নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।

তাসনুভা সাখাওয়াত বীথি

"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"

তাসনুভা সাখাওয়াত বীথি › বিস্তারিত পোস্টঃ

আমার আমিকে সামান্য বিশ্লেষন । (সাময়িক পোস্ট)

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

সম্প্রতি কয়েকজন ব্লগার এর সাথে আমার ভুল বুঝাবুঝির জের ধরে আমার সম্পর্কে প্রিয় ব্লগারদের একটা ধারনা দেওয়া প্রয়োজন বলে মনে করছি । তাই এই সাময়িক পোস্টের অবতারন ।



আমার পরিচয় যদি আমাকে তুলে ধরতে বলা হয় তবে হয় তবে আমি বলব সর্বপ্রথম আমি একজন মুসলিম তার পর আমি একজন বাংলাদেশী ।



এই ব্লগটাকে আমি আমার পরিবার মনে করি । সেই সুত্রে সব ব্লগার আমার পরিবারের সদস্য।



আমি আওয়ামিলীগ বি এন পি বুঝিনা । মশিউর মামা যেমন আমার খুব প্রিয় তেমনি বেইমান আমিও আমার প্রিয় । জাতির নানাকে যেমন দেখি ঠিক সে রকম আমি চ্যায়ারম্যানও ।



রেজোওয়ানা আপু আমার কাছে যতটা শ্রদ্ধার ঠিক ততটা সুরঞ্জনা আপুও ।



শায়মাপু যতটা প্রিয় ততটা মাহমুদা সোনিয়াপু ।



ছুটিপু যেমন ঠিক সাবরিনা সিরাজি তিতির আপুও।



স্বাধীনতা বিরোধী শক্তি আর ইসলাম বিদ্ধেষ ছাড়া আন্য সবাই আমার কাছে আমার পরিবারের সদস্যের মতো।



অমি পিয়াল ভাইয়া যদি আমার হস্পিটালে কখনো আসেন তবে উনাকে আমি যতটা সম্মান করব ঠিক ততটা দাসত্ব ভাইয়াকে ও করব ।



আমি সাদা কে সাদা আর কালোকে কালোই বলব । বি এন পি এর কাছে ভাল হওয়ার জন্য তারেক জিয়ার দূর্নীতিকে যেমন মেনে নিতে পারবোনা ঠিক তেমনি আওয়ামিলীগ এর কাছে ভাল হওয়ার জন্য বাংলাদেশ বিধংষী টিপাই মুখ বাঁধও মেনে নিতে পারবোনা।



জাতির জনকের জন্ম দিনে খালেদা জিয়ার জন্ম দিন পালন আমার কাছে যতটা অপমানজনক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঘঠনাক্রমে মুক্তি যুদ্ধা বলে কোন মুক্তিযুদ্ধার অবদান অস্বিকার করাকে মেনে নেওয়াও আমার পক্ষে ততটা অপমান জনক ।



আমি মুসলমান তাই ইসলাম বিদ্ধেষীদের ইসলাম বিদ্ধেষ মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব ।



আমি অশ্লিলকে অশ্লিল আর ভালোকে ভালো বলবো । কারো কাছে ভা্লো হওয়ার জন্যে কোন কিছু পছন্দ না হলেও বা ভাল না লাগলেও বলতে পারবনা ভাল লেগেছে । আমি স্ট্রেট বলে দিব সরি আমার ভাল লাগেনি ।



মুখে এক অন্তরে আরেক এরকম হওয়া আমার পক্ষে অসম্ভব । আমার অন্তরে যা থাকবে সেটা মুখেও প্রকাশ করব।



সর্বশেষ কে বিশ্বাসী আর কে অবিশ্বাসী সেটা যার যার ব্যাক্তিগত ব্যাপার। নাস্তিক বা অবিশ্বাসীদের সাথে আমার কোন বিরোধ নেই কিন্তু যারা নাস্তিকতাকে অবলম্বন করে আল্লাহ আর তাঁর রাসুল সঃ কে অপমান করবে নোংরা মন্তব্য করবে আমি তাদেরকে এবং রাজাকার যুদ্ধঅপরাধী ( হোক সে আওয়ামিলীগ , বি এন পি বা জামাত ) তাদের সাথে আমি কখনোই কম্প্রোমাইজ করতে পারবনা ।



ধন্যবাদ ।

মন্তব্য ৭৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো আপু আপনার সবার সম্পর্কে বিশ্লেষণ পড়ে !
আমি ও সাদা কে সাদা , কালো কে কালো বলাতে বিশ্বাসী ! সবচেয়ে বড় কথা হচ্ছে সবার মানসিকতা এক নয় , একজনের কাছে যেটা ভালো লাগবে আরেক জনের কাছে সেটা খারাপ লাগতেই পারে ! এটা পরিবারেও হয় ! শুভকামনা আপু ! আশা করি সাথেই পাবো !

১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য । একজন আরেকজনের মতকে সম্মান না করলে কখনো আমাদের মধ্যে ভাল আন্ডারস্টেন্ডিং হওয়া সম্ভব নয়।

আমি ভালকে ভাল আর মন্দকে মন্দই বলব ।

২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:০০

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: এই ব্লগিয় ভার্চুয়াল জগতে নিজেকে ক্লিয়ার করাটা মানুষ দুর্বলতা ভাবে !!
কে কি ভাবল সেটা নিয়ে মাথা ঘামালে জীবন চলা মুশকিল হয়ে যাবে ।।
নিজের বিবেকের কাছে স্পষ্ট থাকুন । ইটস এনাফ !!
কারো কাছে জবাবদিহি করতে কেউ বাধ্য নহে ।।কঠিন করে বললাম, বাট সময় হলে বুঝবেন !

