নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরিওয়ালা

মেয়ে ঝালমুড়ি খেতে গিয়ে পেঁয়াজ পাই নাই, কাঁচামরিচ পাই নাই। এত্ত এত্ত শূন্যতা ভাল্লাগে না। মেয়ে কাছে এসো, পেঁয়াজ এনে দাও, ঝালমুড়ি মেখে দাও। মেয়ে এইভাবে আর চলে না। আসো কাছে আসো, পাশে বস, নইলে ওই শামিম কাক্কুকে দিয়ে আমায় গুম করে দাও।

বিভ্রান্তিকর ইকুয়েশন

ভাইরে আমি সেলেব্রিটিও না, ইভটিজারও না, নারীর বিশেষ সুবিধা গ্রহনকারীও না, চেতনা ব্যাবসায়িও না, বুদ্ধিজীবীও না। আমি ইস্টুডেন্ট মানুষ, বিদ্যা বেঁচে খাই আর হুমায়ুনের গল্পের হিমুগিরি করি।

বিভ্রান্তিকর ইকুয়েশন › বিস্তারিত পোস্টঃ

নষ্ট প্রেম

২৮ শে মে, ২০১৪ রাত ৮:২৩

দূর থেকে হঠাত করে দেখা,

হৃদয়ের কোণে সিনসিনে ব্যাথা,

চোখাচোখি,

কাছাকাছি আসা,

হয়তো বলে ফেলা ভালোবাসি,

হ্যাঁ কিংবা না এর খেলা কয়েকদিন,

একদিন হেরে যাওয়া,

প্রেমের নৌকায় নিয়মিত ভেসে চলা,

ভালোবাসার মাখামখি নিয়ত-প্রতিনিয়ত,

শেয়ারিং কেয়ারিং কতকিছু(!),

মাঝে মাঝে অন্যায় দু একটা আবদারের কাছে হার মানা,

ভালোবাসার বিশ্রী একটা অংশের কাছে বিক্রি হওয়া,

ক্রোমোজোমের কোণে জমতে থাকা ক্ষুদা একসময় তীব্র হয়,

ভালোবাসি তাই খুব বেশী কাছে আসি,

কিছু সময় ব্লাউজের হুকটুকু না হয় প্রেমিকের জন্য খোলাই যায়,

ভালোবাসার নির্মল সুখ,

কিছুটা অসেচতনাতা,

বয়সের হেঁয়ালি,

হঠাত করে চৈতন্য ঝাঁকি দেয়,

ওমা,আমি এটা কি করেছি,

না না!কাউকে জানতে দেয়া যাবে না,

যে এসেছে তাঁকে নীরবে বিধায় দাও,

ফেলে দাও আমার অলিখিত সন্তানকে ডাস্টবিনে,

আমি মুক্ত,

রোজ রোজ প্রেম প্রেম খেলা,

গোলাপের সুগন্ধের তলে ডাস্টবিনের গন্ধ একদমই নেই,একদমই নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.