![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়, কেননা মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল"
বিশ্বের সেরা ও সবচেয়ে দামি ২০ টি পারফিউম আপনার প্রিয়জনকে দেওয়ার জন্য একটা উত্তম উপহার হলো পারফিউম
1. Clive Christian No. 1 Pure Perfume for Men
পুরুষদের জন্য পৃথিবীর সবচেয়ে দামী পারফিউম । বোতলটি ক্রিস্টালের তৈরী। আর এটার ঢাকনাটা স্বর্ণের এবং ৫ কেরেট ডাইমন্ডও মেশানো আছে । এ পারফিউমের অসাধারণ গন্ধ যে ব্যাবহার করবে তার মধ্যে একটা রাজকীয় ভাবও নিয়ে আসবে
মূল্যা মাত্র = মূল্য = ($2,350) = ১ , ৯০, ০০০ টাকা
2. Caron’s Poivre
মূল্য = ($2,000) = ১,৬০,০০০ টা ।
3. Annick Goutal’s Eau D’Hadrien ($1,500)
4. Ambre Topkapi ($610)
5. Clive Christian C perfume ($375)
6. Clive Christian 1872 ($310)
7. Straight to Heaven by Kilian ($225)
8. L’eau Serge Lutens ($150)
9. Eau de Vert Eau de Parfum Spray by Miller Harris ($142)
10. Serge Lutens’ Borneo 1834 Cologne for Men ($135)
মেয়েদের জন্য বিশ্বের সেরা ১০ টা পারফিউম
1. Clive Christian Imperial Majesty ($215,000)
2. Clive Christian No. 1 for women ($2,150)
3. Caron’s Poivre ($2,000)
4. Chanel No. 5 ($1,850)
5. Baccarat Les Larmes Sacrees de Thebes ($1,700)
6. Annick Goutal’s Eau d’Hadrien ($1,500)
7. Hermes’ 24 Faubourg ($1,500)
8. Shalini ($900)
9. Joy Parfum by Jean Patou ($800)
10. JAR Bolt of Lightning Perfume ($765)
আমার এই সিরিজের পরবর্তী পোস্ট - হয়ে উঠুন স্মার্ট ফ্যাশানেবল কিউট সুইট এন্ড ড্যাশিং ৩য় পর্ব । আশা করছি পড়ে সবার ভালো লাগবে । ভালো থাকুন
বিশ্বের সেরা ও সবচেয়ে দামি ২০ টি পারফিউম আপনার প্রিয়জনকে দেওয়ার জন্য একটা উত্তম উপহার হলো পারফিউম
আমার এই সিরিজের পরবর্তী পোস্ট - হয়ে উঠুন স্মার্ট ফ্যাশানেবল কিউট সুইট এন্ড ড্যাশিং ৩য় পর্ব । আশা করছি পড়ে সবার ভালো লাগবে । ভালো থাকুন
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: প্রোপিক চ্যাঞ্জ কেন ? আমি প্রথমে ভয় পেয়েছি । ভাবছি এটা আবার কোন ভুত
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
লিন্কল্ন বলেছেন: ভাই পুরুষদের জন্য দেশে পাওয়া যায় এমন পারফিউমের একটা লিস্ট দেয়। উপকার হইব।অপেক্ষায় থাকলাম।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
পারফিউম ওয়ার্ল্ডে ৪৫০০ টাকার মধ্যে ভালো পারফিউম পাওয়া যাবে ।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
লিন্কিন পার্ক বলেছেন:
এত্তগুলা প্রাইস ! :#>
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
ইমরাজ কবির মুন বলেছেন:
ছেলেদের ৮,৯,১০ ক্রয়সীমার মধ্যে আসে।
মেয়েদের ২ এর বোতলটা সুন্দর ||
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
এ্যংরি বার্ড বলেছেন: ধুর ক্যালভিন ক্লেইনের সিকে ১ ইজ দ্য বেস্ট।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তাই নাকি আমি তো জানিনা আমি বারবেরি ইউজ করি ভালোই
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
মেহেদী হাসান '' বলেছেন: দামে পুসায় না
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কম দামি কিনেন
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫
ইমরাজ কবির বলেছেন:
ফ্যাশন না দিয়ে ফ্যাশান দেয়ায় টাইটেলটা পড়তে চমৎকার লাগতেসে।অ্যাটিটিউড আসে একটা ||
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ইমরাজ কবির ভালো থাকুন
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮
মামুন রশিদ বলেছেন: পারফিউমের ছবি থেকে সুন্দর একটা গন্ধ বেরুচ্ছিল । কিন্তু যেই না দাম দেখলাম..
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কম দামি কিনুন না মানে কিনে দেন
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫
তন্দ্রা বিলাস বলেছেন: ইহা কি গাত্রে ব্যবহার করিবার জন্য?
