![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কওয়া হয় জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। আমার জিন্দেগির শুরু হইছিলো আমার জন্মের মাধ্যমে। জন্মের সময়কার স্মৃতি মনে না থাকলেও আমি যে জন্মাইছিলামই এইডা নিয়া মনে কোনো সন্দেহের স্হান আছিলো না ...জন্মিলে মরিতে হইবে বিধায় মরার ব্যাপারটাও নিশ্চিত....খালি কবে কখন আর ক্যামনে এইডাই জানি না......জন্ম আর মৃত্যুর ব্যাপারটা নিয়া অবগত থাকলেও বিয়ার ব্যাপারটা নিয়া জানতাম না। বিয়ার ব্যাপারটার ক্ষেত্রেও কার সাথে হবে মুটামুটি জানা থাকলেও কুথায় আর কবে হবে সেইটা জানা ছিলো না.....এখন সবার অবগতির জইন্য জানানো যাইটাছে যে গত ছয়মাসের ত্যানা পেচানির পরে শিশির সিন্ধু ইজ ম্যারেড নাউ ...আই রিপিট শিশির সিন্ধু ইজ ম্যারেড নাউ
....বিয়ার গল্পকথা হিস্টোরি এক্সপেরিয়েন্স বিস্তারিত সিরিজ আকারে বলা হইবে আপাতত বিয়ার কিছু নেগেটিভ পার্শ্বপ্রতিক্রিয়া নিয়া আলোচনা করা হইবে....
১/ বন্ধু বান্ধব আত্নীয় স্বজন সবারই ধারনা আমার ব্উ খুব সুখে থাকবে কারন আমি রান্না বান্না করতে পারি....এবং এই বিষয় নিয়া আমার বউরে পাইকারি হারে কঠিন কান পরা দেয়া হইতেছে
।
২/ এলাকার যে কোনো ফার্মেসিতে ঢুকলে আমি কি কিনি সেইটা সবাই নিবিঢ় পর্যবেক্ষনে রাখে এবং ফার্মেসির মালিক কর্মচারি আমার দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসে
, আর যহন ডেহে যে আমি নাপা আর নইলে হিস্টাসিন কিন্তে আইছি তহন হেগি চোখে হতাশা বাইয়া বাইয়া পড়ে (এখন আমি বুঝি যে সব ফার্মেসির ই অন্য এলাকার বান্ধা কাস্টোমার থাকে
)
৩/ ম্যাগি, কোকোলা, মি: নুডুলস সহ সব ইন্সট্যান্ট নুডুলসের মসলার প্যাকেটের সাথে বিশেষ কিছু প্রডাক্টের প্যাকেটের সাদৃশ্য থাকায় বি্ব্রত অবস্হায় পড়তে হয় (দুইবার হইছে) ।
৪/ চোরের মতন গোসল করতে হয় ।
৫/আগের মতন থ্রি কোয়ার্টার পইরা রাস্তা দিয়া হাটন যায় না ।
৬/ ক্যান ইউ বিলিভ যে শিশির সিন্ধুর উপরে বাইরের খাওন দাওনের প্রতি জোর নিষেধাগ্গা জারি হইছে এবং সেইটা আমারে মানতে বাধ্য করা হইতাছে, কবে যানি যুদ্ধ ঘোষনা কইরা ফেলি
।
৭/ রাইত ৯-১০ টার ভিতরে ঘরে ফিরতে হয়।
৮/সবাই খালি কয় যে বউ নিয়া বাসায় বেড়াইতে যাইয়ো।
৯/ আগে যেমন ধুপধাপ খালি হাতে একজনের বাসায় গিয়া বেহায়ার মতন খাইতে বইসা পড়তাম এহন আর সেই কেস নাই....কারো বাসায় যাইতে হইলে কনুই নইলে নাক দিয়া কলিং বেল টিপ দিতে হয় কারন দুই হাত ভর্তি ফল মিস্টির পোটলা থাকে।
১১/কথায় কথায় বন্ধু বান্ধব বিয়াইত্যা কইয়া খোটা দেয় (আংগুর ফল চুককা)
১২/ব্লগ লেখনের টাইম পাই না।
১৩/শ্বশুড় বাড়িতে আলিশান আদোর যত্ন কইরা রাজভোগ খাওয়ায় কিন্তু প্লেট চাইট্যা খাইতে পারি না, গোশতের হাড্ডি, মাছের কাটা, চিংড়ির মাথা না চাবাইয়া প্লেটের কোনায় রাইখ্যা দিতে হয়।
১৪/অনেক মার্জিত ভাষায় কথা কইতে হয়।
আরো আছে ধীরগতিতে বুঝতাছি....
