নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন নাট্যের পরাজিত এক গণ্ডমূর্খ অভিনেতা।

কাল হীরা

কাল হীরা › বিস্তারিত পোস্টঃ

কষ্টের বর্ণ আলোচনা

২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২০

জীবন যাপনে সম্পূর্ণ সুখী মানুষের খোজ পাওয়া একবিংশ শতাব্দীতে খুবই দুষ্কর। নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে শতভাগ পরিতৃপ্ত কোন ব্যক্তির খোজ জানা থাকলে, আপনি পৃথিবীর সীমিত কয়েকজনের মধ্যে একজন।

আচ্ছা, সবাই-ই যদি হতাশা ও না পাওয়ার বেদনা নিয়ে বেচে থাকে, তাহলে কি পৃথিবী নামক সব সম্ভব এই গ্রহ থেকে কি স্রস্টার কৃপাদৃষ্টি কি সরে গেছে?????

না, সৃষ্টিকর্তার দয়া আমাদের উপর থেকে হারিয়ে যায় নি। নইলে ধুলিস্মার এই পৃথিবী তার অস্তিত্ব হারিয়ে ফেলত অনেক আগে ই।

তাহলে প্রশ্ন জাগে, সবাই কেন এই মানসিক দুর অবস্তার মধ্য দিয়ে জীবন অতিক্রম করছে??
সম্ভবত, আল্লাহ পাকের দানের চেয়ে তাঁর নিকট আমাদের প্রত্যাশার চাপ অনেক বেশি। এখনকার চেয়ে আরেকটু ভাল জীবনযাপনের আসায় সুখ নামক মরীচিকার পিছনে ছুটে ক্লান্ত, পরিশ্রান্ত আমরা দিনশেষে না পাওয়ার বেদনা আরেকটু বাড়িয়ে রাত্রিযাপন করছি।

কখনও কি আমরা ভেবেছি যে, আমাদের ঠিক কি কি ভোগ-বস্তু পেলে আমরা সুখী বলে মেনে নিব???!!!!
এর উত্তর হয়তো আমাদের কারও জানা নেই !!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.