![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের এই স্বাধীন ভূখণ্ডে এখনও অনেক বাক্তি, দল বা গোস্টি রয়েছে যারা আমাদের দেশে বাস করেন, দেশের সকল সুযোগ সুবিধা ভোগ করেন অতঃপর এই দেশের বিপক্ষে কথা বলেন ও অবস্থান নেন। দুঃখের বিষয় এই যে তারা এই স্বাধীন ভূখণ্ডে থেকেও তাদের চিন্তাধারা এখনও পরাধীন ও চাটুকারিতায় ভরপুর। এইসব চিহ্নিত কিছু বেক্তি অবাধে স্বাধীনতার বিরোধী কথাবার্তা বলেন ও অপকর্মে লিপ্ত থাকেন। ঐ শারথান্নাসি মহল সবসময় স্বাধীনতার ইতিহাসকে কলশিত ও দাবীয়ে রাখার চেষ্টা করেছেন তরুণ প্রজন্মের থেকে। কিন্তু তারা হয়তো জানেনা যে সত্যকে মিথ্যা দিয়ে দাবিয়ে রাখা যায় না; কারন সত্য প্রকাশ হবেই।
তারই প্রতিফলন হচ্ছে শাহাবাগের আন্দোলন। যেখানে এই তরুণ সমাজের একটি চেতনা সেটা হল স্বাধীনতার চেতনা, কোন দল বা বহির শক্তির চাটুকারিতা নয়।
আশ্চর্যের লাগে কেন এতদিন ধরে এই গুটি কয়েক চাটুকারদের বিরুদ্ধে কোন দৃষ্টান্ত মূলক ব্যাবস্থা নেয়া হয় নাই। এখনও তারা গন মাধ্যমে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেন। তাদের কাউকে বলতে শুনি ‘বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের...’। এখন প্রশ্ন ওঠে কেন এতো কটাক্ষ করে কথা বলেন ‘বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের...’; না কি এটা কোন সহিংসতার দিকে দেশকে ও দেশের মানুষকে ঠেলে দেবার পরিকল্পনা। আরও প্রশ্ন আসে কোন সন্দেহ কি আছে যে বাংলাদেশ একটি রাষ্ট্র নয়? যদি এটি ইসরাইল বাসিরা বলত যে ‘বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের...’ তাহলেও হয়তো মানা যেত, কারন তারা আমাদের স্বাধীনতাকে অস্বীকার করেছেন এবং বাংলাদেশের পাসপোর্ট দেখলে তা স্পষ্ট বোঝা যায়।
ঐসব বেক্তিদের যদি এতো সমস্যা থাকে আমাদের দেশকে নিয়ে অথবা এতো কষ্ট হয় ভেবে যে আমাদের দেশটি স্বাধীন; তাহলে কেন তারা তাদের পছন্দের দেশটিতে পাড়ি দেয় না। নাকি তারা ঐসব বেক্তিদের দলে যারা যুগের পর যুগ, বংশ পরিক্রমায়, মানব জাতির কল্যাণে না আসলেও অকল্যাণ করতে এক মুহূর্ত দ্বিধা করে না। তাই তাদের মনে রাখা উচিৎ বাংলাদেশের মানুষ তাদের সত্যিকার চেহারাটা দেখেছে ও অপকর্মকাণ্ডের বিষয় যথেষ্ট সোচ্চার।
তবুও ভাবতে খুব অবাক লাগে যে, যারা একের পর এক কুৎসা রটনা, ইতিহাস বিকৃতি ও ষড়যন্ত্র করে আসছেন (যেমন উত্তরা ষড়যন্ত্র) তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্র চুপ; কিসের এতো ভয়।
ঐসব কাল সাপকে যদি এভাবে ছেড়ে দেয়া হয় তাহলে তো তারা বার বার আমাদের দংশন করবে; তাই এখনই সময় স্বাধীন চেতা মানুষদের তাদের বিপক্ষে অবচথান নেওয়া ও তাদের বয়কট করা।
©somewhere in net ltd.