নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশির সিন্ধু

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এ এ এ

শিশির সিন্ধু › বিস্তারিত পোস্টঃ

বিয়া বাড়িতে গিয়া ক্যামনে খাওন খাইবেন (রিপুস্ট)

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

শীতকাল চইল্যা আইছে লেডিস এন্ড জেন্টলম্যানেরা। শীত মানেই বিয়া বিবাহের সিজন। তাই ঝাপাই্য়া পড়ার আগে জানতে হবে।
জানার জন্য ক্লিক করেন এইহানে

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

মৈত্রী বলেছেন: আপনি এখনও জীবিত আচেন??????

মিয়া, আপনের বিয়াতেই দাওয়াত দেন নাই!!!!!

০৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

শিশির সিন্ধু বলেছেন: আলহামদুলিল্লাহ, আল্লায় বাচায় রাখছে। বিয়াতে দাওয়াত না দিয়া ভুল কৈরা ফেলছি। এইবার আরেকটা বিয়া করায় দেন। এইবার নিশ্চিত দাওয়াত দিমু।

২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯

টম কুরুজ বলেছেন: ভাইজানের ল্যাখা পইড়া ফ্যান হইয়া গেছিলাম। চিজি বাইট পিজার যেই ছবি দিছেন মাশাল্লাহ :| X(( X(

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২০

শিশির সিন্ধু বলেছেন: ঐ পিজা বানানের ভিড্যু টিউটোরিয়াল আসতাছে

৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫২

মানবী বলেছেন: এক কুমির ছানা দেখিয়ে আর কতো বছর? :-)
নতুন কোন খাদ্যাভিজান নেই আমাদের সাথে শেয়ার করার মতো!!

খুব শিঘ্রী আপনার মজার সব লোভনীয় পোস্ট পড়ার সুযোগ হবে সকলের এমন আশা করি।

২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

শিশির সিন্ধু বলেছেন: আরে খাইছে!!! মেলা দিন পর আপনার দেখা পাইলাম..ক্যামন আছেন আপনে? আমি আসলে দেশের বাইরে চইলা আইছি, খাওয়া খাইদ্য আগের মতই জারি আছে কিন্তু লেখার সময়টা ঠিক আগের মতন পাই না।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

বাংলার ফেসবুক বলেছেন: বাসিয়া দাওয়াত খাওয়ার জন্য আপনার নিমন্ত্রণের অপেক্ষায় রইলাম।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

শিশির সিন্ধু বলেছেন: বাসিয়া দাওয়া্ত কি??

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

দেবজ্যোতিকাজল বলেছেন: হ …………:):):):):D

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

শিশির সিন্ধু বলেছেন: যবরল

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

মানবী বলেছেন: বাহ্! তাহলেতো খুব ভালো কথা! কষ্টকরে একটু সময় করে লিখুন।
ভিন্নদেশের খাবার নিয়ে আপনার এ্যডভেন্চার খুব শিঘ্রী পড়ার সুযোগ হবে আশা করি।

ভালো থাকুন সব সময়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

শিশির সিন্ধু বলেছেন: খাওয়া খাইদ্য নিয়া ঘটনা কিংবা দুর্ঘটনা সব জায়গায় নিয়মিত জারি আছে। ইনশা আল্লাহ খুব শীঘ্রই জানামু। আপনিও ভালো থাইকেন সবসময়

৭| ২০ শে মার্চ, ২০১৬ ভোর ৫:০৯

বাকপটু বলেছেন: অনেকদিন পরে সামুতে লগইন করলাম,গুগুলে সামুর ব্যাপারে ঘাটতে ঘাটতে আপনার বিখ্যাত পোস্ট গুলা পেয়ে গেলাম এবং এক নিমিষে সব পড়ে ফেললাম,হঠাৎ করেই মন ভালো হয়ে গেল
কেমন আছেন আপনি??

বাই দ্য ওয়ে,আপনার পিজা পোস্টের অনেক বড় ফ্যান আমি,আপনার হাত ধরেই পিজার খুঁটিনাটি জিনিস শিখেছি,উপরে দেখলাম লিখেছেন ভিডিও রেসিপি আসছে, সেটার প্রোগ্রেস কতটুকু?

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

শিশির সিন্ধু বলেছেন: কোনো প্রগ্রেসই নাই, মানে ছিলো না আরকি, কিন্তু কিছু ভাই বেরাদর, সিস্টার অনেক কইরা চাইতেছে যেন জিনিষটা করি। তাই ভাবতেছি একটু টাইম বাইর কইরা ব্যাপারটা ঘটায় ই ফেলমু।

৮| ২০ শে মার্চ, ২০১৬ ভোর ৫:১৫

সাগর মাঝি বলেছেন: আপনার বিয়েটা কব...?
প্রথমে আপনার বিয়েতে বিনা দাওয়াতে খাবো।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৫

শিশির সিন্ধু বলেছেন: ভাইরে বিয়া করার পর থেকাই সব বন্ধ কৈরা সংসারে মন দিছি

৯| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪১

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

শিশির সিন্ধু বলেছেন: লেখতে ভুইলা গেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.