![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী, ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে-মুখে ধোঁয়া...
ঘর নেই, চাবি দেবো কার হাতে ?
পঞ্চাশ পেরোনো যুবক,
নিরুদ্দেশ হয়েছিলাম কয়েকবার
চেনা মুখগুলো বিদঘুটে, জটিল
পড়া যায়না ।
অচেনা মুখে অগনিত মানুষের ভীড়
সবাই ছুটছে...
ডাইনিং টেবিলে খাবার প্রস্তুত
পেটে তবু আজন্ম ক্ষুধা,
সবাই শো-কেসে সুখ সাজাতে ব্যাস্ত !
ইট-পাথরের অচেনা নগর
শ্রম ও ঘামের হিসেব কে রাখে ?
ফিরে এসেছি কাদা ও জলের কাছে
সাদা মনের দৌড়-ঝাপ যদি দেখা যায় !
পুরানো একটা হারমোনিয়াম আছে
ভাঙ্গা গলায় জুড়ে দিই উদাসী লালন,
হঠাৎ জুটে যায় দু-একজন অকর্মা !
পঞ্চাশ পেরোনো যুবক,
জিজ্ঞাসা করোনা, ঘর নেই কেন ?
আমি বলতে পারবনা ।
২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
সাবলীল মনির বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই, শুভকামনা রইল ।
৩| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৪
রক্তিম দিগন্ত বলেছেন: পঞ্চাশ পেরোনো যুবক!
নামটা বেশ ছিল। পছন্দ হয়েছে। কবিতাটাও সুন্দর হয়েছে।
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভকামানা রইল ।
৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৭
কিরমানী লিটন বলেছেন: পুরানো একটা হারমোনিয়াম আছে
ভাঙ্গা গলায় জুড়ে দিই উদাসী লালন,
হঠাৎ জুটে যায় দু-একজন অকর্মা !
পঞ্চাশ পেরোনো যুবক,
জিজ্ঞাসা করোনা, ঘর নেই কেন ? মুগ্ধতার ছড়ানো চমৎকার কবিতা- অভিনন্দন প্রিয় সাবলীল মনির ভাই ...
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভকামানা রইল ।
৫| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২১
শামছুল ইসলাম বলেছেন: পঞ্চাশ পেরোলে কি কেউ যুবক থাকে?
কবি তো চির তরুন, আশিতে বা একশতেও।
তাই ভবঘুরে কবির কন্ঠে শুনিঃ
//ঘর নেই, চাবি দেবো কার হাতে ?
পঞ্চাশ পেরোনো যুবক,
নিরুদ্দেশ হয়েছিলাম কয়েকবার
চেনা মুখগুলো বিদঘুটে, জটিল
পড়া যায়না ।//
কবির সাথে হেমন্তের এই খটখটে সকালেও কাদা-জলে মাখামাখি করতে ইচ্ছে হচ্ছেঃ
//ইট-পাথরের অচেনা নগর
শ্রম ও ঘামের হিসেব কে রাখে ?
ফিরে এসেছি কাদা ও জলের কাছে
সাদা মনের দৌড়-ঝাপ যদি দেখা যায় !//
পঞ্চাশ পেরোনো সাদা মনের যুবকের সাথে বাউল হতে সাধ জাগছেঃ
//পুরানো একটা হারমোনিয়াম আছে
ভাঙ্গা গলায় জুড়ে দিই উদাসী লালন,
হঠাৎ জুটে যায় দু-একজন অকর্মা !
পঞ্চাশ পেরোনো যুবক,
জিজ্ঞাসা করোনা, ঘর নেই কেন ?
- আমি বলতে পারবনা ।//
কবিতা পাঠের আনন্দ টুকু কবিকে পাঠালাম সামুর মাধ্যমে।
ভাল থাকুন। সবসময়।
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯
সাবলীল মনির বলেছেন: লাইন বাই লাইন অাপনার মন্তব্য বলে দেয় অাপনি শুধু কবিতাটি পড়েননি, অনুধাবনও করেছেন । মন্তব্যে অাপনার চমৎকার উপস্থাপনায় মুগ্ধ হলাম । অসংখ্য ধন্যবাদ, শুভকামানা রইল ।
৬| ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার কবিতা। +
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভকামানা রইল ।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
প্রামানিক বলেছেন: অচেনা মুখে অগনিত মানুষের ভীড়
সবাই ছুটছে...
ডাইনিং টেবিলে খাবার প্রস্তুত
পেটে তবু আজন্ম ক্ষুধা,
সবাই শো-কেসে সুখ সাজাতে ব্যাস্ত !
চমৎকার কবিতা। ভাল লাগল। ধন্যবাদ