এত কমদামী বস্তু ব্যবহার করিব এইটা আপনি ভাবিলেন কিভাবে?
ইয়ে মানে আপু ১ নম্বরে যেইডা দিছেন সেইডা আমারে গিফট করবেন?
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:১২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৮
ইমরাজ কবির মুন বলেছেন:
এখানে ভুতই দেখেন।আমার ড্যাশিং, হ্যান্ডসাম মার্কা প্রোপিক দেখতে চাইলে ফেসবুক তো আসেই !
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এটা কেমন জানি আগেরটাই ভালো ছিল ।
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৯
মহারাজ মহারাজ বলেছেন: মেয়েদের জন্য যেগুলা সেগুলার প্রথম টায় সম্ভবত একটা শূন্য বেশি আছে :O
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:২০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি গোগল সার্স দিয়ে ইনফরমেশান গুলো কালেক্ট করেছি । ওখানে তো এ দাম লেখা আছে । হতেও পারে আই এম নট সিওর ।
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৯
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কিছু কইলাম না। এসব ফালতু জিনিস আমি নিজেও মাখি না , খাউরে দেই ও না ।
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:২১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হে হে তিতির আপু একদম ঠিক বলেছেন এসব ফালতু জিনিস মাখার টাইম আছে ?
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কাউরে * হবে বানান । দাম দেইখা মাথা আউলায় গেছে :-<
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: নো প্রব আপু।আমার আরো বেশি বানান ভুল হয় । ল্যাপটপ থেকে বেশি টাইপিং মিসটেক হয়
তার মধ্যে চট্রগ্রামের মানুষের বানান ভুল একটু বেশি । যেভাবে উচ্ছারন করে ওভাবেই বানানটা চলে আসে । লিখার সময় মনে হয় আমি যেভাবে লিখছি সেভাবেই সঠিক
১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩
খেয়া ঘাট বলেছেন: বড়লোকের খাবার।
আমার জন্য পলো ব্ল্যাক। প্রায় ৫ বছর ধরে ব্যবহার করছি । দাম ৮৪ ডলার।
ভালোইতো । কাজ চলে যায়।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনার যেটা ভালো লাগে সেটাই ইউজ করুন । পোষ্টে যেগুলো দেওয়া আছে সেগুলোই ইউজ করতে হবে এমন তো কোন কথা নেই ।
ভালো থাকুন খেয়াঘাট ।
১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৬
ইখতামিন বলেছেন:
শুরুতেই দামী গুলোর দাম।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ২৫০ টাকার মধ্যে ভালো বডি স্প্রে পাওয়া যাবে
১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮
আদনান শাহ্িরয়ার বলেছেন: যখন আমি বড় হবো, আব্বা আম্মা একটা টুকটুকে বউ এনে দিবে :#> :#> তখন আমি Clive Christian টা বউকে কিনে দিবো :#> :#> :#>
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঠিক আছে :!> :!> :!>
১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০
আমাবর্ষার চাঁদ বলেছেন: এমনিতেই ভালা আছি................... :-<
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম ভালো থাকটাই তো আসল । সবসময় ভালোই থাকুন
১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৩
স্বপ্নবাজ অভি বলেছেন:
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কি হলো ?
১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: Clive Christian Imperial Majesty ($215,000)
ইউ শিউর এবাউট প্রাইস???
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি যেখান থেকে কালেক্ট করেছি ওখানে এই প্রাইস লেখা আছে । আমি আবার চেক করে দেখেছি ।
২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৬
শাহরিয়ার খান রোজেন বলেছেন: আমার জন্য ডেনিম স্প্রেটাই ভালো।
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম স্মেলটা অনেক সুইট
২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭
দি সুফি বলেছেন: যেইরকম দাম দেখা যাচ্ছে, তাতে করে শরীরে একবার পারফিউম মাখলে পরবর্তী ৩-৪ মাসে আর গোসল করা লাগবে না!
০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কস্কি মমিন
২২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২১
জুন বলেছেন: আমার প্রিয় বান্ধবী প্রতিবার আমেরিকা থেকে আসার সময় আমার জন্য অনেক দামী দামী পারফিউম আনে। আমি সেগুলো এত যত্নে রাখি যে মাখতেই ভুলে যাই
ছবি দেখে মনে পড়লো আরেকটা এখনো বক্স থেকেই বের করিনি ।
সুন্দর পোষ্ট বিথী
+
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দেওয়ার সাথে সাথে মাখা স্টার্ট করবেন থ্যাংক্স আপু।
২৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১
তওসীফ সাদাত বলেছেন: জীবনে পারফিউম ব্যবহার কইরা দেখি নাই। ইহা ক্যামন লাগে ব্যবহার করতে ??
