![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রগতিশীল ফেমিনিস্টঃ
১। মেয়েটি নিজের বন্দিত্বের দাবীতে আন্দোলন করল। এটা নারীবাদের সরাসরি অপমান।
২। এতগুলো ছেলের সামনে মেয়েটি কিরকম বীরত্ব দেখালো। এই সাহস যদি অন্য কোন ইস্যুতে কাজে লাগাতো - খুব ভালো হত।
ভাদাঃ
১। এতগুলা ছেলের সামনে চিল্লাপাল্লা করল - ছেলেগুলা কিচ্ছু বলল না। হিন্দু ছেলেগুলা আসলে সেই লেভেলের ভদ্র।
২। এইরকম চিল্লানি কোন হিন্দু মেয়ে বাংলাদেশে বইসা দিলে তার গায়ের কাপড় থাকত? থাকত না!
৩। বাংলাদেশের মোল্লারা যদি ওইরকম ভদ্র হইত!
লুইচ্চাঃ
১। ছাত্ররা কেউ মেয়েটার গায়ে হাত দেয়ার সাহস পায়নি, টিচারেরা কিন্তু না দিয়া পারেনাই।
তসলিমা নাসরীনের ভক্তবৃন্দঃ
১। মেয়েটি কি মাসনাহ বা তালাকের বিরুদ্ধে এরকমভাবে কখনও রাস্তায় নেমেছিল? যে মেয়ে নিজের ভালো বোঝেনা, তাকে মেয়ে বলে ভাবতেই লজ্জা লাগে।
ওয়াজী হুজুরঃ
১। আজকে কর্ণাটকের মাটি যেরকম আল্লাহু আকবর ধ্বনিতে প্রকম্পিত হয়েছে - সেদিন বেশি দূরে নয়, যেদিন সারা দুনিয়াতে আল্লাহ্র নাম ছাড়া আর কিছু উচ্চারণ করার মত কেউ থাকবে না - ঠিক কিনা কন!
আল্লামা শফীর মুরিদানঃ
১। মাইয়া মাইনসের ভার্সিটি পড়ন ঠিক না, এই মাইয়ারে ফাইভ পাশের পর বিয়া দিলে এইরকম বেহায়াপনা করতে পারত না।
২। এতগুলা পোলার সামনে চিল্লায় - মাইয়ার ইজ্জতের ভয় নাই?
৩। মাইয়া মাইন্সের গলা নিচা রাখন ভালা। এত চিল্লাইলে আল্লাহ গোস্ব খাইব।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০১
বিটপি বলেছেন: আপনার ভাবনা তো আমি বলে দিতে পারিনি - সেটা আপনাকেই বলতে হবে।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: মেয়েটা যে এতগুলো ছেলের সামনে এমন সাহস দেখালো এবং তার কিছু হলো না; এটা ভেবেই শিহরিত হচ্ছি।
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৫৩
বিটপি বলেছেন: হিন্দী সিনেমা দেখে দেখে এসব স্টান্টবাজি এখন ইন্ডিয়ানদের কাছে ডালভাত। মেয়েটির কি হওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন?
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১২
প্রতিদিন বাংলা বলেছেন: চমৎকার কাজটি সে করেছেন
মার্জিত ভাবে আগ্নেয়গিরি হয়ে
"বিষয় যাই হোক সমর্থন যোগ্য "কারণকরার সাহস এম আপনার নেই
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:০৪
বিটপি বলেছেন: এটার জন্য খুব বেশি সাহস দরকার আছে বলে আমার মনে হয়না। ক্যামেরার সামনে কারো সাহস হবেনা একা একটা মেয়েকে হেনস্থা করা। মেয়েটা সেই সুযোগ নিয়েছে।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৭
জুল ভার্ন বলেছেন: প্রতিবাদী মেয়েটাকে নাজেহাল করলেই কি যথাযথ হতো বলে আপনি মনে করেন?
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৮
বিটপি বলেছেন: অবশ্যই যথাযথ হতো। ভারতের বজরঙ্ বা শিবসেনাকে অতীতে কখনও এত ভদ্র দেখা যায়নি। কট্টর হিন্দুবাদী দলগুলোর যে ইতিহাস, তাতে মেয়েটার এত কমে উৎরে যাবার কথা নয়।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৭
চাঁপাডাঙার চান্দু বলেছেন: হা হা, মজা পাইছি। প্রত্যেকটা গোষ্ঠীর চরিত্রই সঠিকভাবে বিশ্লেষণ করেছেন।
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৪
সোনাগাজী বলেছেন:
ভারতের মুসলানদের অর্থনীতির কি অবস্হা? দিল্লী, বোম্বাই, আহমেদাবাদসহ বড় বড় শহরের বস্তিতে ওরা বেশী কেন?
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৫
বিটপি বলেছেন: আপনার লেখা 'ভারতের হাইকোর্ট ও সুপ্রীমকোর্টে 'হিজাব' জয়ী হবে!' ব্লগে এর জবাব দেয়া হয়েছে।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: শুনেছি মেয়েটাকে অনেক মুসলিম সংগঠন টাকা পয়সা দিবে। কেউ কেউ দুই লাখ, কেউ পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষনা করেছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৬
বিটপি বলেছেন: এদের কোন বাজে উদ্দেশ্য অবশ্যই আছে। মেয়েটার ভালো কোন উদ্দেশ্য থাকলেও এভাবে তা নষ্ট করা হচ্ছে।
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৫
সোনালি কাবিন বলেছেন: এই লিংকে বলতেসে যে এই মেয়ে সেইমেয়ে না
https://www.altnews.in/no-this-is-not-a-photo-of-muskan-the-student-who-took-on-saffron-clad-mob-in-mandya/
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৬
বিটপি বলেছেন: ১০ নং মন্তব্যকারীর ধারণা এই মেয়ে সেই মেয়ে। তবে তা হলেও আমার কিছু যেয়ে আসেনা। আমি বুরকাওয়ালীর কথা বলেছিল। টাইট জিন্স পরা মেয়ের কথা বলিনি।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই ছবি দেয়ার মানে কি বলতে পারবেন ?
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৫
এভো বলেছেন: ইসলামে কি এইভাবে স্কুটি চালিয়ে বাহিরে এসে,বুকের উড়না ঠিক করতে করতে মেয়েদের এইরকম প্রতিবাদ ইসলাম সম্মত?
শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে মেয়ের একসাথে শিক্ষাকেই ইসলাম সমর্থন করে না।
সেখানে একটা মেয়ের এই ঘটনাকে দিয়ে ইসলামকে সিংহরুপে উপস্থাপন করে একই সাথে ইসলামের দৃষ্টিতেই মেয়েটাকে সমর্থন করা ইসলামি ভাইয়েরা তো মুরতাদ,মুনাফেক,বেঈমানি হয়ে যাচ্ছে।
Collected from online
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৭
বিটপি বলেছেন: ইসলামে সরাসরি নিষেধ করা নেই, এরকম যে কোন কাজ মেয়েরা পর্দা সহকারে করতে পারে। মু'তা এবং ইয়ারমুকের যুদ্ধে নারীরের সরাসরি অংশগ্রহণের ইতিহাস আছে। কাজেই এই কাজে মেয়েটির ইসলাম অসমর্থিত কন কাজের নমুনা পাওয়া যাচ্ছেনা।
১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার নিজের বক্তব্য কোনটা ?
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৩
বিটপি বলেছেন: এই ফালতু ব্লগে এত পাঠকের ভিড় দেখে আশ্চর্য হচ্ছি। কোনটা আপনাকে আকৃষ্ট করেছে? শিরোনাম, নাকি ছবি?
