নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।

তাসনুভা সাখাওয়াত বীথি

"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"

তাসনুভা সাখাওয়াত বীথি › বিস্তারিত পোস্টঃ

হয়ে উঠুন স্মার্ট , হ্যান্ডসাম, কিউট , সুইট এন্ড ড্যাশিং । (বৈশাখী পোস্ট ) :) :)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

আমাদের মধ্যে অনেকেই আছে নিজেকে নিয়ে সবসময় হতাশায় ভোগেন।দেখতে কিউট, স্মার্ট ,হ্যান্ডসাম না হওয়ার কারনে নিজেকে মনে মনে অনেকেই ছোট মনে করেন । উচ্চতা কম হওয়ার কারনে নিজেকে অনেক অসহায় ভাবেন । তাদের জন্য এবং অন্য সবাই যারা স্মার্ট / হ্যান্ডসাম/ ডেসিং হতে চান তাদের জন্য এই পোস্ট ।



স্মার্ট , হ্যান্ডসাম, কিউট , সুইট এন্ড ডেসিং হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন গ্রুমিং।



প্রথমেই এমন একটা হেয়ার স্টাইল নিতে হবে যেটাতে আপনাকে মানায় । প্রয়োজনে চুল কাটুন । চুল কাটলেই বেশি ভাল হয় । কারন চুল কাটানোর পর লুক চ্যাঞ্জ হয়।অবশ্যই আপনার চুল ক্লিন এবং সাইনি হতে হবে । চুল সাইনি এবং ক্লিন করার জন্য একটা পেয়াজের অর্ধেক এবং একটা লেবু লাগবে । প্রথমেই পেঁয়াজের অর্ধেক এমন ভাবে মাথায় ঘষতে হবে যেন পেয়াজের রস চুলের গোড়ায় পৌছায় । এরপর একই ভাবে লেবুর রস চুলের গোড়ায় লাগান । আধা ঘন্ঠা এভাবে রাখুন । তারপর ভালমত শেম্পু করুন ।সানসিল্ক ব্ল্যাক সাইন ইউজ করতে পারেন । সিউর হোন যে চুল থেকে পেয়াজ়ের গন্ধ ছড়াচ্ছেনা । তারপর চুল মুছে আয়নায় ম্যাজিক দেখুন । চুল সেটাপের জন্য জেল,ক্রিম লাগাতে পারেন।অবশ্যই আপনার হাতের এবং পায়ের নখ ক্লিন এবং কাটা থাকতে হবে । মেয়েরা এক্সট্রা নেইলও লাগাতে পারেন । নেইলপলিশ দিয়ে আজকাল অনেক ডিজাইন ঘরেই করা যায়।



আপনার প্রিয় ব্রান্ডের পাঞ্জাবি/টিশার্ট/প্যান্ট / শাড়ি কিনুন । ফ্যাশান ম্যাগাজিন গুলোতে চেক করলেই আপনার পছন্দের পাঞ্জাবি/টিশার্ট/শাড়ি/জুয়েলারী/প্যান্ট ইত্যাদি পেয়ে যাবেন । অথবা নিকটস্থ শোরুমে চেক করুন ।



দাঁত পরিষ্কার রাখতেই হবে । মাউথ ওয়াস করতেই হবে । সিউর হোন যে আপনি কথা বলার সময় মুখ থেকে গন্ধ বের হচ্ছেনা । যাদের খুব বেশি সমস্যা তারা সবসময় সাথে সেন্টার ফ্রেশ / সেন্টার ফ্রুট / মেন্টোস ইত্যাদি রাখুন ।



অবশ্যই আপনার কাপড় যা আপনি পরিধান করবেন সেটা ওয়েল আইরন্ড হতে হবে ।



আপনার ক্লাস এন্ড লেভেল মেইন্টেইন করার জন্য জুতা খুব দরকারী জিনিস।যত দামি জুতা কিনা সম্ভব কিনুন ।