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ব্যাবহার করে দেখুন । তাহলে বোঝতে পারবেন কেমন লাগে ।
২৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
যুবাইরআজাদ বলেছেন: ডীয়ার সিস্টার,
আমিতো আতর ব্যবাহার করি, আতর সম্পর্কে জানলে একটা পোষ্ট দিয়েন, কিনতে না পারলে চেয়ে চেয়ে দেখবো আরকি! স্প্রে ছেড়েছি বেশ কিছু দিন হলো।
ধন্যবাদ, ভালো থাকবেন।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি তো আতর কখনো ব্যাবহার করিনি । আতর সম্পর্কে আমার কোন ধারনা নেই । সরি
২৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০
সাইবার অভিযত্রী বলেছেন: বোতল গুলা মেলা সুন্দর !
তওসীফ সাদাত বলেছেন: জীবনে পারফিউম ব্যবহার কইরা দেখি নাই। ইহা ক্যামন লাগে ব্যবহার করতে ??
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ সাইবার অভিযাত্রী ।
ব্যাবহার করে দেখুন কেমন লাগে ।
২৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১১
মাহবু১৫৪ বলেছেন: ++++++
সুন্দর সুগন্ধময় পোস্ট
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: থ্যাংক্স মাহবুব
২৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪
টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!! দারুণ ফ্রাজেন্স!!!!!!!
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: থ্যাংক্স সুইট টুম্পামনি
২৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব মূল্যবান পোস্ট
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
২৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১
সেলিব্রেটি ব্লগার বলেছেন: ফ্রী কোন কিছু নেই
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: তা তো জানিনা ফ্রী কিছু থাকলে আমাকেও জানায়েন
৩০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১
ভিয়েনাস বলেছেন: সে দিন দোকানে ক্লিভ ক্রিস্টিয়ানের বোতল নাড়া চাড়া করে দেখে আসছি তার গন্ধ এখনও পাই।গায়ে মাখলে আল্লাহ জানে কত দিন গন্ধ রয়ে যাবে। মেলা দামী পোস্ট বইনডি
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম আল্লাহই জানেন
৩১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
আমি সাজিদ বলেছেন: আপু জীবনে সর্বচ্চো এক্স ইয়ুস করছি।একবার ইথার্নাল লাভ ব্যবহার করছি।আপনি মনের কষ্ট বাড়াইয়া দিসেন
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ওকে যখন টাকা ইনকাম করবা তখন পছন্দের পারফিউম কিনিও
৩২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: সুগন্ধি পোষ্ট!
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম
৩৩| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:২১
অদ্বিতীয়া আমি বলেছেন: ইস কতো কতো দাম
পোস্ট ভালো লাগছে , কয়েকটা জানা ছিল , কয়েকটা নতুন জানলাম ।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আসলেই অনেক প্রাইজ ইচ্ছে থাকলেও উপায় নেই
৩৪| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এ পোস্ট আর পারফিউমের দাম দেখে মনে জাগে প্রশ্ন,
পারফিউম খায় না মাথায় দেয়
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মাথায় দেয় মনে হয়
৩৫| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:১২
যুবায়ের বলেছেন: এত টাকা দিয়া পারফিউম কিনুম??...
খাইচেরে...... এতো ফকির হওয়ার বুদ্ধি
হের থিকা আমার 'রয়েল ম্যরিজ' স্পোর্টস অনেক ভালা...
দাম মাত্রর ৭৮০ টাকা। সেই কৈশরে যখন ক্রিকেট খেলতাম তখন ঘেমে একাকার হয়ে যেতাম। বাড়ি যাওয়ার আগে স্পোর্টস ব্যগ থেকে গামছা বের করে তা পানিতে ভিজিয়ে গা মুছতাম হের পর রয়েল ম্যরিজ পারফিউমটা স্পে্র করে বাড়ি চলে আসতাম। শরীর থেকে ঘামের উটকো গন্ধ বের হলেই মায়ের হাতের মাইর নিশ্চিৎ!!...
আজ প্রয় ১৫/১৭ বছর পেরিয়ে গেছে জীবন থেকে....
আজো আমার বেডরুমের শোকেসে পাশাপাশি দুটি পারফিউম শোভা পাচ্ছে টকটকে লাল রঙের বোতলে রয়েল ম্যরিজ আর নীল রঙের বোতলে ব্লু লেডি। লালটা আমি ব্যবহার করি আর ব্লু লেডিটা আমার সহধর্মীমীনির।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করুন । এগুলো কিনতে হবে এমন কোন কথা আছে নাকি ?
