নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

student

জয় মন্ডল

student

জয় মন্ডল › বিস্তারিত পোস্টঃ

গল্প -একটি ধানের দুটি তুস

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

রনি আর রানা খুব গলাগলি বন্ধু। তারা সব সময় একই সাথে থেকে, খেলে,খায় শুধু শোয়ার যায়গাটি আলাদা, দুজন দুজনের বাড়ি শোয়।গ্রামের লোক তো তাদের বন্ধুত্বর ব্যাপক তারিফ করে। এমনকি অন্য ছেলেমেয়েরা রিতিমত তাদের বাড়িতে ঝগড়ার সম্মুখ হন।বিষয় একটাই "ওদের মত ভাল বন্ধুর সাথে মিসতে পারিস না"।একদিন একটি ছেলে মনে মনে ভাবল রানা আর রনির বন্ধুত্ব ভাঙতে হবে,।রানা আর রনি একদিন দোকানে বসে আছে।একটি ছেলে দুর থেকে রনিকে ডাকল আর তার কানে কানে বলল"একটি ধানের দুটি তুস"। রানা মনে মনে ভাবল রনিকে ছেলেটি যাযা বলেছে তা এসে তাকে বলবে।কিন্তু রনি রানাকে কিছুই বলল না।রানা মনে মনে কষ্ট পেল আর রনিকে জিজ্ঞেস করল ছেলেটি কি বলেছে?কিন্তু রনি বলল কি আর বলবে, বলেছে "একটি ধানের দুটি তুস"। রানা ভাবল রনি তার কাছে কিছু গোপন করছে।তারা এক কথায় দুই কথায় বেধে গেল।চরম কথা কাটাকাটি হল এবং দুই বন্ধু আলাদা হয়ে গেল।আজ ৪ বছর হয়ে গেছে একে অপরকে এড়িয়ে চলে, এমনকি কথাও বলে না।আমি অনেক প্রিয়জনের সাথে প্রিয়জনের গন্ডগল দেখেছি,তাদের মধ্যে সবচেয়ে বেশি কথা বলা হয় কখন যানেন?গন্ডগলের দিন।ওদের ক্ষেত্রেও তাই হয়েছিল।

আমি শুধু বলতে চাইছি যদি আপনাদের কোন অঅন্তরঙ্গ দুই বন্ধুর মধ্যে কোনদিন এমন হয় তাহলে আপনারা কি করতেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.