নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেমন কিছু বলার নাই।
যারা এই ভদ্রলোকেদের নাম কোনদিন শুনেন নাই - আশির দশকের মাঝামাঝির দিকে মুলত তিন কুতুব বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল নিয়ন্ত্রন করত। মাহবুবুল হক বাবলু, সানাউল হক নীরু এবং গোলাম ফারুক অভি। এর মধ্যে নীরু, বাবলু ছিল আপন দুই ভাই এবং ছাত্রদলের দুই মাথা। অভি ঠিক তাদের পিছনে।
'৮৭ এর ব্যর্থ এরশাদবিরোধী আন্দোলনের কিছু আগে বা পড়ে বাবলু মহসিন হলে (এই হলকে এরশাদ আমলে সেকেন্ড ক্যান্টনমেন্ট বলা হত অস্ত্র-বোমার বিশাল মজুদের কারনে) নিজেদের বানানো বোমাবিষ্ফোরনে মারা যান। সেই সময় শোনা গল্পটা ছিল এইরকম, রুমের দরজার পিছনে বোমা রাখা ছিল, বাবলু এসে জোরে দরজা খুললে দরজা বোমায় লেগে বোমা ফেটে উনি মারা যান।
বাবলু মারা যাওয়ার পরে নীরু ছাত্রদলের একমাত্র শীর্ষ রাজনৈতিক নেতা হন। অভি ছিল মুলত ক্যাডার নেতা। '৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনের কয়েক মাস আগে দুইজনই গ্রেফতার হন এবং নভেম্বর মাসে প্রায় একই সময় দুইজন মুক্তিও পান। ছাত্রদলের বাকি নেতাকর্মীরা তাদের মিষ্টি-মালা দিয়ে বরন করেন, পত্রিকায় বিশাল ছবি ছাপা হয়। ছাত্রদলে তাদের অবস্থান আগের মত থাকলেও জেলে থাকার কারনে আন্দোলনের জন্য গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্যে তাদের পজিশন খুব ভাল ছিল না। ছাত্র ঐক্যের নেতৃত্ব চলে যায় ছাত্রদলের বেশ পিছন দিকের নেতা আমান, খোকনদের কাছে যেহেতু তারা তখন ডাকসুর ভিপি-জিএস ছিলেন।
নভেম্বরের শেষ সপ্তাহে এরশাদবিরোধী আন্দোলন তুঙ্গে উঠে। ২৩ অথবা ২৪ তারিখ টিএসসি এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। পুলিশ বা এরশাদের ছাত্র ক্যাডারদের গুলিতে ডাক্তার মিলন নিহত হন। দেশের পরিস্থিতি এতই খারাপ হয় যে এরশাদ ২৮শে নভেম্বর জরুরী অবস্থা ঘোষনা এবং কারফিউ জারী করেন। এই অবস্থা চলে ৪ঠা ডিসেম্বর মধ্যরাতে এরশাদের পদত্যাগের ঘোষনা দেয়া পর্যন্ত।
টিএসসির ওই গ্যাঞ্জামের সময় যেটা সবাই খুব অবাক বিষ্ময়ে লক্ষ্য করে যে নীরু এবং অভি দুইজনই উপরে উপরে ছাত্রদলের সাথে থাকলেও আসলে জেলে থাকা অবস্থায় এরশাদের হাত মিলিয়েছে এবং ছাত্র আন্দোলন ভন্ডুল করার জন্যই তাদেরকে জেল থেকে মুক্তি দেয়া হয়েছে। কারো মতে তারা প্রত্যেকে ৫০ লাখ, কারো মতে এক কোটি টাকা করে পেয়েছেন এই বিশ্বাসঘাতকতার জন্য। আমি অবশ্য মনে করি, টাকার এই পরিমানগুলি নিতান্তই গুজব। আসল অংকটা কারো পক্ষে জানা অসম্ভব। পল্টি খাওয়া বাংলাদেশের রাজনীতিতে খুব সাধারন ঘটনা হলেও এক দলের সাথে থেকে আরেক দলের হয়ে কাজ করার উদাহরন সম্ভবত এটাই একমাত্র। আর সেই সময়টাও ছিল এমন যে সবাই তখন দেশপ্রেমিক হয়ে উঠেছিল। নীরু, অভিকে হাতের কাছে পেলে মনে হয় টুকরা টুকরা করে বুড়িগঙ্গায় ভাসানো হত। জনরোষ এবং গ্রেফতার এড়ানোর জন্য দুইজনই পালিয়ে যান।
নব্বই দশকের মাঝামাঝি যখন মানুষের মধ্যে এরশাদবিরোধী জোশ এবং দেশপ্রেম বেশ ফ্যাকাসে হয়ে গেছে, অভি আবার আলোচনায় ফিরে আসে এবং অফিসিয়ালি জাতীয় পার্টিতে যোগ দিয়ে '৯৬ এর নির্বাচনে বরিশাল থেকে মনোনয়ন পায় এবং জয়ী হয়। এর কয়েক বছর পরে মডেল তিন্নি হত্যা মামলায় ফেঁসে আবার ফেরার হন। এই সময়ই এমপি হোস্টেলে এক এয়ারহোস্টেসের সাথে তার একটা হিডেনক্যাম ভিডিও বেশ আলোড়ন তুলে। এর পর তার আর কোন খবর পাওয়া যায় নাই। ক্যানাডার বাঙ্গালি সমাজে প্রচলিত ধারনা যে অভি অনেক বছর ধরে টরেন্টোতে আছে। দশ বছর থাকার পরেও তাকে দেখা তো দুরের কথা, আমি এখনো কাউকে পাই নাই যে অভিকে দেখেছে। কিন্তু লোকে বিশ্বাস করে যে সে এই শহরে আছে কোথাও।
এরশাদের পতনের সাথে সাথে নীরু সেই যে দৃশ্যপট থেকে উধাও হয়, আমি অন্তত ২০০৬ পর্যন্ত তার সম্পর্কে একটা কথাও শুনি নাই, তার কোন সাক্ষাতকার কোথাও দেখি নাই, সে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে এরকম কোন খবরও কানে আসে নাই। যেন একটা জ্বলজ্যান্ত অতি বিখ্যাত (বা কুখ্যাত, যাই বলেন) ব্যক্তি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ছাত্রদলের অন্যতম প্রতিষ্ঠাতা নীরুর অনেক জুনিয়র নেতা আমানুল্লাহ আমান এমপি, মন্ত্রী, কোটিপতি দুর্নীতি মামলার আসামী সবকিছু হয়ে গেল। এই বেচারার ফেরার হয়েই থাকতে হল অনেক বছর।
২০০৬ সালে বদরুদ্দোজা বিকল্পধারা নামে যে সাইনবোর্ডসর্বস্ব এবং এক ব্যক্তি এক নেতাটাইপ দল গঠন করে, তাতে নীরুও যোগদান করে। কিন্তু অনেক বছর রাজনীতিতে না থাকার কারনে তার পলিটিক্যাল ভ্যালু বলতে কিছুই তখন ছিল না। অন্য অনেকের সাথে ছোট করে পত্রিকায় তার নাম ছাপা হয়। অল্প কিছুদিনের মধ্যে এই দলেরও সলিল সমাধি ঘটে এবং সাথে নীরুর আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগও। এর পরে এখন পর্যন্ত আর তার সম্পর্কে কিছু শুনি নাই।
বিঃদ্রঃ আমার জন্ম্ ১৯৮০ সালে। বুঝতেই পারছেন, উপরের ঘটনাগুলির সময় আমার বয়স কত ছিল! পুরা পোস্টটাই সম্পূর্নভাবে সেই সময়কার স্মৃতি থেকে লিখা। তাই এর মধ্যে কিছু তথ্যবিভ্রাট, তারিখের গন্ডগোল থাকবেই। তবে মুল ঘটনা মোটামুটি এইরকমই। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে কারেকশন করে দিলে বাধিত থাকব। ধন্যবাদ।
২| ২৮ শে জুন, ২০১০ সকাল ৯:৫৪
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: বয়স না দিলে কি হইত?
৩| ২৮ শে জুন, ২০১০ সকাল ১০:১২
রোবোট বলেছেন: পোস্টে প্লাস।
বাবলুর নাম মাহবুবুল হক।
ডাঃ মিলন হত্যার অংশটা বাদ পড়লো কেনো?
অভির মত বেয়াদব কমই আছে। ৯৬ সালে ঘোষণা দেয় "আমি খালেদা জিয়াকে ধরে আনার আদেশ দিলাম" । (৯১ সালে তার বিরুদধে গ্রেফতারী পরোয়ানা দেন খালেদা সরকার) এমপি থাকাকালীন কোন এক বয়স্ক নেতাকে তর্কের এক পর্যায় চড় মারে বলে শুনেছি।
অভি-নীরুর মুক্তি চেয়ে আশির দশকে কত যে ছাত্র ধর্মঘট হয়। ৮০ র দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত গুলি ছুড়েছে এই অভি আর ইলিয়াস আলী গং তত গুলি শুটিং রেন্জে ছোড়া হয় কিনা সন্দেহ।
অভি-আওরংগরা প্রমাণ করে, সন্ত্রাসী দের মত বেইমান আর কেউ না।
২৮ শে জুন, ২০১০ সকাল ১০:৪৮
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: বাবলুর নামটা ঠিক করে দিলাম। সাত বছর বয়সে শেষ শুনসি, এর চেয়ে বেশি আর মনে রাখতে পারি নাই।
অভির চড় মারার কাহিনী মনে পড়তেসে না। কিন্তু শুনসিলাম সে নাকি '৯৬ ইলেকশনের মনোনয়নের জন্য সেইসময়কার জাপা নেতা আনোয়ার হোসেন মঞ্জুকে স্টেনগান দিয়ে ভয় দেখাইসিল। এরশাদ তখনও জেলে।
মিলন হত্যার কথা হালকা লিখে ছেড়ে দিসি কারন লেখাটা বড় হয়ে যাচ্ছিল। যখন ফেমাস ব্লগার হব, তখন ব্লগের সাইজ নিয়া চিন্তা করব না কারন লোকে পড়বেই। এখন চিন্তা করতে হয়।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪| ২৮ শে জুন, ২০১০ দুপুর ১২:৩১
আজমান আন্দালিব বলেছেন: বাবলু, নীরু, অভি...আমাদের সমসাময়িক ছাত্রনেতা নামধারী মাস্তান।
অভি সম্পর্কে একটি প্রবাদ...
সন্ত্রাস যদি শিল্প হয়
আমি সেই শিল্পের কবি
আমি গোলাম ফারুক অভি।
কি জানি! বাংলাদেশে সন্ত্রাসকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই তিন ছাত্র মাস্তানই দায়ী কিনা!
২৮ শে জুন, ২০১০ দুপুর ১:৩৭
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: অভি সম্পর্কে আরেকটা প্রবাদ শুনসিলাম, ফুল ফুটুক আর নাই ফুটুক, অভির গুলি ফুটবেই।
আপনার সমসাময়িক হলে আপনিও এদের নিয়ে লেখেন। আপনার অভিজ্ঞতা তো পূর্নবয়স্ক লোকের ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স। আমারটা হইল পিচ্চি বয়সের শোনা কথা।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৫| ২৮ শে জুন, ২০১০ দুপুর ১:৪৫
নীলতারা বলেছেন: আপনার বয় জেনে ফেলেছি, কি মজা
২৮ শে জুন, ২০১০ দুপুর ১:৪৭
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: আমি কি মেয়ে নাকি যে আমার বয়স জাইনা খুব বড় কিছু অ্যাচিভ করবেন? আর আমার বয়স আমার অন্যান্য পোস্টেও আছে, আজকেই প্রথম না।
তো পোস্ট পড়সেন? কেমুন লাগল?
৬| ২৮ শে জুন, ২০১০ বিকাল ৩:১৮
বখাটে পুলা বলেছেন: ওই ধর শালারে..........
মার শালারে.............
২৮ শে জুন, ২০১০ রাত ৮:৪৭
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: যতদিন আমার বুকে একবিন্দু রক্ত থাকবে, আমি বলব টাঞ্জু আমার।
কোন জালিম আমাদের দুইজনের মাঝে আসতে পারবে না।
৭| ২৮ শে জুন, ২০১০ বিকাল ৩:২০
চাঁপাবাজ বলেছেন: পাইছি তুরে.......
হায়রে দুইন্নার বাচ্চা..
তুর শাহস কত বড়......
২৮ শে জুন, ২০১০ রাত ৮:৪৭
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: যতদিন আমার বুকে একবিন্দু রক্ত থাকবে, আমি বলব টাঞ্জু আমার।
কোন জালিম আমাদের দুইজনের মাঝে আসতে পারবে না।
৮| ২৮ শে জুন, ২০১০ বিকাল ৩:২১
বখাটে পুলা বলেছেন: চাপা আপু, মাইর না হয় দিলাম কিন্তুক হালায় করছে কি??
২৮ শে জুন, ২০১০ রাত ৮:৪৯
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: তাই করসি যা মজনু করসিল লাইলীর জন্য, ফরহাদ করসিল শিরির জন্য, সেলিম করসিল আনারকলির জন্য, নায়ক জাফর ইকবাল করসিল ববিতার জন্য।
ইয়ে, চাপা কি আপু নাকি? বয়স কত, জানেন?
৯| ২৮ শে জুন, ২০১০ বিকাল ৩:২৪
নাজনীন১ বলেছেন: হুম, অভি, নীরুরা নাকি ছাত্র অনেক ভাল ছিল, স্ট্যান্ড করা। রাজনীতিতে ঢুকেই খারাপ হয়ে গেছে। তবে এরা অনেকটা সিনেম্যাটিক ভিলেন-নায়ক ছিল। সন্ত্রাসী কিন্তু জনপ্রিয়।
২৮ শে জুন, ২০১০ রাত ৮:৫৫
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: অভি ম্যাট্রিকে স্ট্যান্ড করা। নীরু মনে হয় না তেমন কিছু ছিল বলে।
শত্রুর শত্রু যেমন বন্ধু হয়, মানুষ যখন পরাধীন বা কোন একনায়কের খপ্পরে থাকে, তখন সব আন্দোলনকারীকেই হিরো মনে করে, সে সন্ত্রাসী নাকি সশস্ত্র বিপ্লবী সেই বিবেচনায় যায় না। ধরে নেয়, এরাই তাকে মুক্তি দিবে। এই কারনেই এরশাদ আমলে তারা প্রায় দেবত্বসুলভ জনপ্রিয়তা পেয়ে যায়।
১০| ২৮ শে জুন, ২০১০ বিকাল ৩:২৪
চাঁপাবাজ বলেছেন: হালা দুইন্নার বাচ্চ..........আমাগো বসেরে ডাল্লিং ডাহে...
কত্ত বড় সাহাশ.........
২৮ শে জুন, ২০১০ রাত ৮:৪৭
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: যতদিন আমার বুকে একবিন্দু রক্ত থাকবে, আমি বলব টাঞ্জু আমার।
কোন জালিম আমাদের দুইজনের মাঝে আসতে পারবে না।
১১| ২৮ শে জুন, ২০১০ বিকাল ৩:২৬
বখাটে পুলা বলেছেন: দে হালারে চটকাইয়া দে........
২৮ শে জুন, ২০১০ রাত ৮:৪৬
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: যতদিন আমার বুকে একবিন্দু রক্ত থাকবে, আমি বলব টাঞ্জু আমার।
কোন জালিম আমাদের দুইজনের মাঝে আসতে পারবে না।
১২| ২৮ শে জুন, ২০১০ বিকাল ৩:২৭
চাঁপাবাজ বলেছেন: ইয়াট্টিশুম...........ইয়াট্টিশুম...........ইয়াট্টিশুম...........
বখা, চল এবার যাইগা...হালার বেটা মনে হয় আর জীবনে ওই কথা কইব না.....
