩২।
আগেরবার দিতে ভুইলা গেচিলাম এখন উপরের কতাডার জইন্য দিয়া গেলাম
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: ঠিকাছে
১০৪| ১৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৩১
আলী আরাফাত শান্ত বলেছেন: বস আর গান-বাজনা দিবেন না!!
নাকি ভালোলাগেনা আর ব্লগ?
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৫৮
বিষাক্ত মানুষ বলেছেন: ভাল্লাগেনা । কিছু পছন্দে মানুষের জন্য ছাড়তেও পার্তাছিনা
১০৫| ১৮ ই মার্চ, ২০০৯ রাত ৯:৩৬
ঝুমী বলেছেন: বিষাক্ত ভাই, আপনার পুরোনো পোস্ট গুলো কোথায়?
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:০০
বিষাক্ত মানুষ বলেছেন: মুছতে গিয়াও পার্লাম না .. হাত কাঁপলো .. তাই ড্রাফটে রাইখা দিছি ।
তোমাকে অনেকদিন পরে দেখলাম
১০৬| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:১২
তারার হাসি বলেছেন:
বিমা ভাইয়ের আগমণ
শুভেচ্ছা স্বাগতম
বিমা ভাইয়ের চরিত্র
ফুলের মত পবিত্র
বিমা ভাই যেখানে
আমরা আছি সেখানে...
অনেক অনেক ভাল লাগছে তোমাকে দেখে।
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৮
বিষাক্ত মানুষ বলেছেন: ইলেকশনে দাড়ামু নাকি চিন্তাকর্তাছি । জামানত বাজেয়াপ্ত হইলে তুমি দায়ী
১০৭| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪০
তারার হাসি বলেছেন:
তাহলে দরকার নাই।
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৩
বিষাক্ত মানুষ বলেছেন: ভয় পাইলা !!!! তারমানে আপাত দৃষ্টিতে যতটা দেখা যায় আসলে ততটা জনপ্রিয় ন্যাতা না আমি
১০৮| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৬
মৃন্ময় আহমেদ বলেছেন: পয়সাপাত্তি লাগলে কইয়ো।
১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ২:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: ঠিকাছে । মার্কা কি নেওন যায় চিন্তা কর্তে হৈবো
১০৯| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৯
রোবোট বলেছেন: খবরদার পোস্ট মুছবা না। মাইর ১টাও মাটিতে পড়বো না।
১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩০
বিষাক্ত মানুষ বলেছেন: ২/৩ টা মুইচ্ছা ফেলছিলাম । পরেরগুলা আর পারলাম না
১১০| ১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ২:২৮
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: পোষ্টগুলা বাইর করেন......চিতি পইড়া যাইবো।
আর উঁ......কবে শেষ হচ্ছে।
১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৪৩
বিষাক্ত মানুষ বলেছেন: দেখি ... শুরু করমু আবার
১১১| ১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫৯
নুশেরা বলেছেন:
লেখক বলেছেন: এ্যাঁ!!!!!! নুশেরা আপা আর যাই হন ... মডু হৈয়েন্না । আপ্নারে অনেক আপন আপন লাগে । মডু হইলে সেইটা আর থাকবেন্না
---হায় হায়রে, জীবনে একটা সুযোগ আসছে (মানে শুভ সাইট বানাইতে পারলে আরকি), সেইটাও হেলায় হারামু
আইচ্ছা ঠিকাছে। আপন-আপন ফিলিং ইজ ফার বেটার দ্যান মডুগিরি।
১৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:১৩
বিষাক্ত মানুষ বলেছেন: সেইটা খুব খারাপ পদবি । 'যে যায় লংকায় সেই হয় রাবন' টাইপ
১১২| ১৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:১৬
নুশেরা বলেছেন: আরে কী যন্ত্রণা, নাথিং সিরিয়াস অ্যাবাউট ইট, পুরাটাই মজা করা... সেইরম কোন দু:স্বপ্নও নাই
১৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:১৯
বিষাক্ত মানুষ বলেছেন: আরি !!!!!! আপ্নে দেখি সিরিয়াস হয়া যাইতেছেন !!!!
১১৩| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪৭
রাস্তার ছেলে বলেছেন: ব্লগাধিপতি-ব্লগাধিরাজ,
নিলাজ, নিলাজ, নিলাজ, নিলাজ!