প্র্যাকটিস না করলে যে মানুষ সব কিছুই ভুইল্যা যায় এইডা আজকে অনেক দিন পরে লিখতে যাইয়া বেশ ভালো মতন বুঝতে পারতাছি তারপরেও দুনিয়াতে সুখের কস্ট বইলা যে একটা জিনিষ আছে, জিনিষটার অস্তিত্ব টের পাইতাছি.....দোয়া কইরেন
বি:দ্র: ব্লগে খুব শীঘ্রই ফিরা আমু রেসিপি আর খাওন দাওনের পুস্ট নিয়া ইনশাল্লাহ।
ব্যুফেতে গিয়া কেমনে টাকা উসুল করবেন??(গবেষনা মুলক পোস্ট)
শিশির সিন্ধু'স ফুড, রেসিপি এবং ফুড রিলেটেড পোস্ট সমগ্র ১
০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৭
শিশির সিন্ধু বলেছেন: বিয়া বাড়িতে গিয়া ক্যামনে খাওন খাইবেন শিরোনামে আমিই যে একটা পোস্ট দিছিলাম...সেইটা যে আমার বিয়াতেই মানুষ প্রয়োগ করবো সেইটা ভাবি নাই......তার উপর আপনাগো দাওয়াত দিলে তো আমারে আর খুইজা পাওন যাইতো না
.....ধইন্যবাদ
ক ং গ্রা চু লে শা ন ফর বিং অ্যা সাকসেসফুল ফুড ফাইটার
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৭
ব্লগার রানা বলেছেন: আমনে
থো
ভচ
হেহেহহেহেহহেহেহেহেহেহহেহেহেহেহেহেহেহহেহেহেহেহেহ
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪
শিশির সিন্ধু বলেছেন: এহন আর নাই
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৪
কস্কি বলেছেন: অপিনন্দন!!
তারমানে আপনি ও অর্ধমৃতের কাতারে শরীক ............
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫
শিশির সিন্ধু বলেছেন: আংগুর ফল চুককা
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৭
কালোপরী বলেছেন: অভিনন্দন
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০
শিশির সিন্ধু বলেছেন: ধইন্যবাদ
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৪
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অভিনন্দন!
৬/ ক্যান ইউ বিলিভ যে শিশির সিন্ধুর উপরে বাইরের খাওন দাওনের প্রতি জোর নিষেধাগ্গা জারি হইছে এবং সেইটা আমারে মানতে বাধ্য করা হইতাছে, কবে যানি যুদ্ধ ঘোষনা কইরা ফেলি!
ইয়ে আরেকটা কতা :#> ভাবি সাব কামটা ক্যম্নে করছে জান্তে মুঞ্চায়! যদি কইতেন!
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭
শিশির সিন্ধু বলেছেন: বাইরের কোনো জায়গায় খাওন খাইলে বিয়ের সবচেয়ে আকর্ষিত কারন হইতে আমাকে বন্চিত করা হইবে
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০
আশিকুর রহমান ১ বলেছেন: আপনার লিখা পড়ে ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার এবং আপনার পরিবারের জন্য।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০
শিশির সিন্ধু বলেছেন: অনেক অনেক ধইন্যবাদ
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: কাক্কা.......শেষ পর্যন্ত তুমিও.......
কি আর করার..... যা হওয়ার হইছে.....এখন কোপা শামসু.....