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম ঠিক বলেছেন এ বি এম হায়াত উল্লাহ । ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য । কে কি মনে করছে সেটা আমি কখনোই চিন্তা করিনি বা করবনা । কিন্তু এমন কিছু মানুষ আছে যারা একটুকু মতের অমিল হলেই ব্যাক্তি আক্রমন করে বসে ।

যেমন আমি যদি দায়িত্ববান নাগরিক এর পোস্টে মন্তব্য করি তবে বি এন পি রা মনে করবে আমি মনে হয় আওয়ামিলীগ আবার যদি মশিউর মামার পোস্টে মন্তব্য করি তবে আওয়ামিলীগরা মনে করছে আমি বিন এপি ( কারো নাম বলতে পারবনা ) ।

তাই এই সাময়িক পোস্টের অবতারন । আপনার কঠিন কথা গুলো ভাল লাগল । সবচেয়ে বড় কথা আপনি সত্যি বলছেন । আবারো ধন্যবাদ ।

৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:০১

মাহবু১৫৪ বলেছেন: গুড

:)

এমনই হওয়া উচিত

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:২২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ মাহবু ১৫৪ , হুম এমনি হওয়া উচিৎ :)

৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার শ্রদ্ধা জানবেন। ঠিক এমনই হওয়া উচিত আমাদের সকলের চিন্তা ধারা তবেই যদি দেশের উন্নতি সম্ভব হয়। কিন্তু আফসোস এমন ধ্যানধারণা আমাদের সকলের নেই আর যাদের নেই যারা অন্ধ দল কানা এরাই সমাজের কীট হয়ে দুর্গন্ধ ছরায়। আমিও আপনার সাথে সহমত জানিয়ে স্ট্রেইট বলে দিব সরি আমার ভাল লাগেনি ।

আমি ও সাদা কে সাদা , কালো কে কালো বলাতে বিশ্বাসী ! সবচেয়ে বড় কথা হচ্ছে সবার মানসিকতা এক নয় , একজনের কাছে যেটা ভালো লাগবে আরেক জনের কাছে সেটা খারাপ লাগতেই পারে !

স্যালুট ও শুভকামনা আপনার জন্য।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ প্রিয় কান্ডারী অর্থব মন্তব্যের জন্য এবং সহমত এর জন্য। আওয়ামিলীগ বি এন পি বুঝিনা । এটা(সামু) আমার পরিবার । ইসলাম বিদ্ধেষী আর রাজাকার ছাড়া সবাই আমার কাছে সমান । আমি সবার বিপদেই এগিয়ে আসব ।

প্রতিটা মানুষের মধ্যেই একটা সুন্দর মন বিদ্যমান । আর আমি সেই সুন্দর মনটাকেই খুঁজে বেড়ায়।

আপনার মন্তব্য সত্যি আমাকে অনুপ্রানিত করেছে ।

৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ছমৎকার লিখেছেন এমনটি ই হওয়া উচিৎ। ভাললেগেছে আপনার বিশ্লেষণ ।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় সেলিম আনোয়ার। আপনার মন্তব্য হতাশার মাঝেও আমাকে একটুকু হলেও অনুপ্রানিত করেছে। আমার বিশ্লেষনে আমি আমার আমাকে তুলে ধরার চেষ্টা করেছি। জানিনা কতটা পেরেছি।

আমি চাই আমাদের মধ্যে কোন ক্যাচাল না থাকুক । আমরা ভুলে যাই আমরা আওয়ামিলীগ বা বি এন পি । একজন আর একজনকে সম্মান করি । একজনের মতের প্রতি অন্যজন শ্রদ্ধা জানাই। রাজনোতিক পোস্ট গুলোতে টাগিং বা গালাগালি পরিহার করে যোক্তিক ও গঠনমুলক মন্তব্যের মাধ্যমে বিতর্কে মেতে উঠি।

সর্বশেষ সামু ফিরে পাক তার হারানো ঐতিহ্য। আমাদের পরিচয় হোক একটাই আমরা ব্লগার । ধন্যবাদ আবারো । ভাল থাকুন সবসময় ।

৬| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৬

শাহ আলম বাদশাহ বলেছেন: আপনার আত্মবিশ্লেষণ এবং আত্মসমালোচনা আমার খুব ভালো লেগেছে--- সহমত ১০০%। :( :(

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:১৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ শাহ আলম বাদশাহ

৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


চলুন তবে একসাথে আমরা সবার বিপদে এগিয়ে যাই। প্রতিটা মানুষের মধ্যেই একটা সুন্দর মন বিদ্যমান । আর আমি সেই সুন্দর মনটাকেই খুঁজে বেড়ায়।

তবে অবশ্যই ইসলাম বিদ্ধেষী আর রাজাকার ছাড়া সবাই আমার কাছে সমান ।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ আবার মন্তব্যের জন্য।

