![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী, ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে-মুখে ধোঁয়া...
পদ্মার ঝিনুকের চুন, অার
শেয়ার বাজারের নুন, খেয়ে
ক্রস ফায়ারের খুন !
কে বলেছে, উঠিয়ে নিলেই গুম ?
লাশ খেতে অার ভাল লাগেনা !
হাতে দারুণ একটা ট্রাম কার্ড !
কবর খুঁড়লেই হাড্ডি, কংকাল, বিশ্বাস...
অাহা, কত দিনের নেশা !
পরাণ পাখিতে কচ্ছপের অায়ু
শকুনের গলায় ঘন্টা,
এসো এসো হে ২০৪১ !
সমৃদ্ধ কুকুরের পেটে ঘি
পশম উঠলে ঘেয়ো চামড়া,
সাবধান ! লাথি দিওনা
লুই কান অভিশাপ দেবে !
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪
সাবলীল মনির বলেছেন: বলেছেন: ঠিক বলেছেন, সত্য কথা বলতে মানা । অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইল ।
২| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
প্রামানিক বলেছেন: সমৃদ্ধ কুকুরের পেটে ঘি
পশম উঠলে ঘেয়ো চামড়া,
সাবধান ! লাথি দিওনা
এত দেখি বিপ্লবী কবিতা। ধন্যবাদ
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১০
সাবলীল মনির বলেছেন: অাকাশে-বাতাসে বিপ্লব, জমিন ফাঁকা ! জানিনা একাত্তর কেমন ছিল । মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই, ভাল থাকুন নিরন্তর ।
৩| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
আহমেদ জী এস বলেছেন: সাবলীল মনির
সহ-ব্লগার প্রামানিক এর কথা - এত দেখি বিপ্লবী কবিতা।
সহ-ব্লগার তাশফিয়া নওরিন বলেছেন --- সাবধান ! Sotto boilona ।
আমি বলি ---- যাদের আঁতে লাগবে তারা অভিশাপ দেবে !!!
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭
সাবলীল মনির বলেছেন: যাই বলুন, সহ-ব্লগার তাশফিয়া নওরিন কিন্তু ঠিকই বলেছেন, দেখুন না সত্য বলতে অাজ কত ভয় ! মেরুদন্ড অাছে তবে সোজা হয়না, কারন............ । ভাল থাকুন ভাই অাহমেদ জী এস, অসংখ্য ধন্যবাদ ।
৪| ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
আরণ্যক রাখাল বলেছেন: কুকুরে পেটে ঘি!
কবিতা ভাল লেগেছে
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৫| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬
শামছুল ইসলাম বলেছেন: প্রতিবাদী কবিতা।
ভাল লেগেছে।
ভাল থাকুন। সবসময়।
১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:০৫
রুদ্র জাহেদ বলেছেন: সমৃদ্ধ কুকুরের পেটে ঘি
পশম উঠলে ঘেয়ো চামড়া,
সাবধান ! লাথি দিওনা
লুই কান অভিশাপ দেবে !
তাতে তাদের কিচ্ছু যায় আসে না!!!
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২১
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল ।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮
তাশফিয়া নওরিন বলেছেন: সাবধান ! Sotto boilona