তোমারে আর ভাবীরে অভিনন্দন.......অনেক অনেক.......আর নতুন জীবনের জন্য শুভ কামনা......।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮
শিশির সিন্ধু বলেছেন:
শেষ পর্যন্ত কামডা কইরাই ফেলাইলাম....অনেক অনেক ধইন্যবাদ
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২
উলম্ভ বলেছেন: ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। অনেক দিন পর পেলাম লিলির লিন্দুর লিখা। আল্লাহ লিলির লিন্দুর রুহের মাগফেরাত দান করুন। এবং তাঁর বিদেহি আত্মাকে জান্নাত নসিব করুন।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭
শিশির সিন্ধু বলেছেন: আমিঈঈঈননন
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০
মুনসী১৬১২ বলেছেন: অভিনন্দন
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২
শিশির সিন্ধু বলেছেন: ধইন্যবাদ
১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৫
কস্কি বলেছেন: আঙ্গুর ফল মোটেও চুক্কা না!!
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫
শিশির সিন্ধু বলেছেন: লাগে আপনেও বিয়া কইরাহালাইছেন
১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭
লেখক বলেছেন: বাইরের কোনো জায়গায় খাওন খাইলে বিয়ের সবচেয়ে আকর্ষিত কারন হইতে আমাকে বন্চিত করা হইবে (
শিইখ্যা লাখলাম! সময়মতো প্রয়োগ করুম!
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০
শিশির সিন্ধু বলেছেন: তারমানে আপনের এহনো বিয়া হয় নাই...
১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৮
পাকাচুল বলেছেন: হা হা হা, পছন্দ হলো, বুকমার্ক করে রাখলাম, বউকে দেখাতে হবে।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১
শিশির সিন্ধু বলেছেন: কারো হলমার্ক আর কারো বুকমার্ক
১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
মৈত্রী বলেছেন:
এই মিয়া!!!
আপনে কই ছিলেন এতোদিন????????????????
(পোস্ট পড়িনাই, এখন পড়তে যাচ্ছি)
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮
শিশির সিন্ধু বলেছেন: ছিলাম আশেপাশেই....এখন থেকা সামনে আসার চেস্টা নিমু আবার
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২
ভারসাম্য বলেছেন: এখন আমি বুঝি যে সব ফার্মেসির ই অন্য এলাকার বান্ধা কাস্টোমার থাকে ...
মাত্রতো ছয়মাস। অন্য এলাকার ফার্মেসি বান্ধা কাস্টোমারটার মেয়াদ আর ছয়মাস থাকতে পারে বড়জোড়। অবশ্য ততদিনে আরো নয়া কাষ্টমার অ্যাড হইবে। আপ্নিও ঘরের পোলা ঘরের কাছের ফার্মেসিতেই সব কিছুর লাইগ্যা ফিরা আসপেন।
এইডাই দুনিয়া। আংগুর ফল চুক্কা।
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
শিশির সিন্ধু বলেছেন: ঘরের কাছে আইতে হইবো সেইডা আমিও জানি
১৫| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
কস্কি বলেছেন: আবার কয়!!
সেইটাতো কত আগেই ..................
১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬
শিশির সিন্ধু বলেছেন: তাইলে তো এত দিনে পাইনসা হইয়া যাওনের কতা
১৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১
রুথলেস রাস্টস বলেছেন: ভাই আপ্নেরে চরম মিসাইছি। এক্টা মানুষ এম্নে হারায় যায়??
সুখবর আশা করতেসি, ভাল থাকবেন।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫
শিশির সিন্ধু বলেছেন: আসলেই বোধয় হারায় গেসিলাম..ফিরা আসনের চেস্টায় আছি, দোয়া রাইখে...ধইন্যবাদ
১৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: অল ইজ ওয়েল কাক্কা?
কাকী ভালো?
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫
শিশির সিন্ধু বলেছেন: জ্বী অল ইজ ওয়েল, কাকী ভালো। আপ্নের খবর কি?
১৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০
শামীম অহাম্মদ মজুমদার বলেছেন: হের লাইগাইত কই আপনেরে খুইজা পাইনা কেন। নতুন জীবনের জন্য শুভকামনা । ভালো থাকবেন আর তারা তারি রেচিপি চাই। BFC টাইপ চিকেন ফ্রাই রেচিপি চাই ছিলাম মনে আছেতো?
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭
শিশির সিন্ধু বলেছেন: এহন যে খুইজা পাইলেই এইতো বেশি......বিএফসি টাইপ রেসিপি দিতাছি খাড়ান
১৯| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭
বাকপটু বলেছেন: বিয়া করা ভালু না
বউরে পিজ্জা খাওয়াইছেন???
