![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী, ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে-মুখে ধোঁয়া...
ঘুটঘুটে অন্ধকার । সবাই ঘুমিয়ে
শীতের রাতে বাংলার ডাকাত, হা রে রে রে...
কোথায় তোরা ? লাঠি, সড়কি, ফলা আন !
দশ মিনিট । গয়না-গাটি, টাকা-পয়সা নিয়ে উধাও
নর্দমা, ইটভাটা, ক্ষেতের ফসল ভেঙ্গে তিন মাইল
সাহসি গ্রামবাসীর আধাঘন্টা পরের মিশন ব্যর্থ,
ততক্ষণে বেড়ে গেছে কুকুর বাহিনীর চিৎকার...
বাড়ির লোকের আহাজারি - সবকিছু শেষ !
মানুষের সমবেদনা আর মন্ডল-মাতব্বরের ভাবনা,
একসূত্রে গাঁথা সকলের বিপদের সম্ভাবনা ।
চিৎকার, চেঁচামেচি, কুকুরের অত্যাচার নেই
বাংলার ডাকাত এখন বড় ভাইয়ের নির্দেশনা -
দিবি, নয়তো রিমান্ডের পর লালঘর ঠিকানা !
সাবধান, শাড়ির আঁচলে বড় ভাই কিন্তু নিরাপদ !
২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮
সাবলীল মনির বলেছেন: ধন্যবাদ, অনেক ভাল থাকুন ।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
আরণ্যক রাখাল বলেছেন: কিছু বুঝি নাই
৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০২
সাবলীল মনির বলেছেন: না বুঝার মত কবিতা এটা না, তবুও যদি না বুঝে থাকেন তাহলেই সত্যিই দুঃখের বিষয় । ধন্যবাদ ।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩
গেম চেঞ্জার বলেছেন: বুইজলুম। কিন্তু ঘটনা হলো আপনি রিপ্লাই দিচ্ছেন না কেন?
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২১
সাবলীল মনির বলেছেন: ধন্যবাদ ভাই গেম চেঞ্জার । কোন্ রিপ্লাই এর কথা বলছেন ? ঠিক বুঝলামনা ।
৬| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭
গেম চেঞ্জার বলেছেন: এইতো উপরের যে কয়টা কমেন্ট, সবগুলো কমেন্টের।
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৯
সাবলীল মনির বলেছেন: প্রথম তো, তাই মাঝে মাঝে এই ভুলটা প্রায়ই হচ্ছে । অনেক ধন্যবাদ ।
৭| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩১
শামছুল ইসলাম বলেছেন: প্রথমে এসেই তো সাড়া ফেলে দিয়েছেন কবি !!!!!
ভাল লাগা টুকু অটুট থাকুক।
ভাল থাকুন। সবসময়।
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩
সাবলীল মনির বলেছেন: তাই বুঝি ? শুনে ভাল লাগল । ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২
কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগায়-মুগ্ধতা রেখে গেলাম,শুভকামনা রইলো ...