নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিদিন অাধুনিক হচ্ছে কবিতা...

সাবলীল মনির

আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী, ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে-মুখে ধোঁয়া...

সাবলীল মনির › বিস্তারিত পোস্টঃ

ও নদী মাধবী

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৫

নেমে গেছে বন্যার জল
কাদা, বালি, ঝিনুক ফুড়ে মুথা ঘাস
মাথা উঁচু করে দাঁড়াতে চায় হলুদ,
হিম সন্ধ্যায় ভাবনার কাতুকুতু...

মাধবী ঠিক এখানেই দাঁড়িয়েছিল
খেয়ালি বাতাসে বেপরোয়া চুল,
বার বার সরিয়ে দিলাম আলগোছে ।

নদী, আর কতটুকু মরে গেলে
বলো, আমি পার হবো হাঁটুজল !

মাধবী ঠিক এখানেই দাঁড়িয়েছিল
একদিন ভর সন্ধ্যায় উথাল-পাথাল,
অথচ, মাপা হলোনা বুকের গভীরতা !

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৫

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা।

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৩

সাবলীল মনির বলেছেন: ধন্যবাদ এহসান ভাই । এই ব্লগে অামি নতুন, তিন দিন অথিবাহিত করছি, তবুও প্রথম পাতায় অামার কবিতা দেখাচ্ছেনা, এরজন্য অামি কি করতে পারি ? বলবেনা কি ?

৩| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৬

খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে আপনাকে সুস্বাগতম! কবিতা সুন্দর হয়েছে। এখানে আপনার পদচারণা স্বাচ্ছন্দ্যময় হোক!

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

সাবলীল মনির বলেছেন: অাপনার পাতা ঘুরে এলাম এবং মন্তব্যও করেছি । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন খায়রুল ভাই ।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:২৩

রুদ্র জাহেদ বলেছেন: গভীর বোধের কবিতা।দারুণ ভালো লাগা+

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.