আপনার পছন্দের বডি স্প্রে / লোসন / পারফিউম ইউজ করুন ।



আপনার পছন্দের ব্র্যান্ডের হাত ঘড়ি / সান গ্লাস পরুন ।



অবশ্যই সবসময় হাসি মুখে থাখুন । ঝুকে ঝুকে বা হেলে দৌলে হাটা যাবেনা । স্ট্রেইট হাটুন । এটা খুবই জরুরী। হেসে হেসে কথা বলুন । আস্তে আস্তে শান্ত ভাবে থেমে থেমে কথা বলুন । কথা বলতে হবে কনফিডেন্টলি।



উপরে যেভাবে বর্ননা করেছি সেভাবে যদি আপনি অনুকরন করেন তবে আপনার ফেস (মুখ) যদি দেখতে কিউট , সুইট নাও হয় , আপনি যদি লম্বা বা হেলদি নাও হোন তারপরেও আপনার কনফিডেন্স লেভেল এত হাই হবে যে সেটার প্রভাব আপনার চেহারার উপর পড়বে । যা আপনাকে সবার নজর কাড়তে সাহায্য করবে । উক্ত পদ্ধতি অবলম্বন করে আপনি অনেক লম্বা বা বডি বিল্ডারের চেয়েও নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে পারেন পৃথিবীর যে কোন জায়গায়।



সবাইকে বৈশাখী শুভেচ্ছা । শুভ নববর্ষ । :):)

মন্তব্য ৯৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮

টানিম বলেছেন: zak kal amk aktu valo lagbe !!! posr sticky kora houk ... ;) ;) ;) ;) ;)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: গুড লাক ;)

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

বাঘ মামা বলেছেন: বিথি আপনিতো দেখি দেশ দুনিয়ার কোন খবর রাখেনন্না,আপনার পরামর্শ মোতাবেক যেই ষ্টাইল গুলোর কথা বলেছেন সেগুলোকি এখনকার ছেলে মেয়েরা মেনে নেবে?

চুল যার যত আউলা ঝাউলা ,
প্যন্ট হবে যার যত বেশি ছেড়া,
সেটা কোমরে আছে নাকি নিম্নগামী,
গায়ের জামার এক হাতা আছে কি নেই,
কলারটা উঠে দাড়ালো কি শুয়ে,
শার্টা কি তার নিজের না ছোট ভাইয়ের,
চোখে গ্লাসটায় যদি না থাকে সাত রং
জুতো পায়ে থাকলো নাকি হাটতে খুলে গেলো
দাড়ি দিয়ে যদি নাহয় জাপানের মানচিত্র
কানে যদি না ঝুলে ঝুমকা

এসব ছাড়া কি হ্যান্ডসাম হওয়া যায়?

আমি তো মাঝে মাঝে নিজের বয়স গুনি,আমি একেলে নাকি সেকেলেরও সেকেলে। :)


আসছে নববর্ষের শুভেচ্ছা

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বাঘ মামা অনেক ভালো লাগল আপনাকে আমার পোস্টে মন্তব্য করতে দেখে। আশা করি এখন থেকে নিয়মিত ব্লগে আপনাকে দেখব।আর আপনার মন্তব্যটি পরে হাসতেই আছি। =p~ =p~ ।আপনাকেও আসছে নববর্ষের শুভেচ্ছা। :)

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

অন্য পুরুষ বলেছেন: সুন্দর সমাধান।
















=p~ =p~ =p~

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ :)

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খাইছে রে! সবই দেখি দামী দামী জিনিস পত্রের সমাহার!
আমার যে কি হবে! আমার তো কিছুই নাই। ;) :)

পোষ্ট পড়নপূর্বক নির্মল আনন্দ পাইলাম। আশা করি মানুষ উপকৃত হইবে।
পোষ্ট পড়িয়াই কনফিডেন্ট পাইলাম। তাই সাথে সাথে ৩য় লাইক। =p~ =p~

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয়।দামী জিনিসের দরকার নাই।কনফিডেন্টলি নিজেকে প্রেসেন্ট করাটাই হচ্ছে আসল।ধন্যবাদ লাইক দেয়ার জন্য :)

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৫

রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর পোস্ট আপু.....