শুভ কিনা তা নিয়ে একটু কনফিউজড! তাই শুধু প্রত্যাবর্তন জানালাম!
২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: আমিও কনফিউজড । তবু থ্যাংকু দিলাম
১১৪| ২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৯
'সুলতান' বলেছেন: হুমম।
২০ শে মার্চ, ২০০৯ রাত ১:৫৭
বিষাক্ত মানুষ বলেছেন: হু !
১১৫| ২০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:৪৫
তনুজা বলেছেন: কাজের চাপ কমেছে আপনার ?
'মানুষ'কে খুব কম দেখি, সেকি ব্যস্ত না অফলাইন থাকে জানেন না কি?
২০ শে মার্চ, ২০০৯ ভোর ৪:৫১
বিষাক্ত মানুষ বলেছেন: না কমে নাই এখনো ।
সেও ব্যস্ত সম্ভবত, ম্যাসেঞ্জারেও দেখি না তেমন একটা ।
১১৬| ২০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩১
মেহবুবা বলেছেন: কি হল ? আর কতদিন পোষ্টবিহীন ?
২১ শে মার্চ, ২০০৯ সকাল ৭:৫৯
বিষাক্ত মানুষ বলেছেন: একটু ব্যাস্ততা কমুক ... দিবো পোস্ট
১১৭| ২০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩৭
ব্রাইট বলেছেন: .
.
.
...............ঁ....................
.
.
.
২১ শে মার্চ, ২০০৯ সকাল ৮:০০
বিষাক্ত মানুষ বলেছেন: কি হইছে !
১১৮| ২০ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪৮
ঝুমী বলেছেন: হাঃ হাঃ মাঝে মাঝে আমি ভ্যানিশ হয়ে যাই! কিন্তু আপনি নিজে তো ভ্যানিশ হোন-ই, সাথে পোস্ট গুলোকেও...!!!
আপনার মুছে ফেলে পোস্টগুলোর মাঝে আমার খুবই প্রিয় একটা পোস্ট ছিল। মাকিদ হায়দারের একটা কবিতা! দিলেন তো সেটাও ভ্যানিশ করে!!!
তবে ড্রাফট রেখেছেন শুনে খুবই খুশি হলাম।
২১ শে মার্চ, ২০০৯ সকাল ৮:০১
বিষাক্ত মানুষ বলেছেন: কত রকম যে সমস্যা !!
নিজের চিন্তা বাদ দিয়ে দেখি অন্যের চিন্তা করতে হবে এখন থেকে
১১৯| ২০ শে মার্চ, ২০০৯ রাত ৮:৫৬
রোবোট বলেছেন: বিমা ভাইয়ের শুভেচছা নিন
টুপি মারকায় ভোট দিন
(টুপি=জেনারেল টুপি)
২১ শে মার্চ, ২০০৯ সকাল ৮:০২
বিষাক্ত মানুষ বলেছেন: আজকাল তো ব্লগে চানতারা টুপির কদর বেশি
১২০| ২১ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৮
গিফার বলেছেন: নতুন পোষ্ট আইব কবে?
২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
বিষাক্ত মানুষ বলেছেন: আইবো
১২১| ২১ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪২
নিবিড় অভ্র বলেছেন: সেলামাল্কি ভাইজান!
আছেন কেমুন? শইলডা ভালা?
পরীক্কা কেমুন হইতাচে???
অফ: ভাইজান মুচিগিরি ছাড়মু মনে হয়, দোয়া রাইখেন!
২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
বিষাক্ত মানুষ বলেছেন: ওয়ালাইকুম সেলাম
পরীক্ষাতো শ্যাষ । এখন থিসিস নিয়া দৌড়াইতাছি
মুচিগিরি ছাইড়া কই যাইবা !!! কাঁচের বাসন কোসন !!!
১২২| ২৪ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
রোবোট বলেছেন: বিমা
মাস্টার্স? পোল্যান্ড পর্ব শেষ?
২৪ শে মার্চ, ২০০৯ রাত ৯:০৫
বিষাক্ত মানুষ বলেছেন: শেষ ..... আবার অন্যদিকে শুরু ...
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০০৯ রাত ৩:২৮
শূন্য আরণ্যক বলেছেন: আয় হায় ..... ওয়েলকাম ব্যাক !! ..।
আপনের ব্যান কবে তুলল ?