২৮ শে জুন, ২০১০ রাত ৮:৪৬
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: যতদিন আমার বুকে একবিন্দু রক্ত থাকবে, আমি বলব টাঞ্জু আমার।
কোন জালিম আমাদের দুইজনের মাঝে আসতে পারবে না।
১৩| ২৮ শে জুন, ২০১০ বিকাল ৩:৩১
শয়তান বলেছেন: নস্টালজিক পোস্ট ।
নীরু ভাইয়ের সাথে আমার লাস্ট দেখা হয় এ্যালিফেন্ট রোডের একটা রেস্টুরেন্টে । ৯৩ বা ৯৪ এর দিকে সম্ভবত ।
২৮ শে জুন, ২০১০ রাত ৮:৪৪
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: ভাইসাহেবের বয়স কত? আমার চেয়ে তো বেশ সিনিয়র মনে হচ্ছে। ক্যামনে চিনতেন নীরুকে? একটু-আধটু রাজনীতি করসেন নাকি বস?
কমেন্টের জন্য ধন্যবাদ।
১৪| ২৮ শে জুন, ২০১০ বিকাল ৩:৩৩
ধ্রুব তারা বলেছেন: অভি সম্ভবত ফার্স্ট বা সেকেন্ড হওয়া ছাত্র ইন্টারমিডিয়েটে। ওর বাবা ছিল এলাকার খুব নাম করা শিক্ষক। আমাদের এক মহান রাজনৈতিক ব্যক্তিত্ব অভি যখন বিশ্ববিদ্যালয়ে ঢোকে তখন তাকে নিয়ে ইন্টারন্যাশনাল ট্যুর করে বলে যে, শুধু ছাত্র হিশেবে নয় সব দিক হতেই তোমাকে থাকতে হবে এগিয়ে। আর তার হাতে তুলে দেয় অস্ত্র। শালার রাজনীতি! তবে অভি এম.পি হয়েছিল জনপ্রিয়তার কারনেই এবং সে এলাকার জন্য বেশ কাজ-ও করেছে। অভির এক বোন এখন অতিরিক্ত সচিব বা সচিব। একভাই বিবিসি-এর বিশেষ প্রতিনিধি আর অভি ফেরারী।
২৮ শে জুন, ২০১০ রাত ৮:৩৯
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: অভি ম্যাট্রিকে সেকেন্ড হইসিল। তারপর জিয়ার সাথে গেল নৌবিহারে। ফলাফল ঢাকা কলেজে ছাত্র রাজনীতির আমদানী এবং দেশের এক নাম্বার কলেজের পচন শুরু, অভির ইন্টারমিডিয়েটে সেকেন্ড ডিভিশন পাওয়া, সমাজ কল্যানে অনার্স ভর্তি হওয়া। যদ্দুর মনে পড়ে, ভাইসাহেব ইউনিভার্সিটি থেকে সরকারীভাবেই বহিষ্কার হইসিলেন।
তার সব ভাই বোন খুব শিক্ষিত, তারও আর্লি লাইফের রেজাল্ট খুব ভাল। কিন্তু মুভি-টুভিতে কিছু ক্যারেকটার দেখেন না যে খুব প্রতিভাবান কিন্তু ক্রেজি এবং অপরাধমনষ্ক। প্রবাবলি লাইক সাইলেন্স অফ দ্য ল্যাম্বসের হ্যানিবল। আমার ধারনা অভি ছোটবেলা থেকেই হয়ত এরকম ছিল। খোজখবর নিলে দেখা যাবে স্কুলেই অনেকরে পিটায় হাসপাতাল পাঠাইসে, কিন্তু ভাল ছাত্র হওয়ার সুবাদে মাফ পেয়ে গেছে!
১৫| ২৮ শে জুন, ২০১০ বিকাল ৪:১৮
টানজিমা বলেছেন: ভাই, কিছু মনে নিয়ন্না......পোলাপাইন মানুষ না বুঝে কি কর্তে কি করে ফেলেছে..................
অতিরিক্ত কমেন্ট গুলি ডিলাইয়া দিয়েন...নিজ গুনে......
২৮ শে জুন, ২০১০ রাত ৮:২৮
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: ২০-২২টা কমেন্ট ডিলিট করলাম। এরা কারা টাঞ্জু তোমার আমার ভালবাসার মাঝে আসতে চায়?
তারা কি জানে না যে তোমার-আমার ভালবাসা অবিনশ্বর। কোন মাইকালাল তাতে এতটকু আচড় ফেলতে পারবে না।
** আমি শুধু রিপিট কমেন্টগুলি ডিলিট করসি।
১৬| ২৮ শে জুন, ২০১০ রাত ৮:৩৯
হেমায়েতপুরী বলেছেন: ++ (the button is not available)
২৮ শে জুন, ২০১০ রাত ৮:৪২
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: আমি ওয়াচে তাই বাটন আমার জন্য অ্যাভেইলেবল না। আপনার জন্য না কেন? নাকি ওয়াচে থাকলে তাদের পোস্টেও প্লাস-মাইনাস দেয়া যায় না?? বুঝলাম না।
১৭| ২৮ শে জুন, ২০১০ রাত ৮:৪২
জেরী বলেছেন: গোলাম ফারুক অভির নাম শুনছি(পেপারে পড়েছি) মডেল তিন্নি মর্ডারের সময়
২৮ শে জুন, ২০১০ রাত ৮:৫৮
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: লোকটার সম্বন্ধে যা শুনি, মনে হয় খুব ঠান্ডা মাথার নরপিশাচ টাইপ খুনি ছিল।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভবিষ্যত-সাত-বাচ্চার-মা।
১৮| ২৮ শে জুন, ২০১০ রাত ৮:৫৭
স্বল্পজ্ঞানী বলেছেন: শুয়োরের বাচ্চাদের নিয়ে পোস্ট দিয়েছেন এই জন্য মাইনাস দিতে চাইছিলাম। কিন্তু দিলাম না। ওরা অর্থলোভী/ভুয়া দেশপ্রেমিক/ছাত্রনেতা। তিন্নি'রে যে সে করেছে আল্লাহ্ই জানেন। মাতাল করে নাকি সেক্স করত!!! পত্রিকায় পড়েছি।
২৮ শে জুন, ২০১০ রাত ৯:০০
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: খারাপ লোকের সম্বন্ধে যা জানলে ভালটা চিনবেন কিভাবে? চোখ বন্ধ রাখলে তো আর দুনিয়া ঠিক হয়ে যাবে না।
আমি মনে হয় না তাদের বীর হিসাবে দেখানোর কোন চেষ্টা করসি। আমি তাদের পতনের কাহিনীই বলতে চাচ্ছিলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল না লাগলে মাইনাস দিয়ে যান, অসুবিধা নাই।
১৯| ২৯ শে জুন, ২০১০ সকাল ৮:৪০
হেমায়েতপুরী বলেছেন: আরে নারে বোকা মেজিশিয়ান, পেজ লোড হইতে অনেক টাইম লাগতেসিল। নেন ++
২৯ শে জুন, ২০১০ সকাল ৯:৫২
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: ওহ আচ্ছা। আমি এইবারই প্রথমে ওয়াচে গেলাম তো (আগে সবসময় সিধা অ্যাকাউন্ট ডিলিট করে দিসে), তাই ভাবসাব বুঝতে পারি নাই।
ধন্যবাদ।
২০| ২৯ শে জুন, ২০১০ সকাল ১১:০১
জোবায়ের বলেছেন: আপনি আমার দুইটা পোষ্টে কমেন্ট করে ভেজালে পড়েছেন। নিজেই এর সমাধান করে নেন। এই পোষ্টে কমেন্ট করে আরেক পোষ্টে গিয়ে বলেছেন আমি নাকি কমেন্ট ডীলিট করেছি। পোষ্ট দুটি হলঃ Click This Link
ও
Click This Link
২৯ শে জুন, ২০১০ সকাল ১১:৪২
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ। পোস্ট দুইটার টাইটেল প্রায় একরকম হওয়ায় কনফিউজড হইসিলাম।
২১| ৩০ শে জুন, ২০১০ রাত ২:৫৭
রোবোট বলেছেন: ৯১ সালের প্রথম দিকে আসিফ নজরুলের একটা উপন্যাস ছিলো, অভি নীরুকে ডিফেন্ড করে। বিচিত্রায় বের হয়েছিলো মনে হয়। সেই আসিফ নজরুল যখন বড় বড় কথা বলে কলাম লেখে তখন কেমন যেন বমি বমি ভাব হয়।
শয়তান
আপনারে তো ভালো জানতাম। নীরুর সাথে কি তাহলে?