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ রহস্যময়ী কন্যা :)

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: উপকারী পোষ্ট, যদিও আমি এমনিতেই স্মার্ট হ্যান্ডসাম :P


@বাঘ মামা, সহমত :D


শুভ নববর্ষ.।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হেহে,নিজের প্রংশসা নিজে, না? :P ধন্যবাদ মন্তব্যের জন্য।আপনাকেও শুভ নববর্ষ :)

৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩১

লিন্‌কিন পার্ক বলেছেন:
বাহ দারুন পোস্ট ত !! :#> ;)


শুভ নববর্ষ !:#P !:#P !:#P !:#P

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ।আপনাকেও শুভ নববর্ষ !:#P !:#P

৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:



বৈশাখী শুভেচ্ছা । শুভ নববর্ষ ।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শুভ নববর্ষ :)

৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫১

তন্ময় চক্রবর্তী বলেছেন: বাব্-বা !! এত কসরত !! কিন্তু কেন ?!? থ্যাংকস টু গড, আমার কখনোই স্মার্ট হতে ইচ্ছে করে নাই, এলোমেলো অগোছালোতেই বেশ আছি। নো ইন্টেনশন, নো এক্সেপেক্টেশন। গুডলাক ফর দোজ হু ওয়ান্ট ...

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম,যার যেটা পছন্দ।ধন্যবাদ মন্তব্যের জন্য :)

১০| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০২

তুতুষার বলেছেন: আফসুস জীবনেও ইসমার্ট হইতে পারলাম না। ক্ষ্যাত এর ক্ষ্যাত ই রয়ে গেলাম। B-))

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এবার একটু ট্রাই করে দেখেন না? B-))

১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩

রবিন মিলফোর্ড বলেছেন:
ভালু পোস্ট । :-B



শুভ নববর্ষ । :)

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কেমন আছেন রবিন মিলফোর্ড ?? অনেক দিন পর আমার আমার পোস্টে দেখে ভাল লাগল ।

আপনাকেউ শুভ নববর্ষ । ভাল থাকুন সবসময় । :)

১২| ১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৫

সায়েদা সোহেলী বলেছেন: B:-) ব্যপক গবেষণা :)
আমার কেন জানি মনে হয় একটা সিম্পল জিন্স আর হাতা গোটান খাদি আদি বা যে কোন দেশীয় পাঞ্জাবি তে একটা ছেলেকে যতখানি স্মার্ট দেখায় তা অন্য কোন গেট আপ এ মনে হয় না লাগে! !!

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম ঠিক বলেছেন।

আমাদের মধ্যে অনেকেই আছে নিজেকে নিয়ে সবসময় হতাশায় ভুগেন । দেখতে কিউট, স্মার্ট ,হ্যান্ডসাম না হওয়ার কারনে নিজেকে মনে মনে অনেকেই ছোট মনে করেন । উচ্চতা কম হওয়ার কারনে নিজেকে অনেক অসহায় ভাবেন । তাদের জন্য এবং অন্য সবাই যারা স্মার্ট / হ্যান্ডসাম/ ডেসিং হতে চান তাদের জন্য এই পোস্ট ।।

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, অতীব দরকারী পোস্ট।
নববর্ষের অভিনন্দন বিথি :) ||

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কেমনে দরকারী ?? এটা একটা আজাইরা পোস্ট ।

আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২১

না পারভীন বলেছেন: পোস্ট আর মন্তব্য দুটোতেই মজা পেয়েছি । শুভ নববর্ষ বিথি ।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনি মজা পেয়েছেন জেনে ভাল লাগল । না পারভীন আপনাকেউ শুভ নববর্ষ ।

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪০

এম এম কামাল ৭৭ বলেছেন: Apnar kotha thik, atto bissas manus ke smart kore. sundor getup manus k atto bissas baray.

