নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিদিন অাধুনিক হচ্ছে কবিতা...

সাবলীল মনির

আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী, ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে-মুখে ধোঁয়া...

সাবলীল মনির › বিস্তারিত পোস্টঃ

পথের মাঝে

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৬

মুন্নু সিটি পার হলে তরা ব্রিজ, মসৃন হাইওয়ে...
বাসের গতি বাড়ে জীবনকে কেড়ে নিতে, নেয়ও
এই পথ খেয়েছে তারেক মাসুদের মতো নির্মাতাকে !
আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী
ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে ধোঁয়া...

কৈলকে নেই, তবু কৈলকের কথা মনে পড়ে
সিগরেট ফুঁকতে পারিনা বলে ছেঁড়া মেঘে পাল তুলি
সামনে কে যেন বসে, হারিয়ে যাওয়া আঠার বছর আগের মতো মুখ
সাথে ছোট মেয়ে, হ্যাংলা মতো একটা লোক ।
কড়ি দিয়ে ভালোবাসা কিনিনি, লাভ-লোকশানের হিসেব বৃথা,
আশীর্বাদ করি, সুখে থাক জুলেখা, শিপ্রা, শিলা...

বাসের সীটে ঘুম, ভয় হয় মহাঘুম এলো বুঝি !
চলন্ত আরেকটি বাসের কাণিতে টোকা দিলো,
না, কিছু হয়নি, যাক বেঁচে গেলাম এ যাত্রা !

পরিশ্রম, রক্ত, ঘাম - সময় এগিয়ে যায়, বেলা-অবেলা
খাদের কিনারে বসে থাকে বছর, লাফ দিয়ে পার হয়
আয়নার ভেতরে মুখ । ভারি । এখনো কত অসমাপ্ত কাজ !
অভিযোগ করুন

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫

সাবলীল মনির বলেছেন: অাপনাকেও ধন্যবাদ, শুভকামনা রইল ।

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৫

এহসান সাবির বলেছেন: বেশ!

২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮

সাবলীল মনির বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

অন্ধবিন্দু বলেছেন:
কড়ি দিয়ে ভালোবাসা কিনিনি, লাভ-লোকশানের হিসেব বৃথা,
আশীর্বাদ করি, সুখে থাক জুলেখা, শিপ্রা, শিলা...


হাহ হাহ হা। মজা পেলেম, আপনার কবিতা পড়ে আবার তারেক মাসুদের কথা মনে করে ব্যাথিতও হলেম। তা ব্লগে কি কবিতাই লিখবেন, নাকি প্রবন্ধ-টবন্ধও হবে ?

লাইক বাটন চেপে শুভ কামনা জানালাম।

৪| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

সাবলীল মনির বলেছেন: অন্যকিছুও লেখার ইচ্ছে অাছে, কিন্তু অামার লেখা তো এখনো প্রথম পাতাতেই এলোনা, কবে অাসবে তাও জানিনা । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩

খায়রুল আহসান বলেছেন: পথ চলতে চলতে নানা লাগামহীন ভাবনা মাথায় এসে ভীড় করে। সংসারের কথা, দুর্ঘটনার কথা, প্রাক্তন প্রেমিকাদের কথা, জীবন দর্শনের কথা। এ সবকিছুরই সুন্দর অভিব্যক্তি ঘটেছে কবিতায়।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯

সাবলীল মনির বলেছেন: কী মজা, দুই জায়গাতেই অাপনার মন্তব্য পেলাম । ধন্যবাদ এবং শুভকামনা রইল ।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩৩

রুদ্র জাহেদ বলেছেন: আপনার অনেকগুলো কবিতা পড়লাম।ভালো লাগা রেখে গেলাম।অনেক ধন্যবাদ এবং শুভকামনা।ভালো থাকুন সবসময় সুপ্রিয় ব্লগার

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

সাবলীল মনির বলেছেন: সর্বপরি কেমন লাগল, জানাবেন । অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.