১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৮
সোবুজ বলেছেন: ওয়াজী হুজুরের বক্তব্য ভাল লেগেছে।সবথেক ভাল লেগেছে,ঠিক কিনা কন।আমি শুনেছি ,বলেন ঠিক কিনা।
১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৬
ঢাবিয়ান বলেছেন: ব্লগারদের বক্তব্য দেখতে চাই এই ইস্যূতে।
আমার বক্তব্য = ছবির মেয়েতি ও বোরখাওয়ালী মেয়েতি যদি এক হয়েও থাকে তাতে কোন সমস্যা দেখি না। সে জিন্স পড়বে না বোরখা পড়বে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যপার। তার পোষাকের বিরুদ্ধে কথা বলাটাই চুড়ান্ত অভদ্রতা ও অসভ্যতা।
১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৯
বিটপি বলেছেন: মুসলিম নারী পুরুষকে অবশ্যই সতর ঢেকে চলাফেরা করতে হবে। ইসলামে ড্রেসকোড হল সতর ঢাকা এবং পুরুষ মহিলা একে অপরের অনুকরণ না করা। ছবির মেয়েটি অবশ্যই দুদিক দিয়েই ইসলামী ড্রেসকোড লঙ্ঘন করেছে। যে সমাজে যে ড্রেস গ্রহণযোগ্য, সে সমাজে সে ড্রেস না পড়লে আপত্তি করাটা দোষের নয়। আমাদের দেশে চলাচলকারী বিদেশীরা খোলামেলা ড্রেস পড়ে খুব একটা রাস্তায় বের হয়না। তাদেরও বোধ জ্ঞান আছে।
১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৮
নেওয়াজ আলি বলেছেন: এই মেয়ের পক্ষে শত শত লোক লিখছে বিপক্ষে চিহ্নিত কিছু লোক লিখছে
১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১০
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: যার কাজ সে করবেই তবে এভাবে ছবি দিয়ে যারা কিছু প্রমান করার চেষ্টা করছে তাদের সম্ভবত চুলকানি সমস্যা আছে । ছবিটা কার ? তার অনুমতি নিয়েছেন ? কোথায় পাইছেন ছবি ? নিজে তুলেছেন ?উনি আপনের বইন ? ব্লগে দিয়েছেন - কোথায় পেয়েছেন , পোস্টে ক্রেডিট দিয়েছেন ?
রঙ্গ করছেন ঠিক আছে কিন্তু সেটা সম্ভবত আপনার চরিত্রের নোংরা দিকখানা উন্মুক্ত করে দিচ্ছে !!
১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৪
বিটপি বলেছেন: ছবিটা কার আমার জানা নেই। মুস্কান খানের হতে পারে, নাজমা নাজিরের হতে পারে, বা অন্য কারো হতে পারে। ইন্টারনেটে ভাইরাল কোন ছবি পোস্ট করতে কারো অনুমতির প্রয়োজন হয়না, যদিনা কপিরাইট করা হয়। ছবি পেয়েছি ব্লগার এভো'র কমেন্টে। নিজে তুলিনি। হ্যাঁ, উনি আমার বইন - কুল্লু মুসলিমীন ইখওয়ানা। মুসলিম না হলেও তাকে বেহেন/দিদি ডাকতে আমার কোন প্রব্লেম নেই। পোস্টে ক্রেডিট দেইনি, কারণ ছবিটি যে সেই বোরখাওয়ালীর - সে ব্যাপারের আমি নিশ্চিত নই।
আমার চরিত্রের নোংরা দিক উম্মুক্তই করা আছে - তার জন্য আলাদা গবেষণা করার প্রয়োজন নেই।
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৫২
এম এ কাশেম বলেছেন: ভন্ডরা ভন্ডামি করবেই, জারজরা অন্যকে জারজ ভাবতেই ভালবাসে।
নাস্তিক, বামপন্তি মোদির দালালরা সাধারন মানুষকে বিভ্রান্ত করার জন্য
এইসব প্রতারণার আশ্রয় নিয়েছে।
এই ছবির মেয়ে সেই সাহসী হিজাবদারী মেয়েটি নয়।
লিংক দিলাম; দেখুন: Click This Link
১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: তদলিমা গং আরো অনেক কিছুই বলতেসে ফেসবুকে।
১৮| ০১ লা মার্চ, ২০২২ রাত ১:১০
প্রবাসী ভাবুক বলেছেন: কে কি ভাবলো তার চেয়ে বড় কথা মেয়েটি সাহস দেখিয়ে প্রতিবাদ করে তার মত প্রকাশ করেছে। অধিকাংশ মেয়েই এরকম পরিস্থিতিতে ঘাবড়ে যেত।
১৯| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৫৫
নাহল তরকারি বলেছেন: ঘটনা এক দৃষ্টিভঙ্গি ভিন্ন।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: সবাই যে যা ভাবছে, আপনি বলে দিয়েছেন।
।
সবার ভাবনাই সঠিক যার যার অবস্থান থেকে।
তবে আমি কি ভাবছি তা কিন্তু কমুনা