![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী, ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে-মুখে ধোঁয়া...
হঠাৎ শব্দহীন আমি, হার্ডডিস্ক ফাঁকা
অথচ নগরজুড়ে কথার কাকলি, চড়াই-উৎরাই...
বৃষ্টি, হাঁটুজল, ম্যানহোলের ঢাকনা খোলা
সিগনাল, সবুজ বাতি, হাতে গুণে পাঁচটা গাড়ি পার,
তারপর দীর্ঘ প্রতিক্ষায় ঘুঘনিভাজা মাথা
যখন তোমার চোখ আমার কবিতার খাতা,
রাশি রাশি কথামালায় কেটে যাওয়া শব্দখরা ।
তুমি আমার ডিলিট হওয়া ফাইল-পত্রের ব্যাকাপ
নগর-জলে পাল তোলা উদাসী হাওয়ার সংলাপ ।
২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৭
সাবলীল মনির বলেছেন: অাপনাকেও অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৫
এহসান সাবির বলেছেন: সুন্দর।
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৩
খায়রুল আহসান বলেছেন: তারপর দীর্ঘ প্রতিক্ষায় ঘুঘনিভাজা মাথা
যখন তোমার চোখ আমার কবিতার খাতা, - এক কথায় চমৎকার!
আপনার "প্রথম পাতা"র সমস্যাটা কি মিটে গেছে?
৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬
সাবলীল মনির বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল ভাই, হ্যাঁ, ঠিক এক সপ্তাহ পর মেসেজ পেয়েছি এবং তারপর থেকে লেখা পোস্ট দিলে প্রথম পাতায় দেখাচ্ছে ।
৫| ১৩ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৬
খায়রুল আহসান বলেছেন: ঠিক এক সপ্তাহ পর মেসেজ পেয়েছি এবং তারপর থেকে লেখা পোস্ট দিলে প্রথম পাতায় দেখাচ্ছে -- জেনে খুশী হ'লাম।
আপনার উত্তরটা এর আগে আমার নজরে আসে নাই, কারণ আপনি কথাগুলো আমার মন্তব্যের উত্তরে না বলে আলাদা মন্তব্য হিসেবে বলেছেন। আপনার লেখায় কারো মন্তব্যের উত্তর দিতে হলে তার মন্তব্যের ঘরে (উপরে ডানপাশে) যে সবুজ তিরচিহ্নটি আছে, সেটা ক্লিক করে লিখবেন, তাহলে সেটা আলাদা মন্তব্য না হয়ে ঐ মন্তব্যকারীর উত্তর হিসেবে যাবে। তখন মন্তব্যকারী নোটিফিকেশনও পাবে।
১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০০
সাবলীল মনির বলেছেন: এই ভুলটা প্রথম প্রথম বেশি হতো, এখন হয়না । কিন্তু অন্যের লেখায় মন্তব্য করলে তার উত্তরের নোটিফিকেশন অামি এখনো দেখতে পাচ্ছিনা কিংবা খুঁজে পাচ্ছিনা । অার অাজকে যে কবিতাটি পোস্ট দিলাম সেটি প্রথম পাতায় না দেখানোর কারনটাও বুঝতে পারছিনা । অনেক ধন্যবাদ খায়রুল ভাই ।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:২৮
রুদ্র জাহেদ বলেছেন: ছোট কবিতা,বিন্তু দারুণ+
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