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৫
শিশির সিন্ধু বলেছেন: বিয়া করা ভালু....আর পিজ্জা বহুত আগে থেকাই খাওয়াতাছি
২০| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:০৬
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: কাক্কা কিছু তো লেখ পিলিজ.....এমন ডুব মারো কেন?
২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
শিশির সিন্ধু বলেছেন: লেখমু লেখমু
২১| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:৪২
অচিন.... বলেছেন: শালি নাই? :!>
২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
শিশির সিন্ধু বলেছেন: আছে
২২| ২০ শে মে, ২০১৩ রাত ৯:৩৮
হুপফূলফরইভার বলেছেন: আর কি কি অসুবিধা কুসুবিদা আচে লিকে দেন! অদূর ভবিষ্যতে কামে লাগিবেক
২১ শে মে, ২০১৩ রাত ১১:৩৪
শিশির সিন্ধু বলেছেন: আপাতত সুবিধা লইতাছি........জিনিসটা টেম্পোরারি তো!
২৩| ২০ শে মে, ২০১৩ রাত ১১:৫৭
বাকপটু বলেছেন:
২১ শে মে, ২০১৩ রাত ১১:৩৫
শিশির সিন্ধু বলেছেন: কি?
২৪| ২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১০
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: শালি সাহেবা রে সেলাম..... :#>
কাকা খাইবা কিছু? খালি আওয়াজ দেও.....
২১ শে মে, ২০১৩ রাত ১১:৩৬
শিশির সিন্ধু বলেছেন: খাওন দাওন পরে আগে ৬৫ জনের পিছে গিয়া লাইনে খাড়াও :-< :-<
২৫| ২২ শে মে, ২০১৩ দুপুর ২:২৬
আহমেদ সাব্বির পল্লব বলেছেন:
এইডা কিছু হইল?
২২ শে মে, ২০১৩ রাত ৮:১৬
শিশির সিন্ধু বলেছেন: এতদিন পরে আইলে এইডাই হইবো
২৬| ০২ রা জুন, ২০১৩ দুপুর ২:২৮
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: হেলু.....হাঢুঢু....
১৫ ই জুন, ২০১৩ রাত ১১:০৪
শিশির সিন্ধু বলেছেন: valu
২৭| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩
এন ইউ এমিল বলেছেন: [email protected]
গ্রাম দেখতে চলে আসেন
২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:২০
শিশির সিন্ধু বলেছেন: ইনশাল্লাহ চইলা আমু যেকোন দিন
২৮| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৪
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: কেমতে কি? বিয়ার সাইড এফেক্ট তো মেজর এফেক্ট হইয়া গেল। ব্লগে আসা কমাইলে বলা যাইত সাইড এফেক্ট...... গায়েব হইয়া যাওন তো মহামারী এফেক্ট......
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬
শিশির সিন্ধু বলেছেন: গায়েব হইনাই রে ভাই....পলায় পলায় পুস্ট পইরা যাই গিয়া....তয় অনেক লেখত ইচ্ছা করে তয় শেষ পর্যন্ত আর লেখা হয়না
২৯| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৮
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ব্যাপুক ঝামেলা... বিবাহু করুম না.............
১২ ই মার্চ, ২০১৪ রাত ২:০০
শিশির সিন্ধু বলেছেন: না করলেও ব্যাপুক ঝামেলা
৩০| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩১
চানাচুর বলেছেন: অভিনন্দন!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫১
নাফীস কাজী বলেছেন: বিয়া করলেন কিন্তু দাওয়াত দিলেন না !!
রেজালাটতো মিস করলাম।
ব্যাপার না! এখন একটা বুফে লাঞ্চের দাওয়াত দিলেই হবে। 
ব্যাপার না ! এসব একটু-আধটু শর্ত সমস্যা মেনে নিয়ে একত্রে বসবাসের নামইতো সংসার।

আপনার বাইরের খাওয়া ব্যান শুনে দুঃখ্য পেলাম।
অ টঃ আপনার ফর্মুলায় খাইতে খাইতেতো এখন আমি মাঝারি মানের খাদক !
লাস্ট ব্যুফেতে ৫৬ আইটেম খেয়েছি @ বাটনরৌজ ।