৮| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: কারো কাছে আপনি ছাইয়া না মাল্টি তার সার্টিফিকেট দিয়ে তারপর ব্লগিং করতে হবে। কারো কাছে আপনি কোথায় মন্তব্য করবেন না করবেন সেটার লিস্ট নিয়ে তারপর ব্লগিং করতে হবে। কারো কাছে ইনবক্সে অনুমতি নিয়ে তারপর ব্লগিং করতে হবে। কোন সিন্ডিকেটে ঢুকে সেই সিন্ডিকেটের নিয়ম মত ব্লগিং করতে হবে। গ্রুপিং করতে হবে, দলাদলি করতে হবে আরো কত কি! আর যদি এসব না করে নিজের মত আপন গতিতে ব্লগিং করতে চান তাহলে সব গ্রুপ, সব সিন্ডিকেট, সব দল, সব ভার্চুয়াল পীর আপনার শত্রু /:)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কারো কাছে আপনি ছাইয়া না মাল্টি তার সার্টিফিকেট দিয়ে তারপর ব্লগিং করতে হবে। কারো কাছে আপনি কোথায় মন্তব্য করবেন না করবেন সেটার লিস্ট নিয়ে তারপর ব্লগিং করতে হবে। কারো কাছে ইনবক্সে অনুমতি নিয়ে তারপর ব্লগিং করতে হবে। কোন সিন্ডিকেটে ঢুকে সেই সিন্ডিকেটের নিয়ম মত ব্লগিং করতে হবে। গ্রুপিং করতে হবে, দলাদলি করতে হবে আরো কত কি! আর যদি এসব না করে নিজের মত আপন গতিতে ব্লগিং করতে চান তাহলে সব গ্রুপ, সব সিন্ডিকেট, সব দল, সব ভার্চুয়াল পীর আপনার শত্রু

আমি যে কথা গুলো লিখতে পারিনি সে কথা গুলো লিখে দিয়ে পোস্টটা পরিপূর্ন করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় কুনোব্যাঙ :)

৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


*কুনোব্যাঙ* বলেছেন: কারো কাছে আপনি ছাইয়া না মাল্টি তার সার্টিফিকেট দিয়ে তারপর ব্লগিং করতে হবে। কারো কাছে আপনি কোথায় মন্তব্য করবেন না করবেন সেটার লিস্ট নিয়ে তারপর ব্লগিং করতে হবে। কারো কাছে ইনবক্সে অনুমতি নিয়ে তারপর ব্লগিং করতে হবে। কোন সিন্ডিকেটে ঢুকে সেই সিন্ডিকেটের নিয়ম মত ব্লগিং করতে হবে। গ্রুপিং করতে হবে, দলাদলি করতে হবে আরো কত কি! আর যদি এসব না করে নিজের মত আপন গতিতে ব্লগিং করতে চান তাহলে সব গ্রুপ, সব সিন্ডিকেট, সব দল, সব ভার্চুয়াল পীর আপনার শত্রু


সুন্দর বলেছেন ভাই। সহমত :)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কুনোব্যাঙ সবসময় সুন্দর বলেন :)

১০| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৪১

পেন্সিল চোর বলেছেন: পেন্সিল চোরের কাছেও খারাপ লাগে নাই আপনার বিশ্লেষণ আপা

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ পেন্সিল চোর । আজকে কয়টা পেন্সিল চুরি করছেন ?? :)

১১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৪২

বাঘ মামা বলেছেন: হুম ভালো বলেছেন,এই বিষয় গুলোর উপর জোর দিয়ে ঠিক এভাবেই আমি মন্তব্য করি সব সময়। আামার মাথায় থাকেনা কোন নিকের সাথে আমার কেমন সম্পর্ক,শত্রুতা নাকি বন্ধুত্ব।

পোস্টের উপর নির্ভর করেই মন্তব্য করাই উত্তম,তবে কিছু ব্লগার একান্তই আছেন যারা প্রতিনিয়ত ভালো কিছু করে যান এখানে তাদের নাম একটু স্পেশালী মনে থেকে যায়।

সবাই সবার অবস্থান প্রকাশ করার অধিকার আছে,আর সেটা অবশ্যই যুক্তি দিয়ে,প্রতিপক্ষকে অপমান করে নয়।

আমি কেন আস্তিক সেটার পক্ষে আমি দালিলিক কথা বলবো।সে কেন নাস্তিক সেটা সে তুলে ধরুক।আমি তা আমার যুক্তি দিয়ে খন্ডাবো।এটাই হোক নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার হাতিয়ার।

বিথি আপনি সেই শুরু থেকেই একটু জটিলতা পেরিয়ে এসেছেন।এখানে এমন কথা হয়েছিলো যে কেউ কেউ আপনাকে দেখে নিশ্চিৎ হতে চেয়েছিলো আপনি মেয়ে নাকি ছেলে,সেদিন খুব হেসেছিলাম আমার কিছু বিজ্ঞ ব্লগার বন্ধুদের এমন হাস্যকর দাবি দেখে।এখানে রেজিষ্ট্রেশান অপশনে মেল ফিমেল অপশন সম্ভবত নেই।যদি নাই থাকে তাহলে এখানে কে নারী কে পুরুষ সেটা নিশ্চিত করণ কেন আসবে?আবার এখানে এমনও নেই যে কে আস্তিক কে নাস্তিক।সুতরাং এসব বিষয় গুলো মুখ্য না হোক আমাদের ব্লগিং ক্ষেত্রে।আর সবার সব কিছু ভালো লাগবে এমন কথা নয়,যার যা ভালো লাগবেনা সেটা সে কেন ভালো লাগেনি যুক্তি দিয়ে বলুক,না বলতে পারলে এড়িয়ে যাক,বাক বিতন্ডা কিংবা গাল মন্দ করা আমাদের সত্যি মানায়না,আমরা এখানে যারা আছি তারা কিছু না জানলেও অনেক কিছু জানি,প্রতিনিয়ত আমরা শিখছি।একজায়গায় বসে সারা পৃথিবীর সাথে আমাদের সখ্যতা।এত জানা বুঝার মানুষ গুলো হঠাৎ হঠাৎ এত অবুঝ কেন হয়ে যায় জানিনা।

আমার মনে আছে আপনাকে নিয়ে এখানে নানা জনের নানা মন্তব্য।কিন্তু আপনি আপনার শক্তি দিয়ে ঠিকি টিকে আছেন।
মন্দ নিয়ে বিচলিত না হয়ে প্রতিহত করুন নিজ গুনে নিজ মেধায়।যেমনটি সেই শুরু থেকে আজ অব্দি করে এসেছেন।

শুভ কামনা সব সময়

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার ব্লগে স্বাগতম প্রিয় বাঘ মামা । ধন্যবাদ এত বড় মন্তব্যের জন্য ।

কিছু দিন আগে আমি সামুর ব্লগার দের ফেসবুক স্ট্যাটাস নিয়ে সামুতে একটা পোস্ট দেই যেটার লিঙ্ক আমি ফেসবুকে আমরা ব্লগার এই গ্রুপে শেয়ার করি । পোস্টটির শুরুতেই আমি আপনার কথা লিখি Click This Link
পরের দিনই একজন আমার পোস্টটা নির্বাচিত পাতায় দেওয়ার সমালোচনা করে পোস্ট দেন।
যেটার জন্যও ঐ পোস্টের মন্তব্যে একজন আমাকে কথা শুনিয়েছিল । বলেছিল দেখেছেন সবাই তিনি পোস্টের শুরুতেই তার মামাদেরকে খুজেছেন।

অতছ আমি সিমপ্লি লিখতে চেয়েছি আপনার ফেসবুক আই ডি না থাকাতে আমার এই প্রিয় ব্লগার এর স্ট্যাটাস মিস হচ্ছে, ।

আমার সম্পর্কে ঠিক এই রকম কিছু ভুল বুঝাবুঝি থেকে এই পোস্টটা লিখতে বাধ্য হয়েছি।

মামা আমি আমার ব্লগে লিখে দিয়েছি । যখন সত্যের সামনে মিথ্যা এসে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয় কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল ।

আমি জানি যে আমি সত্য । যারা মিথ্যা ট্যাগ দিয়েছিল আমাকে তারা বিলুপ্ত হয়েছিল এবং হবে । আমার সামনে এসে কথা বলার মত মুখ তাদের নায়।

আমি তাদেরকে খুব ভাল ভাবেই ফেসবুকের সুবাধে বুঝিয়ে দিয়েছি কে সত্য আর কে মিথ্যা। সত্য প্রকাশ পাওয়ার পর এটা নিয়ে কথা বললে তাদের জন্য লজ্জা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবেনা।

আমি চাইলে সেদিন আমাকে যারা অপমান করেছিল তাদেরকে উচিৎ জবাব দিতে পারি কিন্তু আমি দিবনা কারন আমার ধর্ম " ইসলাম " আমাকে শান্তির পক্ষে আর ঝামেলার বিপক্ষে অবস্থান করার শিক্ষা দেয় । ঝগড়া বিবাদ ফ্যাসাদ এই সব থেকে দূরে থাকার শিক্ষা দেয়। যাই হোক পুরানো প্রসং না তুলি।

আমাকে এখন এসব সমস্যা ফেস করতে হচ্ছেনা। এখন সমস্যা হচ্ছে আমি কেন গল্প কবিতা সাহিত্য লিখিনা। একজন মেয়ে তো এসবই লিখে । ইত্যাদি ইত্যাদি।

আওয়ামিলীগ এর পোস্টে মন্তব্য করলে বি এন পি মনে করতেছে আমি আওয়ামিলীগ আর বি এন পি এর পোস্টে মন্তব্য করলে আওয়ামিলীগ মনে করতেছে আমি বি এন পি ।

তাই আমার সম্পর্কে ক্লিয়ার করার জন্যই এই পোস্ট লিখা।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আর সেদিন যাদের সাথে আমার ক্যাচাল হয়েছিল এখন সবার সাথেই আমার ভাল সম্পর্ক । কয়েকজন ছাড়া সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে।

শুধু ৩ জন এখন পর্যন্ত সরি বলেনি। আর সবার সাথে আমার ফেস বুকে কম্প্রোমাইজ হয়ে গেছে। সো ঐটা মিমাংসিত বিষয়।
ঐটার কথা আমি এখন ভুলে গেছি ।

১২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৬

একজন আরমান বলেছেন:
সত্য বলার সৎ সাহস সবার থাকে না। আপনার আছে এটা জেনে খুব ভালো লাগলো।
আর ভালো লাগা মন্দ লাগার ব্যাপারটা আপেক্ষিক। আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা অন্য কারো কাছে খারাপ মনে হতে পারে, আবার আপনার কাছে যেটা খারাপ সেটা অন্য কারো কাছে ভালো মনে হতে পারে। এটাই স্বাভাবিক।


যাই হোক।
শুভকামনা :)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যনবাদ প্রিয় ব্লগার মন্তব্যের জন্য ।

ভালো লাগা মন্দ লাগার ব্যাপারটা আপেক্ষিক। আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা অন্য কারো কাছে খারাপ মনে হতে পারে, আবার আপনার কাছে যেটা খারাপ সেটা অন্য কারো কাছে ভালো মনে হতে পারে। এটাই স্বাভাবিক ।

সুন্দর বলেছেন ।

১৩| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:

পুরাই আগুন পোষ্ট আপু।

এমনি হওয়া উচিৎ!









*কুনোব্যাঙ* এর কমেন্টটি এই বছরের শ্রেষ্ঠ দায়িত্ববান কমেন্ট হিসেবে বিবেচিত হল আমার কাছে।





কারো কাছে আপনি ছাইয়া না মাল্টি তার সার্টিফিকেট দিয়ে তারপর ব্লগিং করতে হবে। কারো কাছে আপনি কোথায় মন্তব্য করবেন না করবেন সেটার লিস্ট নিয়ে তারপর ব্লগিং করতে হবে। কারো কাছে ইনবক্সে অনুমতি নিয়ে তারপর ব্লগিং করতে হবে। কোন সিন্ডিকেটে ঢুকে সেই সিন্ডিকেটের নিয়ম মত ব্লগিং করতে হবে। গ্রুপিং করতে হবে, দলাদলি করতে হবে আরো কত কি! আর যদি এসব না করে নিজের মত আপন গতিতে ব্লগিং করতে চান তাহলে সব গ্রুপ, সব সিন্ডিকেট, সব দল, সব ভার্চুয়াল পীর আপনার শত্রু
দারুণ বলেছেন ভাই।





১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মন্তব্যটিকে মন্তব্য অফ দ্যা ইয়ার ঘোষনা করার জোর দাবী জানাই :)

১৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:০৮

রেজোওয়ানা বলেছেন: কি হলো আবার!!

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:২১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপু আপনার পোস্ট টা আমার সমস্যার সাথে কাকতালিয় ভাবে মিলে যাবে কপ্লনাও করিনি ।

আমি কেন গল্প কবিতা সাহিত্য লিখিনা। একজন মেয়ে তো এসবই লিখে । ইত্যাদি ইত্যাদি।

আওয়ামিলীগ এর পোস্টে মন্তব্য করলে বি এন পি মনে করতেছে আমি আওয়ামিলীগ আর বি এন পি এর পোস্টে মন্তব্য করলে আওয়ামিলীগ মনে করতেছে আমি বি এন পি ।

তাই আমার সম্পর্কে ক্লিয়ার করার জন্যই এই পোস্ট লিখা ।

অনেক ধন্যবাদ আমার খবর নেওয়ার জন্য ।

১৫| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৫২

বাঘ মামা বলেছেন: ব্লগ থেকে বের হবো এমন সময় আপনার কমেন্ট রিপ্লাইটা দেখলাম। হাসি ছাড়া আর কিছুই মাথায় আসলোনা।

আমি বুঝতেই পারিনি বিষয়টা এমন কিছুর পর আপনার এই পোস্ট,আমি আসলে এখানে কমেন্ট করেছিলাম আপনার সেই শুরুর দিকটা মনে আসলো হুট করে। সেদিন আমি যতটা পেরেছি আপনার বিষয় নিয়ে কথা বলেছি।

দেখুন বিথি আমরা বড় হয়েছি অনেক।এখন আমাদের একটু গম্ভির হবার সময় এসে গেছে,এখানে আমাদের অনেক জুনিয়ররা এসেছে,ওরা আমাদের কিন্তু দারুন ভাবে অনুকরণ করছে তা বুঝা যাচ্ছে।আমাদের সবার একটু শান্ত স্থির হতে হবে।সব কিছু নিয়ে মন খারাপ করা ঠিক হবেনা।

আমি ফেইস বুক ইউজ করিনা,এটা ছাড়াই ভালো আছি,কে কি বললো এসব শুনতে হয়না, মন খারাপ হবারো কোন সুযোগ নেই।

ভালো হয় এসব এড়িয়ে চলা।
পারলে এই পোস্ট সরিয়ে সাধারণ ভাবে শুধু ব্লগ নিয়ে আলোচনা করুন।
আপনার ব্লগিং ভালো মানের,সুতরাং কোন কিছু নিয়ে নার্ভাস হবার কোন কারণ নেই।

শুভ কামনা

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বাঘ মামা আবার মন্তব্য করছেন দেখে খুব ভাল লাগল। হুম এটা একটা সাময়িক পোস্ট । কাল ড্রাফট এ নিয়ে যাব ।

আর ঐ পোস্টে যাদের সাথে আমার মিসআন্ডারস্টেন্ডিং হয়েছিল তাদের প্রায় সবার সাথেই ( ৩ জণ ছাড়া ) আমার এখন ভাল ও আন্তরিক বন্ধুত্বপূর্ন সম্পর্ক :) সত্যি বলতে এক্টুকুও লজ্জা নায় ওই পোস্টে আমারো কিছু ভুল ছিল । ভুল স্বিকার করতে আমি কখনোই লজ্জা পাইনা ।

সো লীভ দ্যাট :)

১৬| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৪৫

নিষ্‌কর্মা বলেছেন: লোল্লামা শোফি লোলবাবার তেঁতুলীয় লোল ঝরানো ওয়াজ তাইলে ঘৃণা করেন নাবলেই মনে হচ্ছে। ব্লগার মাত্রই নাস্তিক, এইটা তো আমার দ্বেষের মহামধুর বলেই দিছে। এই দুই ব্যাপারে আওয়াজ দেখলাম না। তার মানে কোথাও কোন প্রবলেম আছে! অনেক সময় মূল ইস্যুটা হালকা চামে রাইখ্যা এইরাম ব্যালেন্স করা কথা শোনা যায়।

ইসলাম ও রসুলকে অপমান করে যারা তাদের আমি পছন্দ করি না, তাই বলে সব ব্লগার নাস্তিক, এই ধারণাও পোষণ করি না। আমার দ্বেষ পড়ি, পরথুম আলুও পড়ি। রাজনীতি কম বুঝি হয়ত, কিন্তু মন্দ বা ভালটুকু বোঝা যায়।

