![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী, ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে-মুখে ধোঁয়া...
রাফ খাতায় লেখা কবিতা
প্রতিবাদ নয়, ঝাল-মুড়ি, ছল-ছুতো...
অনায়াশ রাজ্যপাটে মন্ত্রির হুংকার-
মানুষ পেটানোর মজাই অালাদা !
ধূলির ধরায় ভিক্ষা চাও ?
সবাই অন্ধ খোঁড়া বোবা...
গ্রাম উজাড় করে পুরুষশূন্য খেলা
বিরোধী ছাল-বাকলা উপড়ে ফেলো;
গেদু ভাই'ই হবে এবার জনপ্রতিনিধি
মুক্তিযোদ্ধার সনদ যোগাড় করা সোজা !
জুমার নামাজে কোন সমাবেশ করছিনা,
তবু কুকড়ে যাওয়া হুজুর ! মাইক দিবিনা ?
ভোট চায়না, দোয়া চায়, শুধু দোয়া
রাফ খাতায় লেখা কবিতা, প্রতিবাদ নয়
প্রকাশ করলে নন্দিত ফুলেল শুভেচ্ছা-
বালতি মিজানের নিশানা কিন্তু মিস হয়না !
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল ।
২| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
বাহ ! শেষ লাইনটায় বাজিমাত করে দিলেন মনে হচ্ছে।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪
সাবলীল মনির বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ. শুভকামনা রইল ।
৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫৬
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল+
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৫
সাবলীল মনির বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল ।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: ধূলির ধরায় ভিক্ষা চাও ?
সবাই অন্ধ খোঁড়া বোবা দারু্ণ লাগল