৩৬| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫১
দুঃখী__ বন্ধু বলেছেন: শিশি গুলো সুন্দর । আরেকটু বিবরণ থাকলে পোস্ট আরো ভালো লাগতো ।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পোস্ট দেওয়ার পর বোঝেছি একটু বিবরন দেওয়া উচিৎ ছিল নেক্সট টাইম মাস্ট ।
৩৭| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত দাম ক্যান !! মাথাতো গরম অইয়া গেল। ,,,,,,,,,,,,,,,,,মাঝরি দামের কিছু পারফিউমের নাম আর দাম দেন
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এগুলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান পারফিউম। আমাদের জন্য নয়। ঠিক আছে আমরা কিনতে পারব এরকম একটা পোস্ট দিব।
৩৮| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
পোস্টে ঢুকেই কেমন যেন একটা সুন্দর ঘ্রাণ পেলাম। এটা কোন ব্র্যান্ড ?
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কোনটা কোন ব্রান্ড ?
৩৯| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১
স্বপ্ন নীল বলেছেন: কি রে ভাই এতো কম দাম আর বেশি দাম নাই
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আসলেই দাম খুব কম আমরা এসব ফকিরা দামের পারফিউম ইউজ করিনা
৪০| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২
রাইসুল সাগর বলেছেন: ওরে খাইছেরে দেখতে ভালো গন্ধও ভালো, তবে দামটা কেন কালো!!!
শুভকামনা নিরন্তর।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
এত কম দামের পারফিউম আমরা ইউজ করিনা
৪১| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১২
আমি তুমি আমরা বলেছেন: সবগুলার দাম দেখার পর মনে হইছে এর চেয়ে গায়ে ঘামের গন্ধ থাকাই ভাল
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: একদম ঠিক । ফাজলামো পাইছে । টাকা কী গাছে ধরে?
৪২| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনের কুনডা পছন্দ?
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: কেন কিনে দিবেন ?
৪৩| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৪
আমি ইহতিব বলেছেন: পারফিউম আমার অনেক পছন্দের কিন্তু এগুলোর দাম দেখে তো অক্কা পাওয়ার দশা হচ্ছে। কম দামী কিছু ভালো পারফিউম নিয়ে আরেকটা পোস্ট দিয়েন প্লিজ
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দূর আপু এসব ফালতু পারফিউম আমরা ইউজ করিনা । আমাদের জন্য একটা পারফিউম পোস্ট দিব আশা করছি
৪৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩
বাংলাদেশী দালাল বলেছেন:
পারফিউম গুলা শোকেসে রাইখা দিলাম।
পোস্টে +++++++++++++++++
ভালো থাকবেন।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: থ্যাংক্স ভাইয়া
৪৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫
আরজু পনি বলেছেন:
গোলাপজল আর লেবুর রস দিয়ে গোছলই এনাফ
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: রাইট
৪৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
সিস্টেম অ্যাডমিন বলেছেন: সুগন্ধি দ্রব্যের প্রতি আসক্তি আমার নেই। প্রথমে গন্ধটা ভাল লাগলেও যত সময় যেতে থাকে ততই তীব্র হয় তার গন্ধ ।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: নাতো। এমন হওয়ার তো কথা নয় । হাতে ইউজ করুন । যদি গন্ধ কড়া হয় এবং অসহ্য লাগে তাহলে হাত ধুয়ে নিন ।
৪৭| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: দেখেই চোখ জুড়িয়ে গেল। গন্ধ পাচ্ছি বোধ হয়। এগুলো গিফট পেলে ভাল হতো।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভাবিকে বলবেন গিফট করতে এবারের ঈদে ।
৪৮| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
বশর সিদ্দিকী বলেছেন: আতর মাখুম...........এত টেকা নাই।
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: রাইট ডিসিশান
৪৯| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪
যাযাবর৮১ বলেছেন:
নাই কেনে বিবরণ
দেখি শুধু আবরণ
সুগন্ধের কত না ধরন
সুগন্ধে হোক না মরন
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এমনিতেই বিবরণ ছাড়া দিয়েছিলাম অনেক শুভেচ্ছা আপনাকে
৫০| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭
যাযাবর৮১ বলেছেন:
নাই কেনে বিবরণ
দেখি শুধু আবরণ
সুগন্ধের কত না ধরন
সুগন্ধে হোক না মরণ
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:
৫১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩২
সাজিদ ঢাকা বলেছেন: এই জিনিসটা ব্যবহার করতে কখনোই মনে থাকে না , , তবে কিনি , কিছুদিন ধুলো জমে এরপর আম্মা নিয়ে যায়
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পারফিউম হেল্পস আ ম্যান টু ইনক্রিজ দ্যা পারসোনালিটি
৫২| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: দ্যা পারফিউম সিনমাটা -দেখতে পারেন...পারফিউম তৈরীর বিস্তারিত জানতে পারবেন! (দুর্বল চিত্তের মানুষেরা দুরে থাকুন)।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
ইমরাজ কবির মুন বলেছেন:
চলুন