নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরিওয়ালা

মেয়ে ঝালমুড়ি খেতে গিয়ে পেঁয়াজ পাই নাই, কাঁচামরিচ পাই নাই। এত্ত এত্ত শূন্যতা ভাল্লাগে না। মেয়ে কাছে এসো, পেঁয়াজ এনে দাও, ঝালমুড়ি মেখে দাও। মেয়ে এইভাবে আর চলে না। আসো কাছে আসো, পাশে বস, নইলে ওই শামিম কাক্কুকে দিয়ে আমায় গুম করে দাও।

বিভ্রান্তিকর ইকুয়েশন

ভাইরে আমি সেলেব্রিটিও না, ইভটিজারও না, নারীর বিশেষ সুবিধা গ্রহনকারীও না, চেতনা ব্যাবসায়িও না, বুদ্ধিজীবীও না। আমি ইস্টুডেন্ট মানুষ, বিদ্যা বেঁচে খাই আর হুমায়ুনের গল্পের হিমুগিরি করি।

বিভ্রান্তিকর ইকুয়েশন › বিস্তারিত পোস্টঃ

ওয়েট অ্যান্ড সি ওয়ার্ল্ড!!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

ভালোবাসা আমাদের ক্রিকেটারদের ও আছে!

তাই তো ওদের ক্ষিপ্র আক্রমন।

শিশির ভাবী,আয়েশা ভাবী কতো আয়োজন নিয়ে বসে আছে। ভ্যালেনটাইন ডে বলে কথা।

ওরা ঘরে ফিরবে জয় নিয়ে।

ওরা ঘরে ফিরবে ভালোবাসা নিয়ে।

হাজার দর্শকের ভালোবাসা,বাঙ্গালীর ভালোবাসা,আয়েশা কিংবা শিশিরের ভালোবাসার কাছে -কে ১ম,কার স্ট্যাটাস কতো বড় তা ওদের দেখার বিষয় নয়।

আমরা পারি! আমরা পারবো!

ওয়েট অ্যান্ড সি ওয়ার্ল্ড!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.