Apni Seleder jonno kosto kore post diyesen, apnake onek onek ovinondon.

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম আত্নবিশ্বাস এবং সুন্দর গেটআপ মানুষের চেহারার উপর একটা প্রতিফলন সৃষ্টি করে । আর পোস্টে যা লেখা আছে তা ছেলে মেয়ে সবাই অনুকরন করতে পারবেন । আপনাকে ধন্যবাদ ।

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪

আমিনুর রহমান বলেছেন:

শুভ নববর্ষ ।
আন্নের কি স্মার্ট রোগীই লাগবো :P

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: লুল মন্তব্য ।:) এই পোস্টের সাথে রুগীর কি সম্পর্ক ??

১৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শুভ নববর্ষ :)

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

নীল-দর্পণ বলেছেন: bapree baap...siraam formal obostha :O

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে হে :P

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভ নববর্ষ, ডাক্তার।
বৈশাখি আনন্দ সারা বছর থাকুক।।

পোস্ট পড়ে আবার বলবো।। :)

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনাকেও শুভ নববর্ষ।মন্তব্যের জন্য ধন্যবাদ :)

২০| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

অলস ঘোড়া বলেছেন: আমার মত বিশাল মোটা ভুরি সহ মানুষের জন্যও কি ইহা প্রযোজ্য আপু ??? জানতে মুঞ্চায় । :P :P :P :P

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম আপনার জন্যেও প্রযোজ্য।এটার সাথে আপনাকে ভুরি কমানর প্রচেষ্টায়ও নামতে হবে। :P

২১| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬

একজন আরমান বলেছেন:
আমি তো এমনিতেই অনেক স্মার্ট, সুইট এন্ড ড্যাসিং।
এর সাথে সেদিন ব্লগের এক বড় ভাই আমাকে বলল আমি নাকি চকলেট বয় ওরফে চকলেট ব্লগার।
আমার কি তবে উপরোক্ত টিপস জানার দরকার আছে? B:-/ B:-/ B:-/ :P :P :P ;) ;) ;)

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আরে আপনিতো তাইলে বস মানুষ।আপনার লাগত না।আপনি পারলে কিছু টিপস দেন :P :P :P

২২| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

বাবুই পািখ বলেছেন: উপকারী পোষ্ট।
নববর্ষের শুভেচ্ছা রইল।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শুভ নববর্ষ। :)

২৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

িনহাজ রিমন বলেছেন: হুম বুঝলাম। শুভ নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শুভ নববর্ষ :)

২৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

আশিক মাসুম বলেছেন: বাঘ মামা বলেছেন: বিথি আপনিতো দেখি দেশ দুনিয়ার কোন খবর রাখেনন্না,আপনার পরামর্শ মোতাবেক যেই ষ্টাইল গুলোর কথা বলেছেন সেগুলোকি এখনকার ছেলে মেয়েরা মেনে নেবে?

চুল যার যত আউলা ঝাউলা ,
প্যন্ট হবে যার যত বেশি ছেড়া,
সেটা কোমরে আছে নাকি নিম্নগামী,
গায়ের জামার এক হাতা আছে কি নেই,
কলারটা উঠে দাড়ালো কি শুয়ে,
শার্টা কি তার নিজের না ছোট ভাইয়ের,
চোখে গ্লাসটায় যদি না থাকে সাত রং
জুতো পায়ে থাকলো নাকি হাটতে খুলে গেলো
দাড়ি দিয়ে যদি নাহয় জাপানের মানচিত্র
কানে যদি না ঝুলে ঝুমকা

এসব ছাড়া কি হ্যান্ডসাম হওয়া যায়?

আমি তো মাঝে মাঝে নিজের বয়স গুনি,আমি একেলে নাকি সেকেলেরও সেকেলে। :)


আসছে নববর্ষের শুভেচ্ছা



বাঘ মামার সাথে সহমত :)

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনাকে শুভ নববর্ষ :)

২৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

রাতুল_শাহ বলেছেন: আপনাকেও বৈশাখী শুভেচ্ছা

শুভ নববর্ষ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শুভ নববর্ষ :)

২৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭

শিপু ভাই বলেছেন: শুভ নববর্ষ ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শুভ নববর্ষ :)

২৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

রাফা বলেছেন: শুভ নববর্ষ।

পোষাক-পরিচ্ছদই কি হ্যান্ডসাম হওয়ার জন্য অপরহার্য!

নাকি আত্মবিশ্বাসের সাথে সব কিছু মোকাবেলা করাটাই ?

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: উপরে যেভাবে বর্ননা করেছি সেভাবে যদি আপনি অনুকরন করেন তবে আপনার ফেস (মুখ) যদি দেখতে কিউট , সুইট নাও হয় , আপনি যদি লম্বা বা হেলদি নাও হোন তারপরেও আপনার কনফিডেন্স লেভেল এত হাই হবে যে সেটার প্রভাব আপনার চেহারার উপর পড়বে । যা আপনাকে সবার নজর কাড়তে সাহায্য করবে । উক্ত পদ্ধতি অবলম্বন করে আপনি অনেক লম্বা বা বডি বিল্ডারের চেয়েও নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করতে পারেন পৃথিবীর যে কোন জায়গায় ।

অবশ্যই আত্মবিশ্বাসের সাথে সব কিছু মোকাবেলা করাটাই স্মার্টনেস ।

২৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯

একজন আরমান বলেছেন:
আচ্ছা।
পোলাপাইন পাইলে পাঠাই দিয়েন শিখাই দিমু নে।

আর হ্যাঁ অবশ্যই খ্যাত মার্কা পোলাপাইন আর ডিজুস মার্কা পোলাপাইন পাঠাবেন না। কারণ এই দুই প্রজাতিরে হ্যান্ডসাম বানানো সম্ভব না। এক প্রজাতি বেশি বোঝে আরেক প্রজাতি বোঝেই না। /:) /:) /:)

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ওকে পাঠায় দিব ।

২৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৮

লিংকন১১৫ বলেছেন: :(( আমি হইপার চাইনা

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ওকে ।

৩০| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২

শাহিন বলেছেন: পোস্ট আর মন্তব্য দুটোতেই মজা mone hoi kaje lagbe । শুভ নববর্ষ বিথি ।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শুভ নববর্ষ ।ধন্যবাদ ।

৩১| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

শাহিন বলেছেন: "Bithi" ei namer shokol narir jonno shuveche. Bithi namer meye ra khub vhalo hoi. Apnio nishchoi khub vhalo. Ovhinondon. Apnar blog er shob lekhai amar vhalo legeche. kothao kono montobbo korini. Ami Bangla likhte pari kintu keno jani ekhon Bangla likha hochche na. Kosto kore Banglish porar jonno dhonnobad.

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

৩২| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

ঘুমন্ত আমি বলেছেন: আধা ঘন্টা চুলে পেয়াজ লাগাইয়া বইসা থাকতে হবে ! থাক আন্নেরাই স্মার্ট হইনজে আমরার ইসমার্ট হওয়া লাগতো না ।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: একটু কষ্ট তো করনই লাগবো ।

৩৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: চুল তো থাকতেই চায় না । উত্তপ্ত রাজনীতির মাঠের মত মাথা আমার । সব চুল পরে যাচ্ছে ।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পোস্টে উল্লেখিত পদ্ধতি অনুসরন করুন ।

৩৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আমি ডুশিং চরি ড্যশিং হৈবার চাই.... :| :P

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ওকে হয়ে যান । গুড লাক ।:)

৩৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৩

স্বপনবাজ বলেছেন: শুভ নববর্ষ ।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: শুভ নববর্ষ।

৩৬| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬

সাহাদাত উদরাজী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি।

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ।

৩৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

নক্ষত্রের নীল বলেছেন: :-B লেখক এর একখানা স্মার্ট কিউট ফুটু দেখে ধন্য হতে মুঞ্চাই B-)

১৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ফটু প্রোফাইলে দেওয়া আছে দেখেন না ?? :#>

৩৮| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে...........

