নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিটপি

বিটপি › বিস্তারিত পোস্টঃ

সুখী দাম্পত্য জীবনের জন্য..........

২৭ শে জুন, ২০২২ সকাল ৯:৪০



ঘুম থেকে উঠে একবার ভালোবাসার দৃষ্টিতে পরষ্পরের দিকে তাকান।

সকালের নাস্তা ও বাচ্চাদের টিফিন একসাথে বানান।

বাচ্চাদেরকে ভাগাভাগি করে স্কুলের জন্য রেডি করুন।

বাইরে বের হবার সময় স্বামী স্ত্রীর কপালে চুমু দিন, স্ত্রী দোয়া পড়ে স্বামীর বুকে ফুঁ দিন।

অফিসে পৌঁছে স্ত্রীকে ফোন দিন।

দুপুরে খাবার সময় স্ত্রীর কথা স্মরণ করুন।

বিকেলে স্ত্রী স্বামীকে ফোন দিয়ে সংক্ষিপ্ত বাজারের লিস্ট দিন এবং তারপর একটু থেকে বলুন, "তাড়াতাড়ি চলে এসো, আমি অপেক্ষায়"

বাসায় ফিরে স্ত্রীকে সালাম দিন। বাচ্চাদেরকে আলাদা করে সালাম দিন।

সম্ভব হলে বাচ্চাকে নিয়ে একটু রাস্তায় হেঁটে আসুন, এ সময় তার পড়াশুনার খোঁজ খবর নিন।

রাতের খাবার সবাই একসাথে বসে খান। খাওয়ার পরে সংক্ষিপ্ত দোয়া করুন।

মশারী টাঙিয়ে দিন। আপনার জন্য এটা সহজ কিন্তু স্ত্রীর জন্য না।

বোনাসঃ

স্ত্রীর জন্য প্রতিদিনই কিছু না কিছু উপহার নিয়ে যানঃ ফুল, চকলেট, আইসক্রীম, উইশ কার্ড, লকেট, আংটি ডায়েরি, বই, গাছের চারা

কখনো চিৎকার করে কথা বলবেন না। ঝগড়া হলে কোন জবাব দেবেন না। ঝগড়া হল স্ফুলিঙ্গ, নীরবতা হল পানি, জবাব হল অক্সিজেন।

কখনোই মানসিক দূরত্ব তৈরি হতে দেবেন না। শয়তান তাহলে সুযোগ নেবেই নেবে।

সপ্তাহে অন্তত দুইবার শারীরিকভাবে মিলিত হোন। একদিন বৃহস্পতিবার রাতে, আরেকদিন যে কোন রাতে।

মাসে একবার বাইরে ঘুরতে বা খেতে যান। বছরে একবার কোন ট্যুরে যান।

বাচ্চাদের জন্মদিনে বাচ্চার মা/বাবাকেও শুভেচ্ছা জানান।

আয় ব্যয়ের হিসাব রাখুন, কিন্তু এই নিয়ে কখনও আলোচনা করবেন না। ভবিষ্যৎ পরিকল্পনা দুজনে মিলে করুন।

শুধু পড়লে হবে? আপনারাও কিছু যোগ করুন।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২২ সকাল ৯:৫৩

আলমগীর সরকার লিটন বলেছেন: এই হলো সুখি সংসার চমৎকার
শুভ কামনা-------------------

২৮ শে জুন, ২০২২ সকাল ৮:৫৩

বিটপি বলেছেন: সুখ অনেক কিছুর উপর নির্ভর করে। সবচেয়ে বেশি সুখ আত্মনির্ভরতা এবং পরিতৃপ্তির মধ্যে।

২| ২৭ শে জুন, ২০২২ সকাল ১০:০৮

জুল ভার্ন বলেছেন: জীবনে সুখ নামে পাখির নিসংজ্ঞ স্বর্গ বাস! জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না। অতএব, চাইলেই সুখি হওয়া যায়না, তবে স্বস্তি পাওয়া যায়- কোনো কিছু প্রত্যাশা না করে।

৩০ শে জুন, ২০২২ দুপুর ১:৫১

বিটপি বলেছেন: অতীত ভুলে যাওয়া ঠিক না, কিন্তু কেউ যদি অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যতের দিকে তাকায়, তবে অনেক সুখী হতে পারে বলে আমার বিশ্বাস।

৩| ২৭ শে জুন, ২০২২ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব কিছুই হয় না। এখন যে যার মত থাকে :(

০২ রা জুলাই, ২০২২ সকাল ৮:৫৯

বিটপি বলেছেন: সবাই আত্মবিস্মৃত হয়ে পড়ছে। নিজেকে চিনিয়ে দিতেই এই আয়োজন।

৪| ২৭ শে জুন, ২০২২ সকাল ১০:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আজকে একটা কাজের মতো কাজ করেছেন। চমৎকার একটি পোস্ট।

৫| ২৭ শে জুন, ২০২২ সকাল ১১:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নব্বইভাগ মিলছে। ছুটির দিনে সকালের নাস্তাটা আমিই বানায়।

৬| ২৭ শে জুন, ২০২২ সকাল ১১:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বলা সহজ করা কঠিন। প্রথম দিকে এগুলো সবাই করার চেষ্টা করে পরে এসবের তেমন কিছু করা হয়না প্রয়োজনটাই তখন আসল।

৭| ২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: জনাব, আমার একটি ছোট পরিবার আছে।
এবং আমি গর্ব নিয়ে বলতে পারি- আমার পরিবার সুখী পরিবার।

৮| ২৭ শে জুন, ২০২২ রাত ৮:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আচ্ছা !!!

৯| ১০ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৩

ইমরোজ৭৫ বলেছেন: আমি এসব ফলো করেছিলাম। ভালোবাসা তো পেলামই না বরং আমার সুনামে দাগ লেগে তালাক হয়ে গেলো। কত চেষ্টা করেছি স্ত্রীকে রাখার। কিন্তু সে আমার ভালোবাসা বুঝলো না।

গত কুরবানী ঈদে সিঙ্গেল ছিলাম। এখনো সিঙ্গেল।

১০| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: ভেবেছিলাম, পাঠকদের মন্তব্যে হয়তো এ তালিকাটা দীর্ঘতর হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.