![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ডাল-ভাতে ছুটে চলা আকাশ-নদী, ফুলবানুর সংসারে সাঁতার কাটি, চোখে-মুখে ধোঁয়া...
পুকুর-জলে নদী হলে
একাকার হয়ে যাবে গ্রাম, শহর, জনপদ...
তারপর বন্যা আসবে, নতুন পানিতে ছড়াবে
ময়লা, মাছি, রোগ-বালাই, ঘৃণা, রক্ত, আক্রোশ
আপাতত খোড়া-খুঁড়ি বন্ধ ।
কেঁচো-কাটা কোদাল তোলা থাক সাপের জন্য
ফনা তুললেই মেরুদন্ডে আঘাত !
একদল গাধা, বলে দিয়েছি ঋণ নিয়েছে
তবু পুকুর খুঁড়ে নদী বানানোর সাধ !
তোর মনোনয়ন তো বাতিল হবেই
তা না হলে বিনা প্রতিদ্বন্দিতায় জিতব কি করে ?
শুনি ?
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
সাবলীল মনির বলেছেন: অামি কিন্তু অনেক সহজ করে বলেছি, একেবারে সময়ের কথা, যা হচ্ছে এখন । অসংখ্য ধন্যবাদ ।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
গেম চেঞ্জার বলেছেন: ওঃ তাই। আমার চিন্তার পদ্ধতি আসলেই জটিল হয়ে গেছে।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯
গেম চেঞ্জার বলেছেন: মেটাফোরটা ঠিক ধরতে পারিনি। তবে প্লাস দিতে কার্পন্য নেই।