![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘পক্ষ নিলে রক্ষা নাই’ শাহাবাগের অনেক আগুন ঝরা স্লোগানের মধ্যে একটি। এই স্লোগানটিকে ঘিরে একটি মিচ্র মতবাদ সৃষ্টি হয়েছে সাধারণ জনগনের মাঝে। যদিও শাহাবাগের আন্দোলন অনেকবার সুস্পষ্ট করে দিয়েছে যে তারা সকল যুদ্ধ অপরাধীদের বিপক্ষে; কিন্তু কেন জানি একটি মহল বা দল সবসময় ঐ আন্দোলনকে তথা তাদের কর্মকাণ্ডকে কলসিত করার আপ্রান চেষ্টা করছে। এখানে একটা বিষয় সুস্পষ্ট করতে চাই যে ঐ স্লোগানটি ‘পক্ষ নিলে রক্ষা নাই’ শুধু মাত্র তাদের উদ্দেশে যারা প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে ঐ যুদ্ধ অপরাধীদের পক্ষে।
তাই ঐ স্লোগানটি কোন রাজনৈতিক দলের পক্ষে অথবা বিপক্ষে নয়। যেহেতু এটি যুদ্ধ অপরাধীদের বিপক্ষে, তাই যারা অথবা যেই দল/ গোস্টি ঐ নর পশুদের পক্ষে- অবশ্যই ঐ স্লোগানটি তাদের উদ্দেশে। কেন জানি না আমাদের প্রধান বিরোধীদলটি এখনও নিরলস পরিশ্রম করে যাচ্ছে এই আন্দোলনটিকে কলশিত করতে তথাপি ঐ যুদ্ধ অপরাধীদের বিচার কারজক্রমকে ব্যাহত করতে। আমাদের দেশের প্রধান বিরোধীদল সবসময় বলেন তাদের প্রতিষ্ঠাটা স্বাধীনতার ঘোষক এবং আমরা অনেকেই জানি ঐ দলে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। তাহলে প্রশ্ন আশে কি এমন ভালোবাসা যার কারনে আপনারা এখনও ঐ নর পশুদের জনগনের সম্মুক্ষে ত্যাগ করতে পারছেন না। ‘বেক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’ যদি আপনাদের স্লোগান হয়ে থাকে কোন এক সময়ের তা হলে আপনারা কি উত্তর দিবেন?
আমাদের প্রধান বিরোধীদলের নেতারা কেন জানি মনে করেন আমরা (এই তরুণ সমাজ) কিছুই বুঝিনা, কিছুই জানিনা আর কিছুই করতে পারি না। হয়তো শাহাবাগের এই আন্দোলন তাদের মতবাদে কিছুটা হলেও পরিবর্তন আনতে পারবে; আর যদি তারা এখনও জেগে জেগে ঘুমায় আর হাত নাচিয়ে মাথা নাড়িয়ে অবাস্তব স্লোগান দেয় ও কুৎসা রটনা করে ঐ আন্দোলনকে নিয়ে। তাহলে মনে রাখবেন এই তরুণ সমাজ আপনাদেরকেও বয়কট করতে পারে।
যারা শাহাবাগে গিয়েছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন যে ঐখানে দল-মত নির্বিশেষে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। কারন তারা সবাই একটা চেতনায় বিশ্বাসী সেটা হল স্বাধীনতা; কোন চাটুকারিতার নয়। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যে শাহাবাগ এমন একটি প্লাটফর্ম যেটা সাধারণ জনগনের; যেখানে বাবা-মায়েরা নির্দ্বিধায় সকল ভয় উপেক্ষা করে তাদের সন্তানদের নিয়ে এসেছেন ও সন্তানরা তাদের বাবা-মার সাথে একি স্লোগান তুলেছে। এই বিরল চিত্র কোন দলের সমাবেশে দেখা গেছে বলে আমার মনে হয় না।
তাই অবশেষে ঐ শারথান্নাসি মহলের মনে রাখা উচিৎ যে যতই কুৎসা রটনা করেন না কেন, যতই মিথ্যা অববাদ দেননা কেন; একটি বিষয় সুস্পষ্ট যে সত্যির জয় হবেই। কারন আল্লাহ্ (সুভানাউতায়ালা) বলেছেন যে যদি তোমরা সত্য দিয়ে মিথ্যার অপর আঘাত আনো তাহলে মিথ্যা বিলুপ্ত হবেই কারন মিথ্যা নেচারই হচ্ছে বিলুপ্ত হওয়া।
সর্বশেষে বলব পক্ষ নিলে রক্ষা নাই...!
©somewhere in net ltd.