![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী, ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে-মুখে ধোঁয়া...
নেশা বাড়াসনে, অন্ধকারে একলা থাকি
গোপন টেলিফোনেও আড়ি পাতা ।
ভাবছি ভিডিও গেমস খেলে সময় পার করব,
কিন্তু ব্লগের পাতায় দেখি টান টান উত্তেজনা...
ন্যাংটা গণতন্ত্রকে পোশাক পরানোর চেয়ে
ফাউল্লা মঞ্চের নেতা হওয়া সহজ;
আহা, সেইসব হাড়িভাঙ্গা রাত আর নেই !
তবুও মারফতি নেশায় পোলাও, কোর্মা...
বুঝবিনা, হরতাল ডাকার মজাটাই আলাদা !
চোখের জলে বুক ভার, বিছানা ফাঁকা
বাবার কাঁধে সন্তানের লাশ । কতটা ভারী ?
কোন রাগ, অভিমান, ঘৃণা, উত্তেজনা নেই
কারণ, তিনি বিচার চান না । কেন চান না ?
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪
সাবলীল মনির বলেছেন: কবিতার কথা কিন্তু কিছুই বললেন না, হ্যাঁ দায়িত্ব তো বাড়লই, অাপনাদের সার্বিক সহযেগিতা পেলে এই ব্লগ এ লেখা চালিয়ে যেতে চাই । অাপনার অাজকের কবিতা পড়েছি, অসাধারন লিখেছেন, যদিও সময় অভাবে মন্তব্য করা হয়নি । অনেক ধন্যবাদ, শুভকামনা রইল ।
২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:০০
মোঃনাজমুল হাসান বলেছেন: অসাধারণ। মুগ্ধ হলাম কবি।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫
সাবলীল মনির বলেছেন: অনেক ধন্যবাদ, শুভকামনা রইল ।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬
অন্ধবিন্দু বলেছেন:
ব্যস্ত আছি তাই কবিতাটি পড়তে পারি নি। সময় করে কবিতার কথাও বলবো, জনাব মনির।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৯
সাবলীল মনির বলেছেন: অপেক্ষায় থাকলাম ।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: লিখতে থাকুন । প্রচেষ্টায় সব মেলে ।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
সাবলীল মনির বলেছেন: ধন্যবাদ ।
৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১
অন্ধবিন্দু বলেছেন:
সাবলীল মনির,
আপনার কবিতায় ক্রোধ আর অভিমানের পাশাপাশি ন্যাংটা বাস্তবতার রেশও আছে। কতটা ভারী ? এর উত্তর যে বহন করেছেন তিনিই জানেন। আমরা ভিডিও গেমস খেলতে থাকি ...
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:০০
সাবলীল মনির বলেছেন: মন্তব্যে অাপনার প্রতিক্রিয়া অামাকে মুগ্ধ করল । কিছু সত্য অামাকে সব সময় তাড়া করে, কবিতায় সেগুলো তুলে অানতে চাই, কিন্তু ভয় হয়, ঐ যে ন্যাংটা গণতন্ত্র, এর তো কোন মা-বাপ নেই । ভাল থাকুন নিরন্তর, অনেক ধন্যবাদ ।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৩
গেম চেঞ্জার বলেছেন: চালিয়ে যান। মনের ক্ষোভ থেকেই তো উঠে আসছে বাক্যগুলো।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৭
সাবলীল মনির বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার, শুভকামনা রইল ।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
প্রামানিক বলেছেন: মনের ক্ষোভের সুন্দর বহিপ্রকাশ হয়েছে। ধন্যবাদ
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:০১
সাবলীল মনির বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই, ভাল থাকুন ।
১০| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
ইরাইথ্রোসাইট বলেছেন: বাবা কেন বিচার চান না! সেই প্রশ্ন করেছেন, আবার যারা বিচারের দাবিতে হরতাল ডাকল- তাদেরও কটাক্ষ করেছেন! কেন এই দ্বিচারিতা কবি! অবস্থান টা স্পষ্ট হলো না!
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২
সাবলীল মনির বলেছেন: হরতাল যখন কিছু ভাড়াটিয়া লোক দিয়ে ডাকানো হয়, তখন তার গুরুত্ব অার কি থাকে ? অনেক ধন্যবাদ, ভাল থাকুন ।
১১| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০২
ইরাইথ্রোসাইট বলেছেন: হাসালেন কবি. .. জয় বাংলা বললেই কেউ লিগার হয় না, তেমনি বিরোধী দলের বিপক্ষে থাকলেই কিন্তু সরকারি দলে থাকা যায় না, যাই হোক বিশ্বাস টা যার যার, কাউকে জোর করে কিছু বিশ্বাস করানো যায় না... আপনিও ভাল থাকুন
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
সাবলীল মনির বলেছেন: একটা সময় অামারও তাই মনে হতো, কিন্তু সে বিশ্বাসের গুরুত্ব অনেক অাগেই হারিয়েছে তথাকথিত শাহ বাগীরা । অাবারও ধন্যবাদ, শুভরাত্রি ।
১২| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
ইরাইথ্রোসাইট বলেছেন: বিশ্বাস হারালে তো আর বলার কিছু নেই...
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
অন্ধবিন্দু বলেছেন:
আপনার কবিতা প্রথম পাতায় দেখতে পাচ্ছি। দায়িত্ব বেড়ে গেলো কিন্তু !
শুভ কামনা।