১৯৭১ সালের রাজাকারদের ফাঁসি চাই, কিন্তু তার মানে এই না যে কোটার নামে লীলাখেলা পছন্দ করি। কিন্তু দ্বিচারিতার আরেক নাম তো বাংলাদেশ, তাই মেনে নিতে হয় সব।

এইটাও মনে রাখা দরকার, এই দেশে রাজাকার এক পদ্ধতিতেই জন্মায়ছিল, আর তা হল ১৯৭১ সালে, স্বাধীন বাঙলাদেশের বিরোধিতা করে। এর পরে তারা ঝাড়ে বংশে বেড়েছে, এবং ঐ রাজাকারই আছে। সে কারণে অন্য কাউকে রাজাকার বলা ঠিক না। এতে ঐ কুত্তাগুলাকে সন্মাণ করা হয়। যাদের মাথার উপরে রাজাকারি তকমা আছে, তারাই শুধু চায় অন্যদের যে কোনভাবে হোক রাজাকার উপাধি দিতে। আমার এই কথায় আবার কষ্ট পাইয়েন না।

সেই অর্থ নাস্তিক ব্লগাররা রাজাকার না, কিন্তু দোষী।

১৭| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++
নদীর স্রোতের মত চলতে থাকুন । কারও কাছে জবাবদিহিতার প্রয়োজন আছে বলে মনা করি না ।

বৃষ্টিস্নাত শুভ সকাল :)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:০১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ অপূর্ন + এর জন্য । মাথার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল কাল তাই হুট করে লিখে ফেলা :)

শুভ সন্ধ্যা :)

১৮| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
সবকিছু ঠিকঠাকভাবে মিটে যাক :) ||

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: প্রিয় ইমরাজ কবির মুন বলেছেন সবকিছু ঠিকঠাক মিঠে যাক :)
আই অল সো হোপ সো :)

১৯| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৮

আমিনুর রহমান বলেছেন:


কারো কাছে জবাবদিহি দিয়ে ব্লগিং করতে হবে কেন রে !?
মাথায় হঠাৎ করে গরম হয়ে গেলো কেন তোমার :P :D

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি জীবনে কারো কাছে জবাবদিহি দিব ?? :) কেউ জবাব দিহি চাইলে কান পট্রির নিছে থাপ্পর দিয়ে আই ডি থেকে ব্লক ।

মাথা গরম হয়ছে আমি আওয়ামিলীগ নাকি বি এন পি এটা প্রশ্ন করাতে । আওয়ামিলীগ আর বি এন পি আবার কি ?? আমার পরিচয় আমি ব্লগার।

তাই এই এলোমেলো পোস্টের অবতারন ।

২০| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৪

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: নিজের অবস্থান থেকে চিন্তা করলে সবকিছু সঠিক মনে হয়, এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয় !!
আপনাকে অপমান না আপনার পোস্টের সমালোচনা করা হয়েছিল। নাথিং এলস !!
কে ভুল, কে শুদ্ধ সেটা বিবেচনার জন্য আল্লাহ আছেন, উনিই দেখবেন !!
আপনি অনেক কিছু করতে পারতেন !!! করেছেনও বটে !!

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:১১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনি আবার আমাকে ভুল বুঝলেন ? আপনার প্রথম মন্তব্যের জবাব আবার পড়ুন ।

আপনি অনেক কিছু করতে পারতেন !!! করেছেনও বটে ! এটার মানে কি ? ক্লিয়ার করেন ।

২১| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কে কি ভাবলো, বললো শোনার দরকার কি?
নিজের মতো লিখে যান।
মন্তব্য করে যান।

শুভকামনা।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার । সেটাই । কিছু মানুষ কে বেশি পাত্তা দিয়ে ফেলছিলাম । মানুষকে বেশি পাত্তা দেওয়া ঠিক না । এক পর্যায়ে তারা সেটা দুর্বলতা মনে করে ।

২২| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৯

ভারসাম্য বলেছেন: এভাবে ক্যাঁচাল এড়াতে পারবেন না বলে মনে হচ্ছে। সংখ্যাগরিষ্ট ব্লগারদের সাথে আপনার সমস্যা হবার কথা না। আপনাকেও তাদের কাছে সমস্যা বলে মনে হবেনা।

কিন্তু গুটিকয় স্বার্থান্বেসী এমনভাবে আপনাকে চেপে ধরতে পারে ভদ্রভাবে লড়াই করা কঠিন হয়ে উঠতে পারে আপনার জন্য। একজনকেতো ইতোমধ্যেই এই পোষ্টে চলে এসেছে দেখছি। তারাই আবার সাধারণ ব্লগারদের সেন্টিমেন্টকেও এমনভাবে ব্যাবহার করে যে, সরাসরি দন্দ্ব হবার কথা না থাকলেও সাধারণ ব্লগারদের নিজেদের মধ্যেই ছোটখাট দন্দ্ব বেধে যায়।

