![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাইরে আমি সেলেব্রিটিও না, ইভটিজারও না, নারীর বিশেষ সুবিধা গ্রহনকারীও না, চেতনা ব্যাবসায়িও না, বুদ্ধিজীবীও না। আমি ইস্টুডেন্ট মানুষ, বিদ্যা বেঁচে খাই আর হুমায়ুনের গল্পের হিমুগিরি করি।
আকাশে ভরা যৌবনা চাদ। চারিদিকে ভালবাসার রক্তিম অনুসঙ্গ।ভালবাসায় মাখামাখি হওয়ার এইতো সময়। আজ যদি খোলা মাঠে জ্যোৎস্না খেতে খেতে প্রেমিকার ঠোঁট খেতে না পারেন, তাহলে প্রেমিক হওয়ার কোন অধিকার আপনাকে দেয়া হয়নি। যদি এই ভালোবাসার রাতে চোখের জল নাকের জল এক করে ভালোবাসার কবিতার মতো সুন্দর পবিত্র কথাগুলো বলতে না পারেন, তাহলে প্রেমিক হওয়ার কোন অধিকার আপনাকে দেয়া হয়নি। প্রেমিকার হাত ছুঁয়ে আজ যদি সুনিলের কবিতার খাতা আওড়াতে না পারেন , তাহলে প্রেমিক হওয়ার কোন অধিকার আপনাকে দেয়া হয়নি। কফি কাপ হাতে উড়ে যাওয়া ধোঁয়ায় যদি দুজনের বিষাদগুলো উড়িয়ে না পারেন, তাহলে প্রেমিক হওয়ার কোন অধিকার আপনাকে দেয়া হয়নি। জ্যোৎস্না খেতে থাকুন, খেতে থাকুন প্রেমিকার থত।আজ রাতে প্রেমিক প্রেমিকার সংবিধান উন্মুক্ত। তাদের সংবিধান আজ তারা নিজেরাই গড়ে নিবে। কিংবা আজ সংবিধান ভাঙার মাঝেই আসল অহংকার।
©somewhere in net ltd.