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :)

৩৯| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হাসার কি আছে ? B-)

৪০| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১৪

ইখতামিন বলেছেন: পোস্টে ভালো লাগা :)
মেয়েদের পোস্টে কত্তো ছবি দিছে. অথচ ছেলেদের পোস্টে একটা ছেলের ছবিও দিল না
এইখানে কিন্তু পুরুষ বৈষম্য হচ্ছে :P :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ছেলেদের নিয়ে ৩য় পর্ব লিখতেছি । সেখানে ছবি দিব বলে আশা করছি :) ধন্য বাদ ইখতামনি :)

৪১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪১

মাক্স বলেছেন: ইখতামিন বলেছেন: পোস্টে ভালো লাগা :)
মেয়েদের পোস্টে কত্তো ছবি দিছে. অথচ ছেলেদের পোস্টে একটা ছেলের ছবিও দিল না
এইখানে কিন্তু পুরুষ বৈষম্য হচ্ছে

B-) B-) B-)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ প্রিয় মাক্স :)

আমার ব্লগে আপনাকে সুস্বাগতম ।

ছেলেদের নিয়ে ৩য় পর্ব লিখতেছি । সেখানে ছবি দিব বলে আশা করছি :)

৪২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! এইডা ঠিক আছে ! আমাগো জন্য ! তবে ছবি না থাকায় মাইন্ড করলাম ! এত্ত কিছু খেয়াল করিনা , তাও লোকজন খারাপ বলেনা ! ;) ;) :| :| !:#P

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ব্রো ।

ছেলেদের নিয়ে ৩য় পর্ব লিখতেছি । সেখানে ছবি দিব বলে আশা করছি :)

লোকজন কি বলছে ঐ চিন্তা একেবারে বাদ দিতে হবে । নিজের কনফিডেন্স লেভেলকে হাই করতে হবে।


রাইজ ইউর ইনার বেস্ট দেন ইউ কেন উয়িন দ্যা সাকসেস :)

৪৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৭

প্রিন্স হেক্টর বলেছেন: আইয়াম অলরেডি ইচমাট /:) :-0


B-)) B-))

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ইয়েস অল টাইম :)

৪৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৮

দুঃস্বপ্০০৭ বলেছেন: মাক্স বলেছেন: ইখতামিন বলেছেন: পোস্টে ভালো লাগা
মেয়েদের পোস্টে কত্তো ছবি দিছে. অথচ ছেলেদের পোস্টে একটা ছেলের ছবিও দিল না
এইখানে কিন্তু পুরুষ বৈষম্য হচ্ছে ;) B-) :D :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ছেলেদের নিয়ে ৩য় পর্ব লিখতেছি । সেখানে ছবি দিব বলে আশা করছি :)

৪৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

দি সুফি বলেছেন: ফেয়ার & লাভলি না মাখলে কি হ্যান্ডসাম হউয়া যায় নাকি! :> :>

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: না হওয়া যায়না ।

৪৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: এতো কিছু!!! সুন্দর হওয়া দেখি খুব কষ্টের ব্যাপার !!! :( :(

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর হওয়া ঠিক নয় । স্মার্ট হওয়া তা একটু কষ্টের । ধন্যবাদ ।

৪৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

আমি সাজিদ বলেছেন: স্মার্ট হয়ে গেলাম বিথি আপু B-) B-)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভাল

৪৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ইখতামিন বলেছেন: :)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: :)

৪৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০

আমি তুমি আমরা বলেছেন: সমস্যা হল স্মার্টনেস একেকেকজনের চোখে একেকেকরকম।

৫০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৮

নীলতিমি বলেছেন: :P :P :P :D :D :) :) :) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.