'ছাইয়া' ফাইটিং এর একটা ট্রেন্ড এর আগে যখন গড়ে উঠছিল সেটাকে আমি কিছুটা বিনোদনমূলক হিসেবেই নিয়েছিলাম এর সাথে যারা জড়িত ছিল তাদের কাউকেই আমার অসদুদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয়নি। কে নারী, কে পুরুষ এটা যদিও গুরুত্বপূর্ণ নয় আমার কাছে। তবে ইচ্ছাকৃত এবং অসদুদ্দেশ্যে কেউ যদি নিজেকে তার বীপরিত লিঙ্গ হিসেবে উপস্থাপন করে এবং সেটা কিছুটা আঁচও করা যায় তবে তাদের সাথে কথা বলা অস্বস্তিকর মনে হয় আমার কাছে এবং তাদেরকে চিহ্নিত করা ও বিতাড়িত করা ইতিবাচক বলেই মনে হয় আমার কাছে। এই সেন্স এ 'ছাইয়া ফাইটিং' কার্যক্রম আমার কাছে অতটা খারাপ লাগেনি।

যাই হোক, আপনি যখন সেই ব্যাপারে পোষ্ট দিয়েছিলেন তখন এই কথাগুলোই বলতে গিয়ে আপনার সাথে আমার সামান্য দন্দ্বের আভাস তৈরী হয়েছিল বলে মনে পড়ছে তবে সেটা সম্ভবতঃ সেই পোষ্ট মিটেও গিয়েছিল। তারপরও যদি আমার সম্পর্কে আপনার মনে সেরকম কিছু বিরূপ ব্যাপার থেকে গিয়ে থাকে তবে 'স্যরি' বলছি।

আমি অন্ততঃ বলবনা যে, "তুমি ছোটমানুষ এইখানে কি কর! পরীক্ষা সামনে, পড়তে যাও"। ;)

যদিও আপনি সংখ্যায় অল্প কিন্তু অতিশয় সংগঠিত স্বার্থান্বেসী মহলের সাথে পেরে উঠবেন কি না সংশয় আছে, তবে আপনার অবস্থানের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা থাকছে।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:২০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: অনেক কিছুই বলার আছে । রাতে মন্তব্যের ডিটেইলস জবাব দিব । ধন্যবাদ ।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার তো কারো সাথে ক্যাচাল হয়নি । আমার কোন ব্লগার এর সাথেই কোন ঝামেলা এখন নায় । ব্লগে যখন প্রথম আসছিলাম তখন ঝামেলাই পড়ছিলাম। তার পর থেকে এখন পর্যন্ত সব ঠিকঠাক ।

আমার মতে আমাকে কেউ বা কোন স্বার্থান্বেসী মহল ঐ ঘঠনার পর থেকে আর কোন সমস্যা করেনি। কারন সকল স্বার্থান্বেসী মহল বুঝতে পেরেছে আমার পেছনে লেগে কোন লাভ নায়। আমি ভেঙ্গে যাব কিন্তু মছকাবোনা। আর ইতি মধ্যে যিনি এসেছেন আমার ধারনা তিনি ফান করছেন আমার সাথে। কারন তার সাথে আমার ব্যাক্তিগত ভাবে বা ব্লগে কোন ঝামেলা নায়। শুধু একদিন ফেসবুকে একটা পোস্টে একটু মিস আন্ডার্স্টেন্ডিং হয়েছিল। ঐটা ঐদিনই শেষ । এর পর উনার মনে কিছু আছে কিনা আমি জানিনা বাট আমার মনে কিছু নায় । আমি একটু সহজ সরল টাইপ মেয়ে। কঠিন করে কিছু চিন্তা করতে পারিনা।

আপনার " ছাইয়া' ফাইটিং এর একটা ট্রেন্ড এর আগে যখন গড়ে উঠছিল সেটাকে আমি কিছুটা বিনোদনমূলক হিসেবেই নিয়েছিলাম এর সাথে যারা জড়িত ছিল তাদের কাউকেই আমার অসদুদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয়নি। কে নারী, কে পুরুষ এটা যদিও গুরুত্বপূর্ণ নয় আমার কাছে। তবে ইচ্ছাকৃত এবং অসদুদ্দেশ্যে কেউ যদি নিজেকে তার বীপরিত লিঙ্গ হিসেবে উপস্থাপন করে এবং সেটা কিছুটা আঁচও করা যায় তবে তাদের সাথে কথা বলা অস্বস্তিকর মনে হয় আমার কাছে এবং তাদেরকে চিহ্নিত করা ও বিতাড়িত করা ইতিবাচক বলেই মনে হয় আমার কাছে। এই সেন্স এ 'ছাইয়া ফাইটিং' কার্যক্রম আমার কাছে অতটা খারাপ লাগেনি " এই কথার সাথে একমত পোষন করছি।

পোস্টের মন্তব্য পালটা মন্তবের জবাব , যুক্তি তর্কের মাধ্যমে নিজের মন্তব্য প্রকাশ এসব আমি খুব উপভোগ করি সো আমি সেটাকে কখনোই দন্ধ মনে করিনি।

স্বার্থান্বেসী মহলের সাথে আমার লাগারই তো দরকার নায় পেরে উঠার কথা তো পরে। কিন্তু তারা যদি নিজ থেকে আমার সাথে লাগতে আসে তবে ছাড়াছাড়ি নায়। ।

এত বড় মন্তব্য , সমর্থন , শ্রদ্ধা ও শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনাকে আজ থেকে অনুসরন করলাম । :) আপনার জন্যও শুভ কামনা।

২৩| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫২

মামুন রশিদ বলেছেন: জানিনা কি হয়েছিল.. তবে একটা কথাই বলব, নিজের মত করেই ব্লগিং করুন । যেভাবে আনন্দ পান, সেভাবেই ব্লগিং করুন । ভালো না লাগা সব কিছুই উপেক্ষা করুন ।


শুভ কামনা সতত :)

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ প্রিয় মামুনুর রশিদ পরামর্শের জন্য । কিছু মানুষকে বেশি ইম্পরটেন্স দিয়ে ফেলেছিলাম যারা সেটার যোগ্য না । :)

আপনার জন্যও সতত শুভ কামনা :)

২৪| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৬

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: ইয়ে, ইমোটা দিতে ভুলে গিয়েছিলাম ;)

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:২২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এইডা কিছু হইল ??