৩০ শে জুন, ২০১০ রাত ৩:০৪
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: এই পোস্টের কমেন্টগুলি পড়ে দেখেন। আমার মনে হচ্ছে আপনি খুব ইন্টারেস্ট পাবেন।
আসিফ নজরুল একটা ধান্দাবাজ নাম্বার ওয়ান। অনেক বছর আগে খবর বের হইসিল যে সে হুমায়ুন আহমেদের মেজ মেয়ে শীলাকে বিয়ে করসে। যদিও উভয় পক্ষ অস্বীকার করসিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কাহিনীটা সত্যি। কারন ফিল্মের হিরো-হিরোইন ছাড়া আমাদের দেশে সাধারনত কাউকে নিয়ে ভুয়া স্ক্যান্ডাল ছড়ায় না। আর আসিফ-শীলা কেউই এত বড় কোন স্টার না যে তাদের নিয়ে স্ক্যান্ডাল ছড়াইতে হবে।
২২| ৩০ শে জুন, ২০১০ রাত ৩:১০
রাজসোহান বলেছেন: :-<
৩০ শে জুন, ২০১০ রাত ৩:৩২
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: হইল কি???
২৩| ৩০ শে জুন, ২০১০ রাত ৩:১৮
নাহোল বলেছেন:
৩০ শে জুন, ২০১০ রাত ৩:৩৩
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: হইল কি??? কেউ মারা গেছে নাকি?
২৪| ৩০ শে জুন, ২০১০ রাত ৩:৪৭
নাহোল বলেছেন: আমি জেনারেল..
৩০ শে জুন, ২০১০ রাত ৩:৫২
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: আমি ওয়াচে। তাও সমবেদনা জানাইলাম। জেনারেল এমন খারাপ কিছু না। চিয়ার আপ।
সত্যি বলতে, আপনার আমার মত পাবলিকের সেফ থাকার চান্স কমই। সেফ জিনিসটাই আমাদের জন্য না। যারা নন-পলিটিক্যাল পোস্ট টোস্ট দেয় যেমন ধরলেন গল্প-কবিতা ইত্যাদি, তাদের বেলা মডুরা একটু কনসিডার করে। আমাদের ফার্স্ট অফেন্সেই কোপ।
২৫| ৩০ শে জুন, ২০১০ সকাল ১০:৪৬
শয়তান বলেছেন: রোবট@ নব্বইয়েয় দশকের প্রথম দিকে ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতিতে ছিলাম । অন্যগ্রুপ কর্তাম । না চাইলেও এদেরকে তাই চিনতে হৈতো
৩০ শে জুন, ২০১০ সকাল ১০:৫২
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: শয়তান আপনারে তো ভালো জানতাম।
ঢাকা ইউনিতে? মানে আজকের এই অ্যানি আপনার বন্ধু বা ওস্তাদ?
২৬| ৩০ শে জুন, ২০১০ সকাল ১০:৪৭
শয়তান বলেছেন: আসিফ নজরুল একটা বড় মাপের ভন্ড
৩০ শে জুন, ২০১০ সকাল ১০:৫৩
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: কোন চিন্তাভাবনা ছাড়া একমত। টু বি অনেস্ট, পত্রিকাট কলাম লেখা সবগুলিরেই আমার ধান্দাবাজ মনে হয়।
২৭| ৩০ শে জুন, ২০১০ দুপুর ১:৫৩
শায়মা বলেছেন: বাপরে! ভয় পেয়েছিলাম আমার কবিতার নিরু নাকি সেটা ভেবে।
৩০ শে জুন, ২০১০ বিকাল ৩:১৪
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: নাহ, কবিতার কোন ক্যারেকটার নিয়ে লেখার যোগ্যতা আমার নাই। কারন লেখার আগে কবিতাটা পড়তে হবে, আর সেইটা আমার পক্ষে অসম্ভব। আল্লাহ শিল্পরস আহোরনের গুন আমার মধ্যে দেয় নাই।
মন্তবের জন্য অনেক ধন্যবাদ।
২৮| ০১ লা জুলাই, ২০১০ সকাল ৭:৩০
আরিয়ানা বলেছেন: ভাল ইনফরমেশন
০১ লা জুলাই, ২০১০ দুপুর ২:৩৩
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: ধন্যবাদ।
২৯| ০১ লা জুলাই, ২০১০ সকাল ৭:৩৩
শায়মা বলেছেন: যাক বাবা। আমি আবার উল্টোটা। রাজনীতির ধারে কাছে নেই। এত কঠিন কাজ করার জন্য অন্যরা আছে। আমার দ্বারা চলবেনা।
০১ লা জুলাই, ২০১০ দুপুর ২:৩৭
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: একেকজনের জন্য আল্লাহ একেকরকম কাজ ঠিক করসেন, কি আর করা।
৩০| ০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:০৮
আমি কুমিল্লার পোলা বলেছেন: ভাইজান দুই নম্বর গানটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ফেরদৌস ওয়াহিদের এই গানটা আমারও বেশ লাগে।
Click This Link
০১ লা জুলাই, ২০১০ দুপুর ২:৩১
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ। শুনতাসি এখন গানটা। যদিও এটা বেসিক্যালি ফিরোজ সাঁইয়ের গান। ফেরদৌস ওয়াহিদ ভালই গাইসে, কিন্তু সব ক্লাসিকের রিমিক্স ভাল লাগে না। বিশেষ করে ক্লাসিকটা যদি ছোটবেলায় কানে বসে যায়।
৩১| ০১ লা জুলাই, ২০১০ সকাল ১১:০৯
আমি কুমিল্লার পোলা বলেছেন: সরি এক নাম্বারটা ২য় নাম্বারটা না ।স্কুল খুইলাছে মাওলায় এইটা
০১ লা জুলাই, ২০১০ দুপুর ২:৩১
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: নো প্রবলেম।
৩২| ০১ লা জুলাই, ২০১০ দুপুর ১:০৬
সাজিদ বলেছেন: বাহ এখানে দেখি অভি নিরুর মাধ্যমে জিয়াকে পচানো শুরু করে আসিফ নজরুলকে টেনে আনা হচ্ছে।
আচ্ছা আওয়ামিলীগের বিরোধিতা করে কলাম লিখে বা টক শোতে আসে মানে এমন কোন পাবলিক ফিগার বা বুদ্ধিজীবিকে আপনাদের দৃষ্টিতে ভাল মনে হয়? নাকি আওয়ামিলীগ সুফি দরবেশদের দল তাই একমাত্র বদ লোকরাই তাদের বিরোধিতা করে। ঝাতি জানতে চায়।
০১ লা জুলাই, ২০১০ দুপুর ২:২৯
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: কি করব বলেন? বাকশালী মডারেশন থেকে বাচার এইটাই একমাত্র পথ।
জানেন তো, আমি এমনিতেই অলওয়েজ আইক্কা বাশের আগায় থাকি। আজকে সকালেও এক কুতুব আমারে নিয়া একটা পোস্ট দিসে।
এনিওয়ে, মুল পোস্টে জিয়া নাই। কথাপ্রসঙ্গে অভির রাজনীতিতে আগমনের পিছনে জিয়ার নৌবিহারের গল্প আসছে। এইটা তো ঐতিহাসিক সত্য যাকে অ্যাভয়েড করার কোন উপায় নাই।
আমি কিন্তু বিএনপি হার্ডকোর সাপোর্টার।
৩৩| ০১ লা জুলাই, ২০১০ দুপুর ১:৩২
ওরাকল বলেছেন: নিরু বাবলু এই নামগুল আমাকে প্রায় প্রতি মাসেই ২-১ বার করে শুনতে হয়। এক জন ত ২০ বছর আগেই মরে ভূত হয়েছে অন্য জন এখন ও আছে। নীরু-বাবলু ও আমার নানাবাড়ি একই গ্রামে তাই ২-১ বার দেখা সাক্ষাত ও হলেছে। নিরু এখন বেশ বড় মাপের কন্ট্রাকটার। গ্রামের রাজনীতিতে টাকা-বিলিয়ে ইতিমধ্যেই ইউনিয়নের চেয়ারম্যান করেছে আপন ভাগ্নাকে (নামেই ভাগ্না চেয়ারম্যান মূলগোড়া হলেন নীরু)। বিএনপির রাজনীতিতে ধিরে হলেও ফিরে আসছে নীরু তবে নরসিংদি-৪ আসনে সাখাওয়াত হোসেন বকুলের মত শক্ত প্রতিদ্ধন্ধি থাকায় তার ফিরে আসা বেশ কঠিন।
এলডিপি অথবা দল-ছাড়া মান্নান ভূইয়া ই এখন নীরুর শেষ ভরসা।
০১ লা জুলাই, ২০১০ দুপুর ২:২৫
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: আশির দশকে নীরুর যে প্রতাপ ছিল, তার জন্য ইউনিয়ন পরিষদের ছায়া চেয়ারম্যান কোন পোস্টই না। আজকের বিএনপির অনেক বড় নেতা আমার ধারনা সেইকালে তার পা টিপসে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩৪| ০১ লা জুলাই, ২০১০ দুপুর ১:৪৪
রেজোওয়ানা বলেছেন: ঐতিহাসিক পোস্ট.....
