![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী, ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে-মুখে ধোঁয়া...
দামী পরিচালকের ছবিতে অভিনয় করব
কতদিনের স্বপ্ন !
যৌবনে ঘুণ, ঝুলে পড়েছে আকর্ষণ...
এবার অফার পেয়েছি, হাত ছাড়া করব কেন ?
চরিত্র ছোট - তাতে সমস্যা নেই
কাহিনী - ঐতিহাসিক প্রেক্ষাপট,
অভিনয় করলেই ইতিহাসের সাক্ষী !
জরিমন কাঁদছে...
ঢলঢলে বুকের ফাঁকে লাইট, ক্যামেরা, চোখ ।
এক হাতে জীবনের ভার, অন্ধকার
অন্য হাত দেখিয়ে দেয় জমিন !
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
সাবলীল মনির বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, এখানে ঘুণ বলতে যৌবন অনেকটাই ম্লান, অার লাইট ক্যামেরা দিয়ে বুড়িকেও ছুড়ি বানানাে যায় অনায়াসে ।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
যৌবনে ঘুণ, ঝুলে পড়েছে আকর্ষণ...
এই লাইনটার সাথে শেষে মেলাতে পারছিনা। যদি ঘূণে ধরা যৌবন হয় আকর্ষণ ঝুলে পড়ে তাহলে লাইট ক্যামেরার দর্শন ঠিক মিলছেনা।
তবে কবিতার থীমটা দারুণ।