২৫| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৩

আরজু পনি বলেছেন:

সুন্দর লিখেছেন ।
সাময়িক কেন হবে...থাকুক পোস্টটা ।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপু ধন্যবাদ মন্তব্যের জন্য ।

এই পোস্টটি রাগের মাথায় ১০ মিনিটের মধ্যে এলোমেলো ভাবে লেখা। তাই সাময়িক ভাবে দিয়েছি।

আর কে কি মনে করছে বা বলছে এসব পাত্তা দিতে ইচ্ছে করতেছেনা ।

২৬| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৮

রহস্যময়ী কন্যা বলেছেন: আপুনি আমিও আপনার সাথে একমত।রাজনীতি যার যার কাছে। কিন্তু ব্লগে সবাই আমাদের প্রিয় ভাইয়া, প্রিয় আপুনি :) :)

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ওমা পিচ্ছি দেখি অনেক বড় মাপের কথা বলে ফেলছে :)

রাজনীতি যার যার ব্লগে সবাই প্রিয় ভাইয়া প্রিয় আপুনি দারুন বলেছ তো :)

২৭| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: :)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: X(

২৮| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৮

বাংলাদেশী দালাল বলেছেন:
লেখাটা পড়ার সময়ই মনে হচ্ছিলো কিঞ্চিৎ এলো মেলো তবে বিষয় বস্তু প্রশংসার দাবিদার। টেক ইট ইজি আপু সমালোচক কে বন্ধু বানাতে মজাই অন্যরকম তাতেই প্রকৃত বিজয়। হেপি ব্লগিং ।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পোস্টটা মাত্র ১০ মিনিটে রাগের মাথায় লিখেছি তাই এলো মেলো হয়েছে । হুম সমালোচককে বন্ধু বানানো যায় কিন্তু নিন্দুক কে কখনো বুঝানো যায়না। শত বুঝালেও তারা বুঝবেনা ।

তাই নিন্দুককে নিন্দা করতে দেওয়ায় শ্রেয় ।

২৯| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:২৬

আমি তুমি আমরা বলেছেন: আরে মানুষের কথা শোনার টাইম আছে নাকি? কারো কাছে কোন জাবাবদিহিতার প্রয়োজন দেখি না।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তখন মানুষের কথা পাত্তা দিচ্ছিলাম এখন দিচ্ছিনা । :)

৩০| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
আহহা, হোয়াট মেড মি প্রিয় ইমরাজ কবির মুন ?? :#>

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সেই প্রথম যখন ব্লগে এসেছিলাম তখন থেকে এখন পর্যন্ত আমার ব্লগের সাথে আপনি জড়িত । যে কজন পুরানো ব্লগার তখন থেকে এখন পর্যন্ত আমাকে রেস্পন্স করে আপনি তাদের মধ্যে একজন । তাই প্রিয় আর কি :) প্রিয় মানে প্রিয় ব্লগার :)

৩১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৭

শায়মা বলেছেন: সবাই সমান প্রিয় হয়না!


একটু একটু বেশী, একটু একটু কম থাকে!:P


আবার কেউ কেউ বেশী বেশী, কেউ কেউ বেশী বেশী কম থাকে তবে সেটা জানবে শুধু তুমি আর কাউকেই বুঝতে দেওয়া চলবেনা!:)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঠিক :) তবে সেটা জানবে শুধু তুমি আর কাউকেই বুঝতে দেওয়া চলবেনা :)

৩২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৪

ইমরাজ কবির মুন বলেছেন:
প্রিয় মানে প্রিয় ব্লগার - আমি হাহা করে হাসতেসি :P ||

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হাসতে থাকেন :!>

৩৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ++++++++++++

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৪৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ মুহাম্মদ জহিরুল ইসলাম ।

৩৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

গুল্টু বলেছেন: ালো লাগল

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ গুল্টু

৩৫| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো বিশ্লেষন!!!!!!!!!!!!

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষন ,

৩৬| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২১

শাহেদ খান বলেছেন: ভাল লাগল স্পষ্টকথন।

শুভেচ্ছা !

০৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমার ব্লগে মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শাহেদ খান । ভাল থাকুন ।

৩৭| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৬

রবিউল ৮১ বলেছেন: নিজের আবস্থান,নিজের বিশাস সর্ম্পকে নিজের কাছে নিজে পরিষ্কার থাকাটাই বড়।বা ংলাদেশের রাজনীতিবিদেরা নিজেরা নিজেদের সাথে সবসবয় প্রতারনা করে।তারা মুখে বলে একটা ভিতরে ভাবণা পোষণ করে আর একটা।তাই তাদের বুঝা মুশকিল। আপনার স্পষ্টকথন ভালো লাগলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ রবিউল ৮১ ।

আসলে কিছু মানুষ মতের অমিলের কারনে এমন নোংরা ভাবে এট্যাক করে যে মাঝে মাঝে নিজেকে সংযত রাখা খুব মুশকিল হয়ে যায়।

রাজনীতি তো একটা সম্মান জনক পেশা । এ রাজনীতিকে ওরা নোংরা বানিয়ে ফেলেছে।

৩৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যা।

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ওকে আই উয়িল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.