![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী, ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে-মুখে ধোঁয়া...
কলাগাছ তুই,
ইচ্ছে হলেই কাটতে পারি
পৈত্রিক সূত্রে পাওয়া ধারালো বটি
খচাখচ...
বাতাস হলো বায়ু,
সীমানা নির্ধারিত
মলদ্বারে কি এসেছে ?
আটকা ।
রাজা বলেছে-
কান ধরে ওকে বারো বাজা
ধর্মীয় অনুভূতিতে আঘাত !
অপবাদ নয়
প্রাপ্য সাজা !
পাঞ্চার হলেই বা কি...
সাপের লেজে পা দিয়ে
কলা মাখানো দড়িতে ঝুলছে
গলার পীরিত
একটা-দুইটা-তিনটা-চারটা...
এখনো কি শুনতে চাও
পুরানো কাসুন্দি ঘেঁটে...
সবকিছু তো হারিয়েই যাবে,
পুকুরজলে নদী, দীর্ঘ পথ, কাঁটাবন, সবুজ ঘাস, নীল আকাশ
পখির ঠোঁটে খড়-কুটো, অনুরাগ, দেনা-পাওনা
তোমার স্পর্শ, কান্না, দিগন্তের ওপার...
তার আগেই যদি হারিয়ে ফেলি আমাকে
শুন্য খাঁচাতে, উদাস চোখের দৃষ্টিতে
তাহলে...
পথের দূরত্ব মেপে
যাযাবর হওয়া যাবেনা বলে
ভালোবাসাকে নির্বাসন দিতে এত ভয় !
অথচ সোনার থালায় সুখ
ভেঙ্গে পড়ছে পুবের জানালায়...
পথের দূরত্ব বাড়ছেই...
যে গোয়ালিনী দুধে জল মেশায়
মাটির ভাঁড়ে তার টক দই;
ঠাণ্ডা, শীতল অনুভূতিতে
গলাপানি সুখ । তার বাছুরকে ভাগাবে কে ?
তিন বছর পর জানা গেল
বুড়ো বলদের এঁড়ে ষড়যন্ত্র ।
এখন পাঁচ দিন রিমান্ডের চতুর্থ...
ডিজেল-কেরোসিনে দিয়াশলাই-এর কাঠি মেরে
গ্যাসের চুলায় ভূত চেঁপেছে, ঘুষের কথা আজ থাক
১লা বৈশাখে উৎসব-ভাতা, দূরে তো যেতেই হবে
তোমার মুখে ফুল-চন্দন পড়ছে, পড়ুক
ঘেয়ো কুকুরকে ঘি খাইয়ে কোন লাভ নেই
পশম উঠবেই, কার্তিকের আগেই...
তোমার লাশ কবর থেকে উঠানো হবে
ফরেনসিক রিপোর্টের জন্য যাবে পরীক্ষাগারে
যারা তোমার ধর্ষনের রিপোর্ট দিতে ভয় পেয়েছিল
তারা এবার শকুনের পাখায় বেঁধে দেবে নীল খাম
তারপর শকুন উড়ে যাবে উত্তর মেরু থেকে দক্ষিণ...
আরেকবার ফিরে আয় পাক-ইংরেজ,
ইস্পাহানি মির্জাপুরী চা\'য়ের সাথে
ভিজিয়ে নিই নাবিস্ক বিস্কুট,
কথা হোক বখতিয়ার খিলজি
বাংলা জয়-এ কতটা ঘোড়া এনেছিল
নীল চাষীর পেটে জমেছে তেলচর্বি
ক্ষুধা নেই তবু ব্যাংকের পাসওয়ার্ডে নাকি ভুল
মা কাঁদে, সবাই ভাষাহীন...
জমি দিয়েছি, দয়ার স্বাধীনতা
চাষ করতে পারো সরিষা, আদা, রুসুন, পেয়াজ...
রয়েল বেঙ্গল টাইগার হওয়া যাবেনা
তাহলে ২২ হাতের অনেক হাত\'ই হয়ে যাবে অসাড়
থাবা দেওয়ার আগে দু\'চোখে কান্দন...
সহজেই ঘাড় মটকে ঝুলিয়ে দেওয়া
শালা নখ-দন্তহীন...
তোমার জন্ম ও মৃত্যু দিনে
১০১টা স্বপ্ন
আশীর্বাদে দু\'চোখ ভারি;
হাড় ও কংকালের মুখে
কেন যে দেয়া যায়না
৪০০ পাউন্ড ওজনের ডান কেক,
দুঃখ তো থাকবেই !
বাবা নেই বলে
মায়ের আদরে দূর্দান্ত ক্ষুধা,
চাল ডাল আটা ময়দার সাথে
একটুখানি...
শীতের কুয়াশা শেষে আমের মুকুলে গুটি
তবু উদ্ভ্রান্ত ভ্রমরের চায় আরো মধু...
সেভেন মার্ডারে যতই হোক টেরোরিস্টের জন্ম
ক্যাঙ্গারু কোর্টে সাংবাদিকের প্রবেশ নিষেধ ।
ভাঙ্গা ঠ্যাং আর মচকানো হাতে
৫০-বার দরজা নক করার পর, না...
ধুলো ময়লা দূষণের নগর, বাতাসে দূর্গন্ধ
লালবাতি সিগনাল জ্যাম, গরমে হাসফাস;
ভি আই পি আসছেন, রাস্তা ছেড়ে দাও
ভিডিও কল-এ তোমার হাতে রজনীগন্ধা
অথচ বেলী চাই আমি, মিষ্টি ভালোবাসা;
যদিও শীতের গাঁদা এনেছে বসন্ত
পলাশের নাম...
ফসল উঠেছে, পরিশোধ করেছি দাদনের দেনা;
মেঘের হাসিতে এখন সূর্যের কিরণ !
মোটা ভাত আর মোটা কাপড়ে
পার করা যেত যদি শীত গ্রীষ্ম বর্ষা !
জলিম পাইক এর সওদাগরী ঋণে নেই
গরুর দুধের সর ।...
রোদ উঠেছে, আমের মুকুলে সু-গন্ধ
তিন মাস পর পান করব নতুন ম্যাংগ জুস,
তারপর ব্র্যান্ডেড লেবেলে সারাবছর মার্কেটিং...
পটেটো ক্র্যাকারে আছে মুড়মুড়ে স্বাদ,
পোড়া মুরগি নয়, গ্রিল । ঝাল ফ্রাই এ
বাড়তি স্বাদ হলে টেস্ট...
আলতা পায়ের বঁধূ এখন খুনখুনে বুড়ি
চুয়াল্লিশ বছর পর ঘোলাটে চোখে
জিজ্ঞেস করে স্বাধীনতার অর্থ
তেজি ঘোড়ার মতো ছুটেছিল কলিম শেখ
নয় মাস পর ফিরে আসেনি । যুদ্ধ কি শেষ ?
বিজয় দিবসের মহানায়ক...
©somewhere in net ltd.