![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী, ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে-মুখে ধোঁয়া...
তোমার জন্ম ও মৃত্যু দিনে
১০১টা স্বপ্ন
আশীর্বাদে দু'চোখ ভারি;
হাড় ও কংকালের মুখে
কেন যে দেয়া যায়না
৪০০ পাউন্ড ওজনের ডান কেক,
দুঃখ তো থাকবেই !
বাবা নেই বলে
মায়ের আদরে দূর্দান্ত ক্ষুধা,
চাল ডাল আটা ময়দার সাথে
একটুখানি জয় বাংলা,
যদি পাওয়া যায় ৮০ মন ঘি
নাকে খত দিয়ে কাঁদতে পারি
হুজুর যা বলবেন
সবকিছুতেই জ্বি ।
কেবল হাড়িভাঙ্গা বেহুদা
চার পা চার দিক দিয়ে ঘুমিয়ে
ভুলে গেলি সারাদিন আরামের কথা !
২| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭
আমিই মিসির আলী বলেছেন:
বাবা নেই বলে
মায়ের আদরে দূর্দান্ত ক্ষুধা,
চাল ডাল আটা ময়দার সাথে
একটুখানি জয় বাংলা,
যদি পাওয়া যায় ৮০ মন ঘি
নাকে খত দিয়ে কাঁদতে পারি
হুজুর যা বলবেন
সবকিছুতেই জ্বি
বাহ্।
+
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪০
বিজন রয় বলেছেন: ঘৃতস্বপ্নে হাড়িভাঙ্গা বেহুদা....... এই লাইনের মানে কি?