![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী, ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে-মুখে ধোঁয়া...
রাগ, দুঃখ, ঘৃণা - দু'চার লাইন কবিতা...
ছন্দহীন জীবন, হা-হুতাশে সময় ক্ষেপণ;
সৃষ্টি ? তপস্যা করো বারোমেসে !
ঘুঘু ও ঘুঘুর ফাঁদ দেখে, আস্ত একটা
অভিজ্ঞতা নিয়ে প্রতিদিন বাড়ি ফেরা;
ভয়ংকর চোখ, ময়লা ও আবর্জনার পুকুর,
বিষ্ঠামুখে কত সহজেই বের হয়ে যায়
অনায়াশ নোংরা !
তার ছেড়া মাতাল নয়, রীতিমত অহংকার ।
তবু, ময়নার চোখে স্বপ্ন, ফুলশয্যার রাত
গরম ভাতের থালা সাজাবে । কপালে ঘাম
চোখে-মুখে চিরায়ত বাংলার গৃহলক্ষ্মী ।
আমি প্রতিদিন খালি পায়ে হেঁটে যাই
খড়-কাটা জমিন,
সুচের মতো পায়ে বিঁধে । তবুও হাটি...
ফুল ও ফসলের হাসি দেখব বলে
২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল ।
৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২
প্রামানিক বলেছেন: তবু, ময়নার চোখে স্বপ্ন, ফুলশয্যার রাত
গরম ভাতের থালা সাজাবে । কপালে ঘাম
চোখে-মুখে চিরায়ত বাংলার গৃহলক্ষ্মী ।
চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
সাবলীল মনির বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই, ভাল থাকুন ।
৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১
কিরমানী লিটন বলেছেন: চমৎকার মুগ্ধতা রেখে গেলাম,কবিতায় +
শুভকামনা রইলো-অ নে কে ...
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।
৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭
অন্ধবিন্দু বলেছেন:
খড়-কাটা জমিন,
সুচের মতো পায়ে বিঁধে । তবুও হাটি...
ফুল ও ফসলের হাসি দেখব বলে
ভয়ংকর অভিজ্ঞতা কিংবা ছন্দহীন জীবন অনায়াশে সব মেনে নেয়...
কবিতার এই বাস্তবতা পাঠক মনে বিঁধেছে বেশ। তবুও ফুল ও ফসলের হাসিতে ভালোলাগা রইলো।
ধন্যবাদ, সাবলীল মনির। ভালো থাকবেন।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০
সাবলীল মনির বলেছেন: ধন্যবাদ অাপনাকেও, মন্তব্য পেয়ে খুব ভাল লাগল ।
৬| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৫
শামছুল ইসলাম বলেছেন: দারুণ স্বাপ্নিক সংগ্রামী অনুভূতিঃ
//আমি প্রতিদিন খালি পায়ে হেঁটে যাই
খড়-কাটা জমিন,
সুচের মতো পায়ে বিঁধে । তবুও হাটি...
ফুল ও ফসলের হাসি দেখব বলে//
ভাল লেগেছে।
ভাল থাকুন। সবসময়।
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভকামানা রইল ।
৭| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬
আহমেদ জী এস বলেছেন: সাবলীল মনির ,
সাবলীল লেখা ।
ঘুঘু ও ঘুঘুর ফাঁদ দেখে, আস্ত একটা
অভিজ্ঞতা নিয়ে প্রতিদিন বাড়ি ফেরা;
প্রতিদিনের কঠিন বাস্তব ফুঁটে উঠেছে ।
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভকামানা রইল ।
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +