নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরিওয়ালা

মেয়ে ঝালমুড়ি খেতে গিয়ে পেঁয়াজ পাই নাই, কাঁচামরিচ পাই নাই। এত্ত এত্ত শূন্যতা ভাল্লাগে না। মেয়ে কাছে এসো, পেঁয়াজ এনে দাও, ঝালমুড়ি মেখে দাও। মেয়ে এইভাবে আর চলে না। আসো কাছে আসো, পাশে বস, নইলে ওই শামিম কাক্কুকে দিয়ে আমায় গুম করে দাও।

বিভ্রান্তিকর ইকুয়েশন

ভাইরে আমি সেলেব্রিটিও না, ইভটিজারও না, নারীর বিশেষ সুবিধা গ্রহনকারীও না, চেতনা ব্যাবসায়িও না, বুদ্ধিজীবীও না। আমি ইস্টুডেন্ট মানুষ, বিদ্যা বেঁচে খাই আর হুমায়ুনের গল্পের হিমুগিরি করি।

বিভ্রান্তিকর ইকুয়েশন › বিস্তারিত পোস্টঃ

আজব মানুষ!আজব ভালোবাসা!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৪

কি আজব! কি আজব!

কেও বলছেন সংস্কৃতি!কেও বলছেন অপসংস্কৃতি!

কেও বলছেন ভ্যালেনটাইনস ডে হারাম! কেও বলছেন হারাম কারে বলে!

কেও ফুল বিক্রি করছে!কেও ফুল কিনছে!

কেও বলছেন সারাদিন ঘুমাবেন!কেও বলছেন সারাদিন ঘুরবেন!

কেও ভাবছেন আজ বলেই ফেলবেন মনের কথা!কেও ভাবছেন কিছু কথা না বলার থাকুক সনবসময়!

কেও পুরনো স্মৃতির পাতায় চোখ মুছছেন!কেও নতুন স্মৃতি গড়ছেন!

কেও বলছেন আই ডোন্ট কেয়ার!কেও বলছেন আই মাস্ট কেয়ার!

কি আজব! কি আজব!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬

শাহ আজিজ বলেছেন: ভালোবাসা দিবস বাঙ্গালী সমাজে একটি নতুন সংযোজন । গত ১৫ বছরে এই বিষয়টি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে নব প্রজন্মের ভিতরে । কে কাকে ঠেকায় অবস্থা এরকম পর্যায়ে পৌঁছেছে । আরবরা পয়সা দিতো জামাতকে েই ভারতীয় অধ্যুষিত সমাজকে বোমাবাজ সমাজে পরিনত করতে । জামাত শেষ । এখন বাকী চুনোপুঁটি দের দল যারা বাংলায় থেকে বাংলায় থেকে গায় আরবের জয়গান । নির্মম জারজ এরা । বৈশাখ ঠেকাতে পেরেছে ? একুশ?
তো জয় কাদের হল ? জয় হল বাঙ্গালীর / বাঙলার ।
ওরা ধ্বংস হোক জামাতের মতই ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

বিভ্রান্তিকর ইকুয়েশন বলেছেন: ওরা ধ্বংস হোক জামাতের মতই ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

এম আর ইকবাল বলেছেন: একদল মানুষ আছে,
যারা সমাজের কোন পরিবতর্ন গ্রহন করতে চায় না ।
মানুষ সব সময় এগিয়ে চলবে
চলার পথে অনেক নিয়ম জন্ম নেবে,
আবার অনেক নিয়ম এমনিই শেষ হয়ে যাবে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

বিভ্রান্তিকর ইকুয়েশন বলেছেন: আমরা পরিবর্তনের পথে হাটতে চাই।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

শাহ আজিজ বলেছেন: সহমত ইকবাল আর ইকুয়েশন । :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.