আর আপনি কি "হায়রে দুনিয়া" নাকি?
০১ লা জুলাই, ২০১০ দুপুর ২:২৩
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: না। আমি হায়রে দুনিয়া হব কেন? ও তো একটা বাজে লোক ছিল। সারাদিন গালাগালি করত। আমি কি ওইরকম?
আপনার বাচ্চা কেমন আছে?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩৫| ০১ লা জুলাই, ২০১০ দুপুর ২:৩৬
হেমায়েতপুরী বলেছেন: অনেক বছর আগে খবর বের হইসিল যে সে হুমায়ুন আহমেদের মেজ মেয়ে শীলাকে বিয়ে করসে। যদিও উভয় পক্ষ অস্বীকার করসিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কাহিনীটা সত্যি।
এইখানে কিসু কথা আছে, শিলা আপুর সাথে পারসোনালী যেহেতু পরিচয় ছিল তাই কইতেসি ব্যাপারটা সত্যনা।
০১ লা জুলাই, ২০১০ দুপুর ২:৪১
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: শিলা (আমি আর আপু না বলি, আমরা এক বয়সের) আপনার পরিচিত!! বলেন কি? ক্যামনে? আমার খুব ফেভারিট ছিল এককালে।
ওকে, মেনে নিলাম ব্যাপারটা সত্যি না।
৩৬| ০২ রা জুলাই, ২০১০ রাত ৩:৩৫
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: কেমন আছেন?
০২ রা জুলাই, ২০১০ ভোর ৪:৪১
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: আছি ভালই। ওয়াচে আছি, এই আর কি!
আপনার কি খবর? আপনাকে তো আজকাল দেখিই না। পড়াশুনা নিয়া বিজি নাকি?
৩৭| ০২ রা জুলাই, ২০১০ রাত ৩:৫৩
নীল_পদ্ম বলেছেন: আপনার কারণে আমি আজকে জেনারেল।
০২ রা জুলাই, ২০১০ ভোর ৪:৪৩
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: দোষ কি আমার? আপনি কি কারনে গেলেন কতগুলি শুয়োরকে ডিফেন্ড করে পোস্ট দিতে? এই ক্যাচালটা না লাগাইলে হইত না?
৩৮| ০২ রা জুলাই, ২০১০ ভোর ৪:৫১
মএসএইসভূইয়া বলেছেন: ovi der kukormer CD...................eksomoy khub hot cake chilo BUET/DU te!!!!!!!!!!!!!!!!
০২ রা জুলাই, ২০১০ সকাল ১১:২৩
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: অভি-নীরু নিয়া পরে কথা বলব, আগে বলেন আপনে আপনার ব্লগে আমারে ব্লক করসেন কি কারনে?
৩৯| ০২ রা জুলাই, ২০১০ রাত ৮:২৯
নাজনীন১ বলেছেন: আরে! আমার পোস্টে শয়তান ভাইকে বলছিলাম, আমি ধারণা করি উনি মধু'র ক্যান্টিনের আশেপাশের মানুষ ছিলেন। এখন তো দেখি আমার ধারণা একেবারে সত্যি! কি প্রতিভা আমার!!!!! নিজেই মুগ্ধ।
কিন্তু একটু ভয়ও পাইতেছি। উনারে না চিনে ঝারি দিছিলাম অল্প কয়দিন আগে, উনারই ব্লগে। :-& কিছুদিন আগের ডঃ শাহদীন মালিকের একটা কলামের কথা মনে পড়ে গেল...
আর শিলার তো তার ডিপার্টমেন্টের ক্লাশমেট বা সিনিয়র কারো সাথে এফেয়ার ছিল শুনেছি। আর আসিফ নজরুল তো রোকেয়া প্রাচীকে বিয়ে করেছেন। এর আগে কি আর কিছু করেছিল, জানি না অবশ্য। কিন্তু তিনি কি কারণে ভন্ড ব্যাপারটা বুঝলাম না। একসময়ে নাকি বাম রাজনীতি করতেন?
০৩ রা জুলাই, ২০১০ রাত ৩:১৬
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: শয়তান ভাইজান লোকটা কিন্তু বহুতই শয়তান আছে। তাড়াতাড়ি হাতে-পায়ে ধইরা মাফ চান, নাহলে পরের বার বাংলাদেশ গেলে আর এয়ারপোর্টের গেট পার হইতে পারবেন না।
শিলা-আসিফের স্ক্যান্ডাল অনেক আগের। তখনও প্রাচীর সাথে বিয়ে হয় নাই। অবশ্য উপরে একজন জানাইলেন যে খবরটা নাকি পুরাই ভুয়া।
৪০| ০৩ রা জুলাই, ২০১০ রাত ৩:০২
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: হুম আপনার বয়স জাইনা গেলাম :-< :-<
জাহাজের নাম হিজবুল বাহার , যেটাতে করে নৌবিহারে গেসিল
০৩ রা জুলাই, ২০১০ রাত ৩:১৩
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: হা হা হা....আমি কি কোন সুন্দরী কন্যা নাকি যে বয়স লুকায় রাখব?
এমন তো না যে বয়স না বললে ব্লগের কোন মেয়ে আমারে চিঠি লিখত! আমার যে ইমেজ, তাতে মাঝে মাঝে যে দু'একজন নারী ব্লগার আমার পোস্টে উকি দেয়, এতেই আমি মহাখুশি।
জাহাজের নামটার জন্য ধন্যবাদ। ভুলে গেছিলাম আসলে।
৪১| ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:০৩
হেমায়েতপুরী বলেছেন: @নাজনীন১, সিনিয়রনা শিলাপুর অ্যাফেয়ার ছিল (ছিল মানে পরে তারা বিয়ে করেছেন) দীপু ভাইয়ের সাথে। ক্লাসমেট। দে আর এ নাইস কাপল।
@লেখক, আমার এক বড়ভাইয়ের বান্ধবী শিলা।
০৫ ই জুলাই, ২০১০ রাত ৮:৫০
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন:
৪২| ০৫ ই জুলাই, ২০১০ সকাল ১০:৫৭
রাজসোহান বলেছেন: দেশে আইলে খালি স্বপ্নরেই খাওয়াবেন ? আমিও খামু
০৫ ই জুলাই, ২০১০ রাত ৮:৫২
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: আপনে আর স্বপ্ন দুই লোক নাকি!! আমার তো এতদিন ধারনা ছিল এইটা স্বপ্নেরই নিক।
যদি আসলেই দুই লোক হইয়া থাকেন, অবশ্যই খাওয়াব। খালি আসতে দেন ডিসেম্বরে ইনশাল্লাহ।
৪৩| ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৫৪
কাঙাল মামা বলেছেন: আপনার মত আমিও প্রোপিক নিয়া ভেজালে পড়চিলাম। কেউই প্রোপিক দেহে না। নয়া কইরা পিক আপলোড দেন, ঠিক হইয়া যাইবো।
০৫ ই জুলাই, ২০১০ রাত ৮:৫৩
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: বস, দিলাম আবার। কিন্তু নো রেজাল্ট।
মডুদের মেইল করসিলাম কয়দিন আগে। সো ফার নাথিং।
৪৪| ০৬ ই জুলাই, ২০১০ রাত ১:৩৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @ হেমায়েতপুরী , দীপু না - নামটা মনে হয় অপু । শীলা আপু আমার ডিপার্টমেন্ট এ ৪ বছরের সিনিয়ার । খুব ই ভালো ব্যবহার , অন্তত আমরা যতটুকু দেখেছি ।
@ লেখক , আপনাকে অনেক ধন্যবাদ । অনেক কিছুই জানা ছিলো না ।
০৬ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩০
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: আপনাকেও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪৫| ০৬ ই জুলাই, ২০১০ সকাল ১১:৩০
লালসালু বলেছেন: নতুন পোষ্ট কই?
০৬ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৩
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: ওয়াচে আছি রে ভাই। পোস্ট দিলে এইটা খালি আমার নিজের পেজেই থাকবে, বাইরে দেখা যাবে না। সো কেউ পড়বেও না।
আমার তো আর আপনের মত ৪২টা নিক নাই।
০৬ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৭
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: আমুতে আজকে একটা পোস্ট দিসি। দেখতে পারেন, কিন্তু আপনের পছন্দ হইব না।
৪৬| ০৬ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৩৩
স্বপ্নকথক বলেছেন: আপনে আর স্বপ্ন দুই লোক নাকি!! আমার তো এতদিন ধারনা ছিল এইটা স্বপ্নেরই নিক।
মইরা গেলাম রে!
৪৭| ০৬ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৩৬
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: সোহামনি মনে হয় রিপ্লাইটা দেখে নাই।
৪৮| ০৬ ই জুলাই, ২০১০ রাত ৮:২৪
ডঃ জেকিল বলেছেন: @একলব্য, অপু ভাইকে আমি সহ অনেই দীপু ভাই বলে ডাকতাম। তার একটা কারনও ছিল। শিলাপুর মত মিস্টি ব্যবহার আমিও খুব কম দেখেছি।
১৫ ই জুলাই, ২০১০ রাত ১:২৬
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: আমার আর্লি টিন লাইফের প্রথম সেলিব্রিটি ক্রাশ ছিল শীলা।
৪৯| ০৭ ই জুলাই, ২০১০ দুপুর ১:১৬
সরল মানুষ বলেছেন: খাইছে আমারে এইখানে দেহি পলিটিক্স
১৫ ই জুলাই, ২০১০ রাত ১:২৩
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: পলিটিক্স দিয়া শুরু হইসিল। এখন এইটা আমার ব্যানজীবনের দুঃখের কাহিনী।
৫০| ১১ ই জুলাই, ২০১০ ভোর ৪:১৩
শয়তান বলেছেন: ব্যান খাইছেন নাকি ?
১৫ ই জুলাই, ২০১০ রাত ১:২৩
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: কমেন্ট ব্যান। ক্যান জানেন? সুবর্না মুস্তফাকে MILF বলসিলাম।
৫১| ১১ ই জুলাই, ২০১০ ভোর ৪:২১
মানবী বলেছেন: আমাদের দেশের রাজনীতির কালো ছোবল কিভাবে একজন ভীষণ মেধাবী ছাত্রকে ভয়ংকর ক্রিমিনালে পরিনত করে, অভি তার একটি বড় উদাহরণ। অভির পরিনতির জন্য জিয়া দায়ী না মুজিব দায়ী.. এধরনের বিতর্ক এখানে বিবেচ্য নয়, কারন অত্যন্ত দুঃখজনক হলেও এটাই আমাদের নষ্ট রাজনীতির কলুষিত ধারা।
আমি এমন মানুষকে জানি, যিনি কানাডায় অভিকে দেখেছেন এবং আলাপ হয়েছে। অভি হয়তো আপনার এই ব্লগটিও পড়ছে :-)
১৫ ই জুলাই, ২০১০ রাত ১:২১
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: অভি ব্লগ পড়ে আমারে খুজতে না বের হইলেই হয়।
সুন্দর বলসেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫২| ১২ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৩
আরিয়ানা বলেছেন: কেমন আছেন?
১৫ ই জুলাই, ২০১০ রাত ১:১৯
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: এই তো। ব্যান হওয়ার পরে যেমন থাকা যায়। আপনি কেমন আছেন?
আপনার একটা ভিডিও দেখলাম কালকে। দেখার পরে একটা জিনিস বুঝলাম যে আপনার স্থিরচিত্রের চেয়ে সচল চিত্রে চেহারা অনেক ভাল আসে।
৫৩| ১৪ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৪৬
রেজোওয়ানা বলেছেন: আপনিকি সেলিব্রেটি হয়ে গেলেন নাকি এত নজরদারি কেন? আগের প্রোপিকটা ইউজ করলে কেমন হয়!
১৫ ই জুলাই, ২০১০ রাত ১:১৫
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: সেলিব্রিটি!! হুমমম, নীরু-অভিও কিন্তু বিরাট সেলিব্রিটি ছিল, এরশাদ সিকদারও। আমি মনে হয় সামুতে ওই টাইপ সেলিব্রিটি।
এখন আর নজরদারি না, পুরাই ব্লক করে দিসে।
আগের প্রোপিক কোনটা? মিয়াও?
এনিওয়ে, আছেন কেমন? এই একই প্রোপিক আপনি অনেকদিন ধরে ইউজ করতেসেন। আপনার চেহারা ৬ মাসে নিশ্চয়ই খুব বেশি বদলায় নাই, কিন্তু আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে ৬ মাসে। এখন একটা নতুন পিক লাগান।
৫৪| ১৫ ই জুলাই, ২০১০ রাত ১:২০
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: @অসময়ের আমি, ক্যামনে ছাড়া পাইলেন বস? অনেক দিন পর আপনারে স্বরুপে দেখে ভাল লাগতেসে।
৫৫| ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৫
রেজোওয়ানা বলেছেন: আগের প্রোপিক মানে হলো আগের জনমের প্রোপিক।
হুম বড় তো হয়েই যাচ্ছে দিনে দিনে, এইযে ছাদে বাগান করছে........
১৫ ই জুলাই, ২০১০ রাত ৯:০৯
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: ওহ! আগের জন্মের কথা আমি ভুলে যেতে চাই। ওই জন্মে আমি গালিবাজ হিসাবে খুবই দুর্নাম কামাইসিলাম। এখন আমি একটা ভালমানুষ। সমাজে ভালমানুষ হিসাবেই পরিচিত হইতে চাই।
বাহ, সুন্দর ছবি। চোখে-মুখে দুষ্টামির ছায়া। মাথায় চুলও কিছু উঠসে দেখা যায়।
৫৬| ১৮ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
আকাশটালাল বলেছেন: আপনারে দেখি পারাযায়না, ব্লক করছে
১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৫৭
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: দেখেন অবস্থা! জিজ্ঞেস করলাম তোমার আব্বু কেমন আছে, দিল ব্লক করে। এর থেকে নির্দোষ প্রশ্ন আর হইতে পারে??
কতটা লজ্জিত সে তার বাবাকে নিয়ে, এই উদাহরন থেকেই বুঝা যায়। এইসব রাজাকারদের পোলাপান কিভাবে বাংলাদেশে স্কুল-কলেজে যায়, আমার কাছে রহস্য।
এই বেটি অবশ্য পড়সে প্রথমে মাদ্রাসায়, তারপর পাকিস্তানে। দুইজায়গাতেই সেফ।
৫৭| ১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:২৩
আকাশটালাল বলেছেন: ও মনে হয় "কালিদাস" রে ও ব্লক করবে মনে হয়। কারণ কালিদাস ওরে জিগ্গেস করছে যে "আপনারে সবাই পারাযায়না" ডাকে কেন
১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:২৭
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: 'করবে' না, অলরেডি করে ফেলসে ফর শিওর। ওর কাজই এইটা, ফেইস টু ফেইস উত্তর দেওয়ার তো সাহস নাই। তাই একটু হাওয়া-বাতাস খারাপ বুঝলেই ব্লক মেরে দেয়।
৫৮| ১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:২৪
আকাশটালাল বলেছেন: আচ্ছা, এটাই কি সেই বিখ্যাত "মহাবুবস"
১৯ শে জুলাই, ২০১০ বিকাল ৫:২৮
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: http://extremeboy.amarblog.com//posts/108330/
৫৯| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১০
আকাশটালাল বলেছেন: ভাই, ওখানে একাউন্ট না খুললে কিছুই পড়া যায় না
২১ শে জুলাই, ২০১০ রাত ৩:১৯
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: রেজিস্টার করে ফেলেন। অমি পিয়াল, আইজুদ্দিনের লেখা পড়ার জন্যই রেজিস্টার করা উচিত।
৬০| ২১ শে জুলাই, ২০১০ রাত ৩:০৮
চাঁপাবাজ বলেছেন: এই পোষ্টের শেষ কোতায়??......
২১ শে জুলাই, ২০১০ রাত ৩:২১
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: চাঁপাবাজির শেষ কোতায়??.......
৬১| ২১ শে জুলাই, ২০১০ রাত ৩:৩৩
নাহোল বলেছেন:
২১ শে জুলাই, ২০১০ রাত ৩:৩৫
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: ভেটকির কি হইল? আপনের দুস্ত কই? দুইদিন ধরে দেখতেসি না। এইবার পুরাই ব্যান হইসে নাকি? নাকি ওই নিকের আশা ছাড়সে শেষ পর্যন্ত? ওইটা আর সেফ হওয়ার চান্স নাই।
৬২| ২১ শে জুলাই, ২০১০ রাত ৩:৩৮
নাহোল বলেছেন: এখন জেনারেল.।।।
দুস্ত আছে.।।আশেপাশেই.।।
৬৩| ২১ শে জুলাই, ২০১০ রাত ৩:৪৭
উদাসী স্বপ্ন বলেছেন: বস, অভি অখন কই আছে? একবার শুনছিলাম সিঙ্গাপুর। যাই হোউক, অভির নাগাল পাই নাই, আমি পাইছিলাম সুইডেন আসলাম খোরশেদ শাহাদাত সিদ্ধার্থ, মুরগী মিলন জাকির এইসব হাবিজাবির।
তয় আমার কাছে ঐ সময়টারে হেভী একখান টাইম মনে হইতো, পুলাপান সব ডেয়ারিং রাজনীতি করতো। আমার রাজনীতি মাথায় ঢুকছে সেইদিন যেই দিন আমাগো এলাকার টনি আর ভাইয়ের লাশ পড়লো গুলি খাইয়া আর সেই লাশ দেখতে গেলাম ওগো বাসায়। পুরাই হিরো! প্রিয়তে!
২১ শে জুলাই, ২০১০ দুপুর ১:২৮
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: গরীবের বাড়িতে হাতির পাড়া, দেখা যায়।
এইখানে অনেক প্রশ্নের উত্তর পাবেন। সব কুতুবরা এই বিষয়কে ওইখানে ভাইজা ফেলসে।
আমার বয়স যখন পাচ বছর, তখন আমাদের পাড়ার বড় গুন্ডাটারে মেরে ফেলল আরেক গ্যাং। আমার ভাই-বোন, চাচা সবাই দৌড়ায় হৈ হৈ করতে করতে ছাদে গেল দেখতে (আমাদের ছাঁদ থেকে তাদের বাসার উঠান দেখা যাইত)। সবার সাথে আমিও গেলাম।
সেই গুন্ডার বাবা পাড়ার একজন নিপাট ভদ্রলোক। প্রতি বছরই উনি একবার মিলাদ পড়ান, কিন্তু মিলাদ দাওয়াত দেয়ার সময় কখনো বলেন না যে কেন পড়াচ্ছেন। হয় লজ্জা পান, নাহয় ভয় পান যে তার ছেলের কথা বললে কেউ আসবে না। এমনকি মিলাদ উনি ছেলের মৃত্যুবার্ষিকিতে বা কোন নির্দিষ্ট কোন দিনেও পড়ান না। একটা র্যানডম দিন সিলেক্ট করেন। কেউ কেউ যায়, কেউ কেউ যায় না।
৬৪| ২১ শে জুলাই, ২০১০ ভোর ৪:০৬
বৈকুন্ঠ বলেছেন: অনেক্কিছু মনে পৈরা গেলো। ৮০ তে যার জন্ম সে এতকিছু মনে রাখলো ক্যামনে? ৯০ এর ২৮ এ নভেম্বর আসিল আমার ২১ তম জন্মদিন। এর কিছুদিন বাদে দেশ ত্যাগ করি। নীরু-বাবলু, অভি, আমানুল্লা আমানরা তখন প্রতিদিনের পত্রিকার হেডিং হৈত। তারপরেও তেমন কিছু মনে নাই। আপনের মতন আমিও মাঝে মইধ্যে ভাবি কি হৈল একসময়কার এমুনসব বিখ্যাত/কুখ্যাত লোকগুলার? কৈ আছে, কি করে, কি আশয়, কি বিষয় জানতে পারলে ভালৈ হৈত
২১ শে জুলাই, ২০১০ দুপুর ১:১৯
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: এইখানে আপনার অনেক প্রশ্নের উত্তর পাবেন। সব কুতুবরা এই বিষয়কে ওইখানে ভাইজা ফেলসে।
আমার স্মরনশক্তি মাঝারি মানের। কিন্তু আনলাইক মোস্ট আদার কিডস, আমি ৬ বছর বয়স থেকেই নিয়মিত পত্রিকাপুরাটা পড়তাম। আর ছোটবেলা তো স্মরনশক্তি সবারই খুব ভাল থাকে। এইজন্য মনে আছে, আর কি।
৬৫| ২১ শে জুলাই, ২০১০ দুপুর ১:১০
রেজোওয়ানা বলেছেন: হেই কালো যাদুকর, দিনের মধ্যে ক'বার প্রোপিক বদলান?
আর জুলাইওতো শেষ হতে চললো, নতুন কিছু লেখেন এবার...........
২১ শে জুলাই, ২০১০ দুপুর ১:১৫
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: এই প্রোপিকটা আপনিই দিলেন! নাকি অন্য কারো কাছ থেকে পাইলাম? কনফিউজড হইলাম।
লিখার তো উপায় নাই।
"উপর্যুপরি নিয়ম ভঙ্গ করায় আপনার উপর নজর রাখা হচ্ছে এবং এর ফলশ্রুতিতে আপনার লেখা সরাসরি প্রথম পাতায় প্রকাশ হবে না। আপনার লেখা কেবল মাত্র আপনার নিজস্ব পাতায় প্রকাশিত হবে। তবে মডারেটর উপস্থিত থাকলে তার বিবেচনা সাপেক্ষে আপনার লেখা প্রথম পাতায় প্রকাশ করা হতে পারে। দয়া করে ব্লগ সাইটের নিয়ম শৃঙ্খলা মেনে চলুন।"
৬৬| ২১ শে জুলাই, ২০১০ দুপুর ১:২০
রেজোওয়ানা বলেছেন: গতকাল দেখলাম বিলাই, আজ সকালে দেখলাম হলদে লাল বক্সট,এরপরে আরেক জনের একটা পোষ্টের স্ক্রীন শটে দেখলাম যাদুকরের ছবিটা, এখন আবার বিলাই............আপনি কি গিরগিটি হয়ে গেলেন নাকি?
২১ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩১
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: নাহ, এখন যদি বিলাই দেখেন, তাহলে হয় আপনার ব্লাউজারের ক্যাশে থেকে বিলাইয়ের ছবিটা নিচ্ছে বা সামুর কোন বাগ। আমি এইখানে যাদুকর দেখতেসি, আর আমি যাদুকরের পরে বিলাইয়ে ফেরত যাইও নাই। আর গতকালও বিলাই দেখার কথা না, বিলাই থেকে রবিক কিউবে গেসিলাম সপ্তাহ-দশ দিন আগে।
আমার ধারনা আপনার অফিসের কম্পিউটারের ক্যাশেতে বিলাইটা সেভ করা।
৬৭| ২১ শে জুলাই, ২০১০ দুপুর ২:০২
রেজোওয়ানা বলেছেন: হুম এখন তো যাদুকরই দেখছি, মন্তব্যের সময় বিলাই ছিল!!!
আপনি তো দেখছি অনেক পাজী
২১ শে জুলাই, ২০১০ দুপুর ২:০৯
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: কাহিনী আপনার ক্যাশেতে, আমার কি দুষ?
আর আমি মোটেই গিরগিটি না। আমার কালার একটাই। ব্লগে অনেকেই আছে দেখবেন অন্য নিকে আসলে মুল নিকের নাম বলতে চায় না। আমার সব নিকের কথা আমি প্রকাশ্য দিবালোকে স্বীকার করি। এক কালারে থাকাই আমার পছন্দ।
হ্যাঁ, প্রথম নিকে একটু দুষ্টু ছিলাম। এখন ভাল হয়ে গেছি। কিন্তু আদর্শ একই আছে।
৬৮| ২১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:০৩
সাকীব বলেছেন: দুঃখ প্রকাশ করছি প্রথমেই অপ্রসঙ্গিক পোস্টের জন্য। প্রাইভেট ম্যাসেজের অপশন থাকলে সেভাবেই যোগাযোগ করতাম।
আপনার ফিলিস্তিন সংক্রান্ত পোস্ট/মন্তব্য পড়লাম। আপনি একজন বিশিষ্ট গর্ধব। আপনাকে জায়োনিস্ট গাধাদের সাথে এক আস্তাবলে রাখা উচিৎ। সেখানে সারাদিন খড় খাবেন, নেতানিয়াহুর পদলেহন করবেন, ফক্স নিউজ দেখবেন এবং যখনি ইসরায়েলের উপর হামাসের সন্ত্রাসীদের 'হাজার হাজার রকেট হামলার' কেচ্ছা দেখাবে তখন হাততালি দিবেন এবং টেরোরিস্ট টেরোরিস্ট ম্যাৎকরে সমর্থন দিবেন।
গত কয়েক দশকের কথা বাদ থাক, গত বছর ইসরায়েল যুদ্ধবিরতী ভংগ করে গাজ্জায় প্রবেশ করলো, সম্পূর্ণ প্রতিরক্ষাহীন একটা জনগোষ্ঠী, যাদের একটা ট্যাংক নাই, একটা বিমান বিধ্বংসী কামান নাই, তাদের উপর পৃথিবীর চতুর্থ মিলিটারি শক্তি বিশ্বের সর্বাধুনিক ট্যাঙ্ক নিয়ে হামলা করলো, এফ-১৬ এবং এ্যাপাচি হেলিকপ্টার দিয়ে বম্বিং করে পুরো জনপদ ধুলায় মিশিয়ে দিল, আর প্যালেস্টাইন সমস্যা ওভাররেইটেড? ২২ দিনে মানুষ মরলো ১৪০০, শিশু প্রান হারালো ৪০০, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিভিলিয়ানদের ওপর সাদা ফসফরাস নিক্ষেপ করলো, সাদা ফসফরাসে তাপমাত্রা ৮০০ ডিগ্রি সেন্টিগেডে পৌছোয়, তাতে মানুষ জীবন্ত পুরে ছাই হলো। ইসরায়েলের কতজন মারা গেল? কম না, মোট ১৩। এর মধ্যে বিশাল সংখ্যক সিভিলিয়ান - ৩ জন। ১০ জন ইসরায়েলি সৈন্যের মধ্যে ৬ জন মারা গিয়েছে নিজেদের মধ্যে 'ফ্রেন্ডলি ফায়ারে'। আর মানুষ এটা নিয়ে কথা বললে তা আপনার কাছে বাড়াবাড়ি মনে হয়। এটা তো কোন মানুষের মন্তব্য না, ইতরের মন্তব্য।
পৃথিবীর প্রত্যেকটি প্রধান মানবাধিকার সংস্থা এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠান একবাক্যে ইসরায়েলকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেছে আর আপনার উপর অহী নাজিল হইসেঃ এই সমস্যা 'ওভাররেইটেড'। জেনে কথা বলুন এবং গর্ধভ প্রমানিত হওয়া থেকে বিরত থাকুন।
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট - ১ , ২
এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট
ইউ.এন ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের রিপোর্ট (গোল্ডস্টোন রিপোর্ট)
২১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:১০
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: আপনে এই কমেন্টটা এইখানে দেন। ওইখানে কথা বলব।
অপ্রাসঙ্গিক কমেন্টের জন্য দুঃখ প্রকাশের কিছু নাই। আমার পোস্টে কোন কিছু প্রাসঙ্গিক-অপ্রাসঙ্গিক না। যেকেউ যা খুশি পোস্ট করতে পারে। কিন্তু আপনাকে যে লিঙ্ক দিলাম, সেখানে অলরেডি অনেক কথা বলে ফেলসি। আবার এইখানে বলতে ইচ্ছা করতেসে না।
হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। অনেক ধন্যবাদ।
৬৯| ২১ শে জুলাই, ২০১০ রাত ৮:৫০
আকাশটালাল বলেছেন: ভাই, আপনি কোথায় সুবর্নারে milf বলছিলেন? লিন্কটা এট্টু দেনতো। আমিও বলে আসি। কারণ আমি কিন্তু রাজসাক্ষী যে সুবর্ণা একজন ****
২২ শে জুলাই, ২০১০ দুপুর ১২:০৫
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: পোস্টটা এখন আর নাই। হয় মড সরাইসে আর নাহলে পোস্টার নিজেই। কিন্তু গুগল ক্যাশেতে গিয়ে দেখতে পারেন।
রাজসাক্ষী মানে? কিসের সাক্ষী ভাই? একটা রসময় ঘটনার গন্ধ পাচ্ছি। খুইলা বলেন মিয়া। **** দিয়া কি বুঝাইলেন?
৭০| ২১ শে জুলাই, ২০১০ রাত ৯:২৮
সাকীব বলেছেন: সরি। আমি এভাবে বলতে চাইনাই কথাগুলা। সারারাত জেগে ছিলাম আর অন্যান্য কারনে মন মেজাজ খারাপ ছিল। কিছু মনে নিবেননা। অসম্মানজনক উক্তিগুলো বাদে শুধু মূল বক্তব্যটা ধরবেন।
২২ শে জুলাই, ২০১০ দুপুর ১২:০৬
ব্ল্যাকম্যাজিশিয়ান বলেছেন: ইট'স ওকে। আপনারে না বলসিলাম যে মোসাজসের পোস্টে করা আমার কয়েকটা কমেন্ট পড়ে দেখতে। পড়সিলেন? পড়ে কি বুঝলেন?
৭১| ২২ শে জুলাই, ২০১০ দুপুর ২:৩৬
আকাশটালাল বলেছেন: এখানে না বস, আপনার লগে পড়ে চ্যাটে কমুনে। আছে একখান ইতিহাস।
৭২| ২২ শে জুলাই, ২০১০ রাত ১১:০২
জিসান শা ইকরাম বলেছেন: আমি ছিলাম নিরু বাবলুর ইয়ারমেট।বাবলু মারা যাবার সময় মহসিন হলেই ছিলাম।
আপনার লেখাটা সঠিক।
৭৩| ০৫ ই আগস্ট, ২০১০ রাত ৩:৩১
টানজিমা বলেছেন: ওই.......
৭৪| ০৬ ই আগস্ট, ২০১০ রাত ১:৩৪
রুদ্রপ্রতাপ বলেছেন: আয়েন আড্ডা দি।
৭৫| ১৩ ই আগস্ট, ২০১০ রাত ৩:০৬
পাপতাড়ুয়া বলেছেন: অভির হাতেই ত অস্ত্র তুলে দিয়েছিলো জিয়া?
আমাদের অস্ত্রভিত্তিক ছাত্ররাজনীতির শুরু বোধহয় এখান থেকেই।
৭৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৪
লড়াকু বলেছেন: পড়লাম।
৭৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
নাজির বলেছেন: অনেক দিন পড়ে পড়লাম। আপনি কই থাকেন আজকাল। ব্লগে একেবারেই দেখা যায়না।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১০ সকাল ৯:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার নিজের বয়সটা জানিয়ে ভালো করেছেন