নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিদিন অাধুনিক হচ্ছে কবিতা...

সাবলীল মনির

আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী, ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে-মুখে ধোঁয়া...

সাবলীল মনির › বিস্তারিত পোস্টঃ

অাবার মসজিদে ভোটের প্রচারনা শুরু...

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

জামাতীদের বড় বদনাম ছিল, তারা মসজিদকে রাজনীতির বড় অাখড়া বানিয়েছে । এখন অবশ্য সেকথা বলার উপায় নেই, কারন তারা গর্তবাসি এবং তাদের অস্তিত্ব সংকটের মুখে । তাই বলে মসজিদের ভেতর পাবলিসিটি বা রাজনীতির চাওয়া-পাওয়া থেমে নেই ।

দেখলাম অাগের মত অাজও জুম্মার নামাজ শুরুর অাগে হুজুর ইসলামিক বিষয়ের উপর মাইকে বক্তব্য দিচ্ছেন । দুপুর ১.১০ । সবাই অাশা করছে হুজুরের বক্তব্য শেষে চার রাকাত সুন্নত নামাজ অাদায় করবে, কিন্তু হঠাৎ হুজুর ঘোষণা দিলেন, এখন অাপনাদের সামনে বক্তব্য রাখবে......... । বক্তব্য তেমন কিছুনা, দোয়াপ্রার্থী । বাকী জীবনটা মানুষের সেবা করে কাটিয়ে দিতে চান । পরিশেষে মসজিদ ফান্ডে ২৫,০০০ হাজার টাকা মুক্ত হস্তে দান । যাকে বলে দিল দরিয়া । কী চমৎকার পাবলিসিটি !

ছুটির দিন, অাল্লাহর ঘর মসজিদে যদি কিছু বাড়তি সময় ব্যয় হয়, ক্ষতি কি ? এক দিকে চলছে প্রতিপক্ষকে ধড়-পাকড় অন্যদিকে ফাঁকা মাঠে গোল দিয়ে ইউনিয়ন, পৌরসভাকে গিলে খাবার প্রস্তুতি । অার মসজিদ হলো ভোট চাওয়ার প্রাথমিক স্টেজ । টাকার বস্তাঘাড়ে পলাতক কালো বিড়ালটা হয়ত এই মজিজাটা ধরতে পারেননি, তাই সব মসজিদ-মাদ্রাসায় তালা ঝুলানোর কথা বলেছিলেন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭

সজিব হাওলাদার বলেছেন: ধর্মকে নিয়ে ব্যবসা,রাজনীতিতে আওয়ামিলীগ ও কোন অংশে পিছিয়ে নেই।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০২

সাবলীল মনির বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, শুভকামনা রইল ।

২| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১

সত্যের পয়গাম বলেছেন: আওয়ামীলীগ, বিএনপি দুইটাই ধর্ম ব্যবসায়ী। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি।

০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০২

সাবলীল